সুখবর, আজ থেকে দাম কমল এলপিজি সিলিন্ডারের, কমে কত হল?

সুখবর, আজ থেকে দাম কমল এলপিজি সিলিন্ডারের, কমে কত হল?
01 Jun 2023, 10:59 AM

সুখবর, আজ থেকে দাম কমল এলপিজি সিলিন্ডারের, কমে কত হল?

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: মাসের শুরুতেই সুখবর। এক ধাক্কায় বেশ অনেকটা কমল রান্নার গ্যাসের দাম। ৩১ মে বেশি রাতের দিকে তেল সরবরাহকারী সংস্থার তরফে জানানো হয়েছে, ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৮৫ টাকা কমানো হয়েছে। ফলে এবার থেকে কলকাতায় ১৯ কেজির এলপিজি (LPG) সিলিন্ডার কিনতে খরচ হবে ১৮৭৫ টাকা ৫০ পয়সা। আজ, ১ জুন থেকেই কার্যকর হচ্ছে এই নতুন দাম। তবে অপরিবর্তিত রয়েছে ১৪.২ কেজির ডোমেস্টিক এলপিজি সিলিন্ডারের দাম। এই নিয়ে টানা তিন মাস বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমল।

নিয়মানুযায়ী প্রত্যেক মাসের শুরুতেই বিশ্ব বাজারে অপরিশোধিত জ্বালানির দাম বিবেচনা করে তেল কোম্পানিগুলি দাম নির্ধারণ করে। বিশ্ব বাজারে জ্বালানির ওঠানামার উপরে নির্ভর করে এলপিজি সিলিন্ডারের দামও কমানো বা বাড়ানো হয়। কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছিল ১৯৬০.৫০ টাকা। আজ থেকে যে নতুন দাম কার্যকর হচ্ছে, তা অনুযায়ী এবার থেকে ১৯ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে খরচ হবে ১৮৭৫.৫০ টাকা। অর্থাৎ ৮৫ টাকা দাম কমানো হল। তবে ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। রান্নার গ্যাস কিনতে সিলিন্ডার পিছু খরচ পড়বে ১১২৯ টাকা। এর আগে গত মে মাসেও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমেছিল। এক ধাক্কায় ১৭১.৫০ টাকা দাম কমানোয় ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ২,১৩২ টাকা থেকে কমে ১৯৬০.৫০ পয়সায় দাঁড়িয়েছিল। তার আগে এপ্রিল মাসেও ৮৯.৫০ টাকা দাম কমেছিল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের।

Mailing List