Google Meet ও Zoom-কে টক্কর! আসছে নতুন ফিচার WhatsApp-এ

Google Meet ও Zoom-কে টক্কর! আসছে নতুন ফিচার WhatsApp-এ
আনফোল্ড বাংলা প্রতিবেদন: WhatsApp নিয়ে আসছে আকর্ষণীয় ফিচার। যা নিয়ে কাজ করছে। আপনার গ্যাজেট ব্যবহারের অভিজ্ঞতা বদলে দেবে। কিছুদিন আগে জানা গিয়েছিল, ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি এমন একটি ফিচার নিয়ে কাজ করছে, যার মাধ্যমে আপনি অরিজিনাল কোয়ালিটির ছবি পাঠাতে পারবেন। আর এখন জানা গেল, WhatsApp আপনাকে কলও শিডিউল করতে দেবে। অ্যাপটি ভয়েস মেসেজ ট্রান্সক্রাইবও করতে দেবে ব্যবহারকারীদের। ভবিষ্যতের এই বড় WhatsApp Update সম্পর্কে বিস্তারিত তথ্যগুলি জেনে নিন-
অনেকেই অফিসিয়াল বা পার্সোনাল কল অ্যাটেন্ড করার জন্য WhatsApp ব্যবহার করেন। এখন জরুরি ভিত্তিতে ব্যবহারকারীরা WhatsApp Call শিডিউলও করতে পারবেন। এখন অ্যাপ থেকেই সেই কাজটি করা যাবে। সাধারণত গ্রুপের জন্যই হোয়াটসঅ্যাপ কল শিডিউল করার ফিচারটি আসছে।
এখন পর্যন্ত Zoom এবং Google Meet-এর মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলি থেকেও ভিডিয়ো বা ভয়েস কল শিডিউল করা যায়। এখন এই ফিচারটি দিয়েই Zoom এবং Google Meet-এর প্ল্যাটফর্মগুলির সঙ্গে জোরদার টক্কর দিতে চাইছে Meta। যদিও ভিডিয়ো কল রেকর্ড করার মতো কোনও ফিচার হোয়াটসঅ্যাপের কাছে নেই, যা এই সব প্রতিযোগী প্ল্যাটফর্মগুলির কাছে রয়েছে।
এই ফিচারের পাশাপাশি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের এবার থেকে ভয়েস নোট ট্রান্সক্রাইব করার সুবিধাও উপভোগ করতে পারবেন। তবে সেই ফিচারটি কেবলই ইংরেজি ভাষায় উপলব্ধ হবে। তাই, ভয়েস মেসেজ যদি অন্য কোনও ভাষায় আসে, তাহলে এই সুবিধা পাওয়া যাবে না। WhatsApp-এর iOS বিটা ভার্সনে ইতিমধ্যেই ফিচারটি দেখা গিয়েছে।
এই ফিচারগুলি রোলআউট কবে হবে, সে বিষয়ে WhatsApp-এর তরফ থেকে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।


