বাংলাদেশীদের জন্য সুখবর, গেদে-দর্শনা সীমান্ত হয়েও ভারতে ঢোকার অনুমতি মিলতে পারে শীঘ্রই

বাংলাদেশীদের জন্য সুখবর, গেদে-দর্শনা সীমান্ত হয়েও ভারতে ঢোকার অনুমতি মিলতে পারে শীঘ্রই
কুহেলি দেবনাথ, নদিয়া
দীর্ঘ প্রতীক্ষার অবসান বুঝি হতে চলেছে। বাংলাদেশি নাগরিকদের জন্য আসতে চলেছে সুখবর। এবার থেকে গেদে দর্শনা সীমান্ত দিয়েও ভারত সরকার বাংলাদেশী নাগরিকদের টুরিস্ট ভিসায় ভারতে আসার অনুমতি দিতে পারে। এমনটাই জানা যাচ্ছে।
দীর্ঘ তিন বছর এটি বন্ধ রয়েছে। আগে এই পথ দিয়েও গাড়িতে বা হেঁটে বাংলাদেশী নাগরিকরা ভারতে প্রবেশ করতে পারতেন বৈধ অনুমতি নিয়ে। কিন্তু ১৪.৩.২০২০ তে তা বন্ধ করা হয়। তারপর থেকে আর চালু হয়নি। তবে ফের চালু হতে পারে বলে শোনা যাচ্ছে। গেদে কাস্টমস দফতরের সুপারিনটেনডেন্ট অজয় নারায়ণ রায় বলেন, ‘‘আমরা যেটুকু জানতে পেরেছি, ফের গাড়িতেও এই পথ দিয়ে যাতায়াত শুরু হতে পারে। সে জন্য ২৮.২.২০২৩ তারিখে একটি নির্দেশও বেরিয়েছে বলে জানতে পেরেছি। তবে কবে চালু হবে তা ঠিক করবে হাই কমিশন। চালু হলে আমরা তৈরি রয়েছি।’’ তা চালু হলে প্রায় তিন বছর পর নদিয়ার গেদে দর্শনা সীমান্ত দিয়ে বাংলাদেশী নাগরিকেরা বৈধ অনুমতি নিয়ে ভারতে ঢোকার সূযোগ পাবেন।
নদিয়ার সীমান্তবর্তী এলাকা গেদে। ঠিক তার ওপারেই রয়েছে প্রতিবেশী দেশ বাংলাদেশের দর্শনা এলাকা। গেদে ও দর্শনা সীমান্ত দিয়ে চলাচল করে মৈত্রী এক্সপ্রেস। এছাড়াও বেশ কিছু পণ্যবাহী মালগাড়ি। তবে সাধারণ মানুষ ট্রেন ছাড়া পায়ে হেঁটেও দুই দেশের মধ্যে সরকারিভাবে ভিসা নিয়ে যাতায়াতের অনুমতি পেতেন এক সময়। বিগত তিন বছর ধরে বাংলাদেশ হাইকমিশনার ভারতীয়দের গেদে দর্শনা সীমান্ত দিয়ে টুরিস্ট ভিসার অনুমতি দিলেও ভারত সরকার বাংলাদেশী নাগরিকদের টুরিস্ট ভিসা বন্ধ রেখেছিল। কেবলমাত্র মেডিকেল এমার্জেন্সি ভিসা ছাড়া। যার জেরে দুই দেশের নাগরিকদের পারাপারের জন্য চাপ পড়তো পার্শ্ববর্তী সীমান্ত এলাকা উত্তর ২৪ পরগনা জেলার পেট্রাপোল বেনাপোল সীমান্তের মধ্যে। এছাড়াও বিগত তিন বছর ধরে ভিসার অনুমতি বন্ধ থাকার কারণে সীমান্তবর্তী এলাকায় খেটে খাওয়া সাধারণ মানুষদের আর্থিকভাবেও ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে বলে দাবি। সীমান্তবর্তী এলাকায় রয়েছে বেশ কিছু মানি এক্সচেঞ্জের অফিস, বেশ কিছু রেলের অধীনস্থ কুলি, হকার, খাবারের হোটেল, এছাড়াও ভ্যান, রিক্সা। তিন বছর পর ভিসার অনুমতি স্বাভাবিক হওয়ার খবর শুনে তারাও খুশি। তবে কবে থেকে তা শুরু হবে এখনও তা অবশ্য স্পষ্ট হয়নি।


