ইউএস ওপেন জিতে সেরেনার রেকর্ড স্পর্শ করলেন গফ

ইউএস ওপেন জিতে সেরেনার রেকর্ড স্পর্শ করলেন গফ
আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: ধারে ভারে ফাইনালে গফের বিরুদ্ধে অনেকটাই এগিয়ে ছিলেন সাবালেঙ্কা। কিন্তু ফাইনালের চিত্রনাট্যে ছিল নাটকীয় উপাদানে ভর্তি।আর্থার অ্যাশ স্টেডিয়ামে দু'ঘণ্টা ছয় মিনিট ধরে চলল ফাইনাল ম্যাচ। শেষ পর্যন্ত ২-৬, ৬-৩, ৬-২ ফলে ম্যাচ ও খেতাব জেতেন গফ। ১৯৯৯ সালে শেষ বার কিশোরী সেরেনা জিতেছিলেন ইউএস ওপেন। ২৪ বছর আগে উইলিয়ামস মাত্র ১৮ বছর বয়সে মার্টিনা হিঙ্গিসকে হারিয়ে ইউএস চ্যাম্পিয়ন হন।
পিছিয়ে পড়েও ফাইনালে জয়। ম্যাচ পয়েন্ট পাওয়ার পর যেন বিশ্বাসই করতে পারছিলেন না গফ। বুঝতে পারছিলেন না, তাঁর কী করা উচিত। কোর্টে শুয়ে পড়লেন। দেখে মনে হচ্ছিল শরীরে সব শক্তি শেষ করে ফেলেছেন। কোর্টে বসে হাউ হাউ করে কাঁদলেন। সমর্থক, কোচিং স্টাফদের দিকে তাকালেন। আঙুলের মুদ্রায় ভালবাসার ইঙ্গিত করলেন। তখনও তাঁর গলায় দলা পাকিয়ে উঠছিল কান্না।ইউএস ওপেনে চ্যাম্পিয়নের ট্রফি হাতে নিয়ে কোকো গফ বলেন, ‘আমি এখন নিউ ইয়র্ক সিটিতে রয়েছি। সদ্য কেরিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম জিতলাম। যাঁরা আমাকে সমর্থন করেছেন, তাঁদের সকলকে ধন্যবাদ। যাঁরা যাঁরা ফাইনালটা দেখলেন তাঁদের সকলেও জানাই অনেক অনেক ধন্যবাদ।’
চ্যাম্পিয়ন হওয়ার পর গফের মুখে প্রথমেই এসেছে বাবা কোরি গফের কথা। তাঁর হাত ধরেই গফের টেনিস শুরু। গফ বলেন, ‘আমি যখন আমার বাবাকে জড়িয়ে ধরলাম। আমি তাঁর মুখ দেখিনি। কারণ, তিনি আমাকে জড়িয়ে ছিলেন। তবে আমি তাঁর কান্নার শব্দ শুনতে পেয়েছি। আমি কখনো মানুষটিকে কাঁদতে দেখিনি। আর আমার মা, আমি জানতাম আমি হারি কিংবা জিতি তিনি কাঁদবেনই।


