সরকারি অফিসারদেরও বৈদ্যুতিক গাড়ি ব‌্যবহার করতে হবে, নয়া উদ্যোগ রাজ্যের

সরকারি অফিসারদেরও বৈদ্যুতিক গাড়ি ব‌্যবহার করতে হবে, নয়া উদ্যোগ রাজ্যের
21 Sep 2023, 06:00 PM

সরকারি অফিসারদেরও বৈদ্যুতিক গাড়ি ব‌্যবহার করতে হবে, নয়া উদ্যোগ রাজ্যের

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: রাজ্য সরকারের বিভিন্ন দফতরে বৈদ্যুতিক গাড়ির ব‌্যবহার বাড়াতে উদ্যোগী হল রাজ্যের পরিবহণ দফতর। রাজ্যের প্রশাসনিক কর্তাব্যক্তিদের জন্য ইলেকট্রিক চালিত গাড়ি ভাড়া নেওয়ার সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হল। সম্প্রতি এই সংক্রান্ত বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে পরিবহণ দফতর। যেখানে বলা হয়েছে, এ বার থেকে প্রশাসনের সর্বস্তরের আধিকারিকদের জন্য ইলেকট্রিক গাড়ি ভাড়া নিতে হবে। তার জন্য নতুন দরও ঠিক করে দেওয়া হয়েছে।

যে খরচে লাক্সারি ট‌্যাক্সি ভাড়া নেওয়া হয়, ই-যানের ক্ষেত্রে তা তিনগুণ করা হল। সম্প্রতি এ বিষয়ে একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লাক্সারি ট‌্যাক্সি যদি ই-ভেহিক‌্যাল হয়, তাহলে তার ভাড়া হবে মাসে ৪৬ হাজার টাকা। দিনে ১০০ কিলোমিটারের বেশি দূরত্ব চললে কিলোমিটার পিছু তার ভাড়া হবে আরও ৮ টাকা করে। ১৫ বছর হয়ে গেছে, সরকারি দফতরে ভাড়া খাটা এমন প্রায় কুড়ি হাজারের বেশি লাক্সারি ট‌্যাক্সি বসিয়ে দিতে হবে। সে কারণে নতুন গাড়ির দরকার পড়বে, লাক্সারি ট‌্যাক্সির মালিকরা যাতে এই কাজে ই-ক‌্যাব কেনেন সেকারণেই এই নয়া ভাড়া নির্ধারিত করা হল। দূষণ কমাতেই ইলেকট্রিক যান ব্যবহারে জোর দিচ্ছে রাজ্য সরকার।

এছাড়া লাক্সারি ট‌্যাক্সির ক্ষেত্রে এতদিন শুধুমাত্র সাদা এবং ক্রিম রঙের লাক্সারি ক‌্যাবকেই অল বেঙ্গল পারমিট দেওয়া হত।  এবার সেই নিয়মও তুলে দেওয়া হচ্ছে। যে কোনও রংয়ের ক‌্যাবই আবেদন করলে এই পারমিট পাবে।

Mailing List