পর্যটকদের জন্য সুখবর, ঝাড়গ্রামের জুলজিক্যাল পার্কে ছাড়া হল তিনটি চিতা শাবক

পর্যটকদের জন্য সুখবর, ঝাড়গ্রামের জুলজিক্যাল পার্কে ছাড়া হল তিনটি চিতা শাবক
29 Sep 2023, 06:50 PM

পর্যটকদের জন্য সুখবর, ঝাড়গ্রামের জুলজিক্যাল পার্কে ছাড়া হল তিনটি চিতা শাবক

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন, ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জুলজিক্যাল পার্কের মধ্যে ছাড়া হল তিনটি চিতা বাঘের শাবক কে। জানা যায় যে ঝাড়গ্রাম জুলজিক্যাল পার্কে  উত্তরবঙ্গ থেকে চিতা বাঘ সোহেলকে আনা হয় প্রথম। এরপর আনা হয় চিতা বাঘিনী হর্ষিনী কে। ২০২১ সালে তাদের দুটি সন্তান হয়। তাদের নাম রাখা হয় সাজাদ আর সুলতান ।এরপর ২৯ শে মার্চ হর্ষিনী জন্ম দেয় তিনটি চিতা শাবকের। সেই তিনটি শাবককে শুক্রবার বন দফতরের রক্ষণাবেক্ষণের পর জুলজিক্যাল পার্কে ছাড়া হয়। যার ফলে ঝাড়গ্রাম জুলজিকাল পার্কে চিতাবাঘের সংখ্যা বেড়ে দাঁড়ালো  সাত টি। ঝাড়গ্রাম জুলজিক্যাল পার্কে অনুকূল পরিবেশ থাকায় যেমন বাড়ছে হায়নার প্রজনন, তেমনি চিতাবাঘের প্রজনন বাড়ছে। যার ফলে ঝাড়গ্রাম জুলজিক্যাল পার্কে আসা মানুষদের মন জয় হিসেবে তিন চিতা শাবক এর আগমন। পার্কে ছেড়ে দেওয়ার পর খুনসুটি শুরু করেছে ওই তিনটি চিতা শাবক। যা পুজোর আগে পর্যটকদের কাছে বাড়তি পাওনা বলে অনেকেরই মন্তব্য। বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয় যে ওই তিনটি চিতা শাবক ভালই রয়েছে তাদের দিকে নজর রাখা হয়েছে।

Mailing List