কৃষকদের জন্য সুখবর, অনুসেচ প্রকল্পে মিলবে সরকারি সাহায্য

কৃষকদের জন্য সুখবর, অনুসেচ প্রকল্পে মিলবে সরকারি সাহায্য
আনফোল্ড বাংলা প্রতিবেদন: সুখা পশ্চিমাঞ্চলের জেলা সহ সব জেলার কৃষি পরিকাঠামো উন্নয়নে বাংলা কৃষি সেচ যোজনা হাতে নিয়েছে রাজ্য সরকার। প্রকল্পে এখনও পর্যন্ত ৪৩ হাজার ৪৫৫ হেক্টর কৃষি জমিকে এর আওতায় আনা সম্ভব হয়েছে। এই অনু সেচ প্রকল্প থেকে এক লক্ষ ১৩ হাজার ৮৫১ জন কৃষক উপকৃত হয়েছেন বলে নবান্নে কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে।
কৃষিক্ষেত্রে অনুসেচ উপকরণ ক্রয়ের জন্য কৃষি দফতর ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের একশো শতাংশ এবং অন্যান্য কৃষকদের ৪৫ শতাংশ অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যে সব ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের দশমিক দুই থেকে দুই হেক্টর পরিমান এবং অন্যান্য যাদের দুই থেকে পাঁচ হেক্টর পরিমান জমি রয়েছে তাদের ফোয়ারা সেচ ও বিন্দু সেচের জন্য পাইপের ব্যাসার্ধ, দূরত্ব ও জমির পরিমান অনুযায়ী ১৫ হাজার ১৯৩ টাকা থেকে ৫৪ হাজার ৬৫৭ টাকা পর্যন্ত অনুদান দেওয়া হবে বলে কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে।
উল্লেখ্য, গত পাঁচ বছরে রাজ্যে ৯৬ হাজারের বেশি কৃষক এই প্রকল্পে অংশ নিয়ে প্রায় ৩৬ হাজার হেক্টর জমিতে অনুসেচ ব্যবস্থা চালু করেছেন বলে জানান হয়েছে। ২০১৮-১৯ সালে চালু হওয়া এই প্রকল্পে খরচের ৫৫ শতাংশ কেন্দ্রীয় সরকার এবং বাকি ৪৫ শতাংশ রাজ্য সরকার বহন করে। কৃষককে শুধুমাত্র পন্য পরিষেবা করের খরচ বহন করতে হয়।


