মেদিনীপুর রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ে ভূগর্ভস্থ জল নিয়ে প্রশিক্ষণ শিবির

মেদিনীপুর রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ে ভূগর্ভস্থ জল নিয়ে প্রশিক্ষণ শিবির
26 Sep 2023, 07:27 PM

মেদিনীপুর রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ে ভূগর্ভস্থ জল নিয়ে প্রশিক্ষণ শিবির

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর: ভূগর্ভস্থ জলের স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শিবির মঙ্গলবার অনুষ্ঠিত হলো মেদিনীপুরে রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ে। কলেজের বিধানচন্দ্র রায় অডিটোরিয়াম হলে এই শিবির হয়  মঙ্গলবার। আয়োজক ছিল কেন্দ্রীয় ভূমিজল বোর্ড, পূর্ব ক্ষেত্র, কোলকাতা। অনুষ্ঠান টির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষা জয়শ্রী লাহা। অনুষ্ঠানে মুখ্য বক্তা ছিলেন কেন্দ্রীয় ভূমিজল বোর্ড, পূর্ব ক্ষেত্র কোলকাতার ক্ষেত্রীয় নির্দেশক ড: অনাদি গায়েন। এই অনুষ্ঠান টির মূল উদ্দেশ্য ছিলো পশ্চিম মেদিনীপুর জেলার ভূগর্ভস্থ জল সম্পদের পরিমাণ, বন্টন, গুণগত মান অবনমনের  কারন, সাধারণ মানুষের জীবনে তার প্রভাব এবং ভূগর্ভস্থ জলের সঠিক ব্যবহার ও  পূনর্ভরণ প্রভৃতি বিষয়ে ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের সচেতনতা করা। শতাধিক ছাত্র-ছাত্রী এই প্রশিক্ষণ শিবিরে অংশ নেন। মেদিনীপুর কলেজ, কে ডি কলেজ, খড়গপুর কলেজ,  মেদিনীপুর সিটি কলেজ ও রাজা নরেন্দ্রলাল খান মহিলা কলেজের ভূগোল ও  জুলজি বিভাগের শিক্ষক ও পড়ুয়ারা অংশ নেন। কেন্দ্রীয় ভূমিজল বোর্ডের বৈজ্ঞানিক ড: কমলেশ চন্দ্র মন্ডল, নাসিমা জামাল, ড: সুপর্না দত্ত এবং কলেজের অধ্যাপক ড: প্রভাত কুমার শীট ও ড: সুজয় মিদ্যা এই অনুষ্ঠানে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।

Mailing List