জমকালো কার্নিভাল অশোকনগর ও হাবড়ায়, বনগাঁতে কার্নিভাল না হওয়ায় ক্ষোভ, শুরু জল্পনাও

জমকালো কার্নিভাল অশোকনগর ও হাবড়ায়, বনগাঁতে কার্নিভাল না হওয়ায় ক্ষোভ, শুরু জল্পনাও
08 Oct 2022, 01:28 PM

জমকালো কার্নিভাল অশোকনগর ও হাবড়ায়, বনগাঁতে কার্নিভাল না হওয়ায় ক্ষোভ, শুরু জল্পনাও

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন, বারাসাতঃ কার্নিভাল হল। তবে তা নিয়ে তৈরি হল বিতর্কও। এবার উত্তর চব্বিশ পরগনা জেলার সদর শহর বারাসতে কার্নিভ্যাল হয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী। তারই সঙ্গে কার্নিভ্যাল হল অশোকনগর ও হাবড়াতেও। কিন্তু কার্নিভ্যাল বন্ধ হল বনগাঁয়। তা নিয়ে ক্ষোভও দেখা দিল সাধারণ মানুষের মধ্যে।

কেন বনগাঁয় কার্নিভ্যাল বন্ধ হল? যুক্তি দেওয়া হল, মুখ্যমন্ত্রী জেলা সদরে কার্নিভ্যাল করতে বলেছেন। তাই বনগাঁতে আলাদা করে করা হয়নি। তখন প্রশ্ন উঠলো, তাহলে অশোকনগর ও বনগাঁতে কেন হল? তার অবশ্য সদুত্তর মেলেনি। আবার দেখা গেল জেলা কার্নিভালের দিন বারাসাতের চিকিৎসক সাংসদ কাকলী ঘোষ দস্তিদার ও বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীও। সব মিলিয়ে ঘুরপাক খাচ্ছে নানা প্রশ্ন।

রেডরোডে কার্নিভাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আনুকুল্যেই শুরু হয়েছিল। পরবর্তীতে ইউনেস্কোর দুর্গাপুজোকে হেরিটেজ স্বীকৃতি দেওয়ায় উৎসব আরও মুখরিত হয়েছে। তার পরিসর বৃদ্ধিতেও জোর দেন মুখ্যমন্ত্রী। ব্যতিক্রম ছিল না উত্তর ২৪ পরগনা জেলাও। বারাসাতের চাঁপাডালি মোড়ে মূল অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল। জেলা কার্নিভাল চলাকালীনই হাবড়া ও অশোকনগরে শুরু হয় দুর্গাপূজা কার্নিভাল। অশোকনগরের কার্নিভালের শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয় অশোকনগর নিউমার্কেট থেকে চৌরঙ্গী পর্যন্ত। অশোকনগর কল্যাণগড় পুরসভা, অশোকনগর থানা ও হাবড়া ২ নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে কার্নিভালটি অনুষ্ঠিত হয়। অশোকনগর বিধানসভা ক্ষেত্রের মধ্য অনুষ্ঠিত এই কার্নিভালের মূল উদ্যোক্তা অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী। এই শোভাযাত্রা ও অংশগ্রহণকারী সংগঠন গুলির নিজস্ব অনুষ্ঠান নিয়েও প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়। অন্যদিকে হাবড়া পুরসভা ও হাবড়া থানা উৎসব সমন্বয় কমিটির যৌথ উদ্যোগে হাবড়ার রাজপথে আয়োজিত হয় দুর্গা পুজোর কার্নিভাল ২০২২। শুক্রবার বিকেল ৪ টে তে শুরু হয় অনুষ্ঠান।  হাবড়া স্টেশন রোড় থেকে জয়গাছি সুপার মার্কেট পর্যন্ত প্রতিমা নিয়ে শোভাযাত্রা হয়। অনুষ্ঠানে হাবড়া পুরসভার পুরপ্রধান নারায়ণ সাহা সহ অন্যন্যরা উপস্থিত হলেও হাবড়ার বিধায়ক তথা রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক উপস্থিত ছিলেন না। দুটি অনুষ্ঠান দেখতেই অগনিত অশোকনগর ও হাবড়াবাসী রাস্তার দুধারে জমায়েত হয়। জেলার পাশাপাশি পুর এলাকাতেও কার্নিভাল হওয়াতে বেজায় খুশি সাধারণ মানুষ।

অন্যদিকে বনগাঁয় কার্নিভাল না হওয়াতে বনগাঁবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাঁদের দাবি দীর্ঘদিনের কার্নিভাল বন্ধ হওয়াতে মানুষ আনন্দ থেকে বঞ্চিত হল। এবিষয়ে বনগাঁ পুরসভার পুরপ্রধান গোপাল শেঠ বলেন, "মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন কার্নিভাল হবে জেলা সদরে। পুরসভা রাজ্য সরকারের অংশ। মুখ্যমন্ত্রী নির্দেশকে মান্যতা দিয়ে আমরা কার্নিভাল করা হয়নি।’’

Mailing List