টেস্ট মহারনে নামার আগে নিজেদের অস্ত্রের কথা প্রকাশ করলেন গিল-ভরত

টেস্ট মহারনে নামার আগে নিজেদের অস্ত্রের কথা প্রকাশ করলেন গিল-ভরত
06 Jun 2023, 07:15 PM

টেস্ট মহারনে নামার আগে নিজেদের অস্ত্রের কথা প্রকাশ করলেন গিল-ভরত

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: বুধবার থেকে শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ভারতীয় দলের দুই ক্রিকেটার নির্ভরযোগ্য ক্রিকেটার হলেন শুভমান গিল ও কেএস ভরত। ভরতের হাতিয়ার ধোনির টিপস, আবার গিলের অস্ত্র আইপিএল অভিজ্ঞতা।

আইসিসিকে দেওয়া সাক্ষাত্কারে ভারতীয় দলের উইকেটরক্ষক জানিয়েছেন, লন্ডনে আসার আগে মহেন্দ্র সিং ধোনির কাছে  টিপস নিয়েছেন তিনি। ধোনির মূল্যবান পরামর্শ নিয়ে লন্ডনে টেস্টের মহারণে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত ভরত।

টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক বলেছেন, ‘আইপিএলের সময় আমি ধোনির সঙ্গে কথা বলি। ইংল্যান্ডে উইকেটরক্ষক হিসাবে ওর খেলার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতা আমার সঙ্গে ভাগ করে নেয় মাহি। ম্যাচের পরিস্থিতি সম্পর্কে ধোনির মূল্যায়ন তুলনাহীন। তিনিই সেরা উদাহরণ।’

এদিকে গিলের মুখে আবার আইপিএলের কথা।

আইপিএলের পর মাত্র কয়েক দিনের ব্যবধানে দ্রুত মানিয়ে নিতে হবে সাবেকি টেস্ট ক্রিকেটের সঙ্গে। এই প্রসঙ্গে গিল বলছেন, 'ক্রিকেটের মজা এটাই। গত সপ্তাহে আমরা সম্পূর্ণ অন্যধরনের একটা টুর্নামেন্ট খেলেছি, তার পরিবেশও ছিল ভিন্নধরনের। এবার খেলার ধরনও অন্য, পরিবেশ-পরিস্থিতিও অন্যরকমের। এটাই চ্যালেঞ্জ। আর এই কারণেই টেস্ট ক্রিকেট এত উত্তেজক।'

সদ্য সমাপ্ত আইপিএলে নিজের পারফরম্যান্স প্রসঙ্গে শুভমান বলেন, 'আইপিএল আত্মবিশ্বাস জোগাচ্ছে ঠিক। তবে আমার মনে হয় এবার সম্পূর্ণ অন্যরকম পরিস্থিতি এবং সম্পূর্ণ অন্যধরনের খেলা।' আইপিএলে দুরন্ত পারফরম্যা ন্স করলেও ইংল্যান্ডের মাটিতে তাঁর সাফল্যের বিষয়ে আশাবাদী নন টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ গ্রেগ চ্যাপেলন।

Mailing List