উলুবেড়িয়ার গঙ্গায় দেখা মিলেছে ঘড়িয়াল, মাইকে করে সচেতনতা প্রচার

19 Sep 2023, 08:40 PM
উলুবেড়িয়ার গঙ্গায় দেখা মিলেছে ঘড়িয়াল, মাইকে করে সচেতনতা প্রচার
সুলেখা চক্রবর্তী, হাওড়া
উলুবেড়িয়ার গঙ্গায় দেখা মিলেছে ঘড়িয়াল বা মেছো কুমিরের! এমনটাই জানাচ্ছে বন দপ্তর। আর তাতে যাতে কেউ আতঙ্কিত না হয়, কিংবা ঘড়িয়ালকে তার নিজস্ব প্রাকৃতিক পরিবেশে কেউ বিরক্ত না করে সেই বার্তা নিয়েই প্রশাসনের তরফে উলুবেড়িয়া পৌরসভার বাউরিয়া এলাকায় চলছে মাইক প্রচার। সোমবার সন্ধ্যায় বাউরিয়া এলাকায় মাইক প্রচার করা হয়। জানা গেছে, ঘড়িয়াল বা মেছো কুমির বিলুপ্তপ্রায় প্রজাতির প্রাণী। প্রসঙ্গত উল্লেখ্য, দিনকয়েক আগেই হুগলী জেলায় গঙ্গায় একটি ঘড়িয়ালের দেখা মিলেছিল। সেই ঘড়িয়ালটিই কি এটা? তা অবশ্য নিশ্চিত করে জানা যায়নি


