উপত্যকায় নয়া দলের নাম ঘোষণা করলেন গুলাম নবি আজাদ

উপত্যকায় নয়া দলের নাম ঘোষণা করলেন গুলাম নবি আজাদ
আনফোল্ড বাংলা প্রতিবেদন: আগেই ঘোষণা করেছিলেন। সেই কথা মতো নিজের দলের নাম ঘোষণা করলেন প্রাক্তন কংগ্রেস নেতা ও জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী গুলাম নবি আজাদ। নিজের নামের সঙ্গে মিলিয়ে দলের নাম রাখলেন ‘ডেমোক্র্যাটিক আজাদ পার্টি’। সোমবার এই ঘোষণা করেন গুলাম নবি আজাদ। এদিন দলের নাম ঘোষণার পাশাপাশি দলের পতাকারও উদ্বোধন করেন তিনি। নীল-সাদা-হলুদ রঙের এই পতাকাও এদিন সামনে আনেন উপত্যকার বর্ষীয়ান এই নেতা।
মাস খানেক আগে কংগ্রেস ছাড়ার ঘোষণা করেন জম্মু ও কাশ্মীরের এই প্রবীণ রাজনীতিক। দলের শীর্ষ নেতৃত্বকে তীব্র কটাক্ষ করে দল ছাড়ার ঘোষণা করেন তিনি। একদা গান্ধি পরিবারের ঘনিষ্ঠ বলেই পরিচিত আজাদের সঙ্গে কিছুদিন ধরেই গান্ধি পরিবারের সমীকরণ ঠিকঠাক চলছিল না। এদিন নিজের দলের নাম ঘোষণা করার পর আজাদ সাংবাদিকদের বলেন, আমাদের দলের স্বাধীন চিন্তা ও আদর্শ থাকবে। এটি একটি গণতান্ত্রিক দল হিসেবে চলবে। স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন গুলাম নবি আজাদ। বলেন, আমাদের প্রথম লক্ষ্য আমাদের দলকে নির্বাচন কমিশনে নথিভুক্ত করা। যে কোনও দিন জম্মু ও কাশ্মীরে নির্বাচনের দিনক্ষণ ঘোষিত হবে। আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড জারি থাকবে। এরপরই দলের নামকরণ নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন গুলাম নবি আজাদ।
নামকরণ প্রসঙ্গে বলেন, এর জন্য সংস্কৃত ও উর্দুতে প্রায় দেড় হাজার নাম প্রস্তাব করা হয়েছিল। আমরা চেয়েছিলাম দলের নামে ‘গণতান্ত্রিক’, ‘শান্তিপূ্র্ণ’ ও ‘স্বাধীনতা’ শব্দগুলি থাকুক। সেই কারণেই দলের নাম হয়েছে ‘ডেমোক্র্যাটিক আজাদ পার্টি’। রাজ্য থেকে কাশ্মীর এখন কেন্দ্র শাসিত অঞ্চলে পরিণত হয়েছে। তারপর থেকে এখনও ভোট করানো যায়নি উপত্যকায়। তবে সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী উপত্যকায় ভোটের ইঙ্গিত দিয়েছেন। বেশ কিছুদিন ধরে উপত্যকায় ভোটের প্রক্রিয়া শুরু হয়েছে। সেই লক্ষ্যেই এবার নতুন লড়াইয়ের জন্য তৈরি হচ্ছেন গুলাম নবি আজাদ।


