ভ্রমণপ্রেমীদের জন্যে সুখবর! অন্য কিছু বুকিং ছাড়াই এবার এখন শুধুমাত্র হলং টুরিস্ট লজই বুক করতে পারবেন অনলাইনে, জেনে নিন পদ্ধতি

ভ্রমণপ্রেমীদের জন্যে সুখবর! অন্য কিছু বুকিং ছাড়াই এবার এখন শুধুমাত্র হলং টুরিস্ট লজই বুক করতে পারবেন অনলাইনে, জেনে নিন পদ্ধতি
আনফোল্ড বাংলা প্রতিবেদন: যাঁরা ঘুরতে যেতে ভালোবাসেন তাঁদের জন্যে এবার খুশির খবর। কোনো প্যাকেজ ছাড়াই একেবারে সরাসরিই বুক করতে পারবেন হলং টুরিস্ট লজ।
উল্লেখ্য, জলদাপাড়া জাতীয় উদ্যানের মধ্যে অবস্থিত হলং বনবাংলোটিকে পশ্চিমবঙ্গের অন্যতম প্রিমিয়াম বনবাংলো বলা যায়। এখানে অন্তত একটা রাত কাটানোর অভিজ্ঞতা অনন্য। এই লজটি সমস্ত অতিথিদের জন্য প্রকৃতির প্রতি ঘনিষ্ঠতার এক চরম অনুভূতি দেয়। ঘর থেকে বসেই প্রকৃতি উপভোগ করার সঙ্গে সঙ্গে দেখা যায় গন্ডারের ঘুরে বেড়ানো। তবে মুশকিল হল এই বনবাংলো বুক করার জন্য বেশ ঝক্কি পোহাতে হয়।
এত দিন পশ্চিমবঙ্গ পর্যটনের ওয়েবসাইট থেকে এই লজ বুক করতে হলে আদতে আপনাকে একটা প্যাকেজ বুক করতে হত। লাটাগুড়ির বাতাবাড়ি টুরিস্ট লজে একটা রাত জুড়ে দিয়ে হলংয়ের সঙ্গে ২ রাত ৩ দিনের একটা প্যাকেজ দিচ্ছিল পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগম।
কিন্তু এখন শুধুমাত্র হলং টুরিস্ট লজই বুক করতে পারবেন অনলাইনে। অন্য কিছু বুক করতে হবে না। তবে ঘরের ভাড়া আগের থেকে বেড়েছে। হলংয়ে নন-এসি দ্বিশয্যা ঘরের ভাড়া চার হাজার টাকা। অনলাইনে বুক করতে হলে লগইন করতে পারেন- www.wbtourism.wbtourismgov.in ওয়েবসাইটে।


