চিনের মহাপ্রাচীরে আঘাত, গ্রেফতার দুই শ্রমিক

চিনের মহাপ্রাচীরে আঘাত, গ্রেফতার দুই শ্রমিক
08 Sep 2023, 10:24 PM

চিনের মহাপ্রাচীরে আঘাত, গ্রেফতার দুই শ্রমিক

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: চিনকে বহিঃশত্রুর হাত থেকে বাঁচাতে মিং সাম্রাজের আমলে গড়ে তোলা হয়েছিল মহাপ্রাচীর। প্রায় তিনশো বছর ধরে এই প্রাচীর তৈরি করা হয়েছিল। কালের নিয়মে সেই মহাপ্রাচীরের অনেকটাই ধ্বংস হয়ে গেছে। যেটুকু অবশিষ্ট আছে, সেখানেও আঘাত হানল দুই শ্রমিক। তবে চিনকে আক্রমণ করার কোনও উদ্দেশ‌্য তাদের ছিল না। তারা নিজেদের যাতায়াতের সুবিধার্থে মহাপ্রাচীর খোঁড়াখুড়ি করছিলেন। নিরাপত্তা কর্মীরা দেখতে পেয়েই তাদের গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে চিনের শানসি প্রদেশের ইউয়ু জেলায়। মহাপ্রাচীরের ক্ষতির বিষয়টি সম্প্রতি স্থানীয় পুলিশের নজরে পড়ে। তখনই তাঁরা খোঁজখবর নেওয়া শুরু করেন। জিজ্ঞাসাবাদের পর দুইজন সন্দেহভাজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকেই পাওয়া যায় খোঁড়াখুড়ির এক্সকাভেটর যন্ত্র। ওই যন্ত্র দিয়েই প্রাচীর খুঁড়েছেন দুই ব‌্যক্তি। গ্রেফতার হওয়া দুই ব‌্যক্তির মধ‌্যে একজন পুরুষ ও একজন মহিলা। কেন এই কাজ করেছেন পুলিশ জানতে চাইলে তারা বলেছে, তারা নির্মাণ শ্রমিক। তাদের কর্মস্থল প্রাচীরের পাশেই। কিন্তু প্রাচীরের জন‌্য তাদের অনেক ঘুরপথে কর্মস্থলে যেতে হয়। সেই কারণে তারা প্রাচীরে গর্ত খুঁড়ে রাস্তা তৈরি করছিলেন। এই ঘটনার পর স্থানীয় প্রশাসন জানিয়েছে, মহাপ্রাচীরে যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। একে আর ঠিক করা সম্ভব নয়। এই মহাপ্রাচীরটি তৈরি হয়েছিল মিং সাম্রাজ‌্যের সময়ে। প্রাচীর নির্মাণের কাজটি প্রথম হাত দেওয়া হয়েছিল খ্রিষ্টপূর্ব ২২০ শতকে। প্রায় ১৩ হাজার মাইল জুড়ে এই প্রাচীর রয়েছে। ১৯৮৭ সালে প্রাচীরটিকে বিশ্বের অন‌্যতম সেরা ঐতিহ‌্যবাহী স্থানের স্বীকৃতি দিয়েছিল ইউনেস্কো।

Mailing List