মা ক্যান্টিনে পুজোয় খাবার দেওয়ার রেকর্ড গড়লো গোবরডাঙা পুরসভা, পুজোয় কত লক্ষ মানুষ খাবার পেয়েছেন এই ক্যান্টিন থেকে?

মা ক্যান্টিনে পুজোয় খাবার দেওয়ার রেকর্ড গড়লো গোবরডাঙা পুরসভা, পুজোয় কত লক্ষ মানুষ খাবার পেয়েছেন এই ক্যান্টিন থেকে?
11 Oct 2022, 10:35 AM

মা ক্যান্টিনে পুজোয় খাবার দেওয়ার রেকর্ড গড়লো গোবরডাঙা পুরসভা, পুজোয় কত লক্ষ মানুষ খাবার পেয়েছেন এই ক্যান্টিন থেকে?

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: রাজ্য সরকারের পরিচালিত মা ক্যান্টিনের মাধ্যমে পুজোর দিনগুলিতে প্রায় দেড় লক্ষ মানুষের কাছে দুপুরের খাবার পৌঁছে দেওয়া হয়েছে। পঞ্চমী থেকে শুরু করে লক্ষ্মীপুজোর আগের দিন পর্যন্ত জেলায় ৮৭টি ‘মা ক্যান্টিন’ থেকে মোট ১ লক্ষ ১৭ হাজার ৫৯৫ জনকে রান্না করা খাবার দেওয়া হয়েছে।  কলকাতায় খাবার পেয়েছেন ২৯ হাজার ১৮৬ জন। প্রশাসনিক সূত্রে জানা গেছে, সব থেকে বেশি মানুষ ‘মা ক্যান্টিন’ থেকে খাবার নিয়েছেন উত্তর ২৪ পরগনার গোবরডাঙা পুরসভা এলাকায়। এই সংখ্যা ১৬ হাজার ৪২৩। তারপরেই রয়েছে আসানসোল পুরসভা। সেখানে এই পরিষেবা পেয়েছেন ১১ হাজার ৯৪৯ জন।

 

২০২১ সালের ফেব্রুয়ারিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কলকাতায় প্রথম শুরু হয় ‘মা ক্যান্টিন’। পরে ধাপে ধাপে চালু হয় রাজ্যের ১২৮টি পুর এলাকায়। প্রতিদিন দুপুর ১টা থেকে ৩টে পর্যন্ত হাজারো লোকের লাইন পরে মা ক্যান্টিনগুলির সামনে। মেনুতে থাকে একথালা ভাত, তরকারি ও ডিম। মাত্র ৫ টাকার বিনিময়ে এই খাবার পাওয়া যায়। পুজো বাদে অন্যান্য সময় রাজ্যে প্রতিদিন প্রায় ৫২ থেকে ৫৫ হাজার মানুষ খাবার পান ‘মা ক্যান্টিন’ থেকে। এই মুহূর্তে রাজ্যে ২৭৬টি এমন ক্যান্টিন রয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে সম্প্রতি এসএসকেএম হাসপাতালে খুলেছে ‘মা ক্যান্টিন’। অন্যান্য মেডিকেল কলেজ এবং জেলা হাসপাতালেও খোলার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে পুজোর সময়েও নিরলস পরিশ্রম করে মানুষকে রান্না করা খাবার পরিবেশন করেছেন মা ক্যান্টিনের কর্মীরা। কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন পুর এলাকায় তাঁরা পুজোর দিনগুলিতে মানুষকে পেট ভরে ভাত খাইয়েছেন। এই সব মানুষদের মধ্যে বেশিরভাগই আবার প্রবীণ মানুষ।

Mailing List