কানাডার নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল ভারত সরকার

কানাডার নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল ভারত সরকার
21 Sep 2023, 05:50 PM

কানাডার নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল ভারত সরকার

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: সম্প্রতি কানাডার মাটিতে খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জর খুন হয়েছেন। যার জেরে দুই দেশের মধ‌্যে কুটনৈতিক সম্পর্ক কিছুটা হলেও টাল খেয়েছে। এই পরিস্থিতির মধ‌্যে কানাডার নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করল ভারত সরকার। বৃহস্পতিবার বিদেশমন্ত্রক সূত্রে বলা হয়েছে, পরবর্তী বিজ্ঞপ্তি প্রকাশিত না হওয়া পর্যন্ত কানাডার নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত রাখা হচ্ছে। এরইমধ‌্যে আবার জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) কানাডা সরকারকে পরিষ্কার জানিয়েছে, ভারত ছেড়ে পালানো খালিস্তানি জঙ্গি এবং সন্ত্রাসবাদীরা কানাডায় আশ্রয় নিচ্ছে। এনআইএ তরফে কানাডার সরকারের কাছে সন্ত্রাসবাদ ও বিচ্ছিন্নতাবাদী কাজকর্মে জড়িত থাকা ৪৩ জনের তালিকা তুলে দিয়েছে। উল্লেখ‌্য, হরদীপ সিং নিহত হওয়ার পরই কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো টুইটারে বিতর্কিত মন্তব‌্য করে বসেন। তিনি জানান যে, হরদীপের মৃত‌্যুর পিছনে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর হাত রয়েছে। ট্রুডোর এই বিবৃতি সোশ‌্যাল মিডিয়ায় প্রকাশিত হওয়ার ঠিক পরই কানাডার এক ভারতীয় কূটনীতিককে বহিষ্কার করা হয়। এই পদক্ষেপের পাল্টা হিসাবে ভারত সরকার কানাডার এক শীর্ষ কূটনীতিককে দিল্লি ছাড়ার নির্দেশ দেয়। তারপরই এনআইএ বিচ্ছিন্নতাবাদীদের তালিকা তুলে দিল কানাডা সরকারের হাতে। এরইমধ‌্যে ট্রুডো যে অভিযোগ করেছিলেন, তার পরিপ্রেক্ষিতে কড়া জবাব দিয়েছে ভারত সরকার। তারা জানিয়েছে, এই ধরনের ঘটনার সঙ্গে ভারত কখনও জড়িত নয়। পাল্টা জবাবে তারা বলেছে, কানাডা খালিস্তানিদের সমর্থন করছে। ভারত বিরোধী কার্যকলাপ চালাতে জঙ্গিদের মদত দিচ্ছে কানাডা সরকার। চলতি বছরের জুন মাসে ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে নিজ্জরকে গুলি করে হত‌্যা কার হয়।  শিখ ফর জাস্টিস-এর মতো বিচ্ছিন্নতাবাদী সংগঠনের প্রধান ছিলেন তিনি। কিন্তু ট্রুডোর মন্তব‌্য দুই দেশের মধ‌্যে সম্পর্ক কিছুটা হলেও অবনতির দিকে ঠেলে দিয়েছে।

Mailing List