কারও চাকরি যাক চায় না সরকার, প্রয়োজনে বাড়তি পদ তৈরি, আদালতের অনুমতির জন্য দেওয়া হল হলফনামা, জানালেন শিক্ষামন্ত্রী

কারও চাকরি যাক চায় না সরকার, প্রয়োজনে বাড়তি পদ তৈরি, আদালতের অনুমতির জন্য দেওয়া হল হলফনামা, জানালেন শিক্ষামন্ত্রী
আনফোল্ড বাংলা প্রতিবেদন: হাই কোর্টে বিচারপতি একটি বেসরকারি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে জানিয়েছিলেন, যাঁরা বেআইনি পথে চাকরি পেয়েছেন তাঁরা যেন নিশ্চিন্তে না থাকেন। ধরা পড়লেই সকলের চাকরি যাবে।
আর রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানালেন, রাজ্যে কারও চাকরি চলে যাক, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা চান না।
আর এই কারণে অতিরিক্ত পদ তৈরিরও প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। আর মুখ্যমন্ত্রীর চিন্তাভাবনা মতোই আদালতে হলফনামা জমা দিয়েছে রাজ্য। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, কলকাতা হাই কোর্টে মঙ্গলবার হলফনামা জমা দিয়েছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। যে হলফনামায় জানানো হয়েছে, হাই কোর্ট ‘অনুমতি’ দিলে রাজ্য সরকারের ‘অতিরিক্ত পদ’-এর তালিকা মেনে সকলকে চাকরি দিতে প্রস্তুত এসএসসি। তারই সঙ্গে শিক্ষামন্ত্রী এটাও জানান, হাই কোর্ট যদি না চায় তা হলে এসএসসি তা করবে না। অর্থাৎ সেক্ষেত্রে তাঁদের নিয়োগ বাতিল করতেও এসএসসি-র আপত্তি নেই।
মঙ্গলবার এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারও ছিলেন সাংবাদিক বৈঠকে। সেখানে শিক্ষামন্ত্রী একথা জানান। অর্থাৎ যা থেকে পরিষ্কার, যে সমস্ত নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির প্রসঙ্গ উঠছে, টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ উঠছে, তাদের কারও চাকরি বাতিল করতেই প্রথমেই রাজি নয় সরকার।
সেক্ষেত্রে কত নতুন পদ তৈরি করা হয়েছে, আরও কত করা হবে তাও জানিয়েছে এসএসসি। তা হল,
নতুন পদ তৈরি হয়েছে
নবম-দশম-১৯৩২
একাদশ-দ্বাদশ -২৪৭
গ্রুপ সি-১১০২
গ্রুপ ডি-১৯৮০
তৈরি করার প্রস্তাব রয়েছে
নবম-দশম-১০৭৭
একাদশ-দ্বাদশ ২৩২১
গ্রুপ সি-১৯৮১
গ্রুপ ডি- ৪৩৩৭
অর্থাৎ মোট ১৪৯৭৭ টি নতুন পদের ভাবনা। তার মধ্যে ৫২৬১ পদ ইতিমধ্যেই তৈরি হয়েছে। ৯৭১৬টি পদ নতুন করে তৈরি করা হবে।


