জুন মাসে নানা সমস্যায় জড়াবেন মেষের জাতকরা

বাড়ছে বিপর্যয়? বাস্তু দোষ দূর করুন রাশি মেনে
আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ জ্যোতিষশাস্ত্র মতে মেষ রাশির জাতকদের উপাদান হল আগুন। অত্যন্ত সাহসী ও আক্রমণাত্মক। মেষ রাশির জাতকদের চরিত্রের বৈশিষ্ট্য হল যে এঁরা কখনও চুপ করে বসে থাকতে পারেন না এবং এরা যা করবেন বলে ঠিক করেন, তা যে কোনও মূল্যে করেই ছাড়েন।
জুন ২০২৩-এ ভালো-মন্দ মিশিয়ে কাটবে মেষ রাশির জাতকদের। কোষ্ঠীর সপ্তম ঘরে রাহু ও কেতুর অবস্থান জীবনে কিছু সমস্যা সৃষ্টি করতে পারে। তবে একাদশ ঘরে শনির শুভ অবস্থানের প্রভাবে ভালো ফল পাবেন আপনি। তবে শনির এই শুভ প্রভাব একটু ধীর গতিতে আসবে।
মেষ রাশির জাতকরা জুন মাসে নিজেদের কাজে বিশেষ দক্ষতার প্রমাণ দেবেন। কর্মক্ষেত্রে কিছু সমস্যা দেখা দেবে তবে এর থেকে বেরিয়ে আসতে পারবেন আপনি। মেষ রাশির জাতকরা জুন মাসে কেরিয়ারে নতুন করে উন্নতি করার সুযোগ পাবেন। মাসের প্রথম দিকটা মেষের জাতকদের জন্য খুব একটা ভালো না কাটলেও মাসের দ্বিতীয়ার্ধে বড় কোনও সাফল্য অপেক্ষা করছে। শনির প্রভাবে বিদেশ যাত্রার যোগ আছে।
জুন মাসে মেষ রাশির জাতকরা না প্রচুর অর্থ উপার্জন করবেন। আগামী মাসে মোটের উপর আর্থিক পরিস্থিতি আপনার ঠিকঠাক থাকবে। কোষ্ঠীর একাদশ ঘরে উপস্থিত শনি আপনাকে ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করতে উত্সাহ দেবে। যাঁরা ব্যবসা করছেন, তাঁদের খুব বেশি আর্থিক লাভ হবে না। কিছু অতিরিক্ত খরচ হতে পারে।
স্বাস্থ্যের বিশেষ যত্ন নেওয়া দরকার মেষ রাশির জাতকদের। কোষ্ঠীর প্রথম ও সপ্তম ধরে রাহু ও কেতুর অবস্থানের প্রভাবে স্বাস্থ্য নিয়ে ভুগতে হতে পারে। বিশেষ করে হজমের সমস্যায় জুন মাসে নাজেহাল হবেন মেষ রাশির জাতকরা। এর পাশাপাশি মানসিক ভাবেও সামনের মাসে চাপে থাকবেন আপনি। রাহু ও কেতুর প্রভাবে নিরাপত্তাহীনতায় ভুগতে পারেন।
প্রেমের দিক থেকেও বিশেষ কিছু ভালো যাবে না মেষ রাশির জাতকদের। সঙ্গীর সঙ্গে নানা বিষয় নিয়ে গোলমাল বাধতে পারে। চেষ্টা করুন আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে ফেলতে। পরিবারেও আগামী মাসে নানা বিষয় নিয়ে অশান্তি দেখা দিতে পারে।


