ভূগোল: মানচিত্র অভিক্ষেপ (Map projection), Part 1

22 Sep 2023, 10:15 AM
ভূগোল: মানচিত্র অভিক্ষেপ (Map projection), Part 1
এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ শাঙ্কব অভিক্ষেপটি লৈখিক পদ্ধতিতে কিভাবে অংকন করা যায়?
এভাবে প্রমান অক্ষরেখা বা মধ্য অক্ষরেখা নির্ণয় করতে হবে। 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রী, 50 ডিগ্রি, 60 ডিগ্রি।
অক্ষরেখার কৌণিক ব্যবধান অনুযায়ী কোন অংকন করতে হবে।
প্রমাণ অক্ষরেখার কৌণিক মান অনুযায়ী একটি কোন এঁকে স্পর্শক অঙ্কন করতে হবে।
স্পর্শক এঁকে প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ বের করতে হবে।
প্রথম চিত্র: অভিক্ষেপ এর প্রয়োজনীয় পরিমাপ নির্ণয় করা হয়েছে।
দ্বিতীয় চিত্র: শাঙ্কব অভিক্ষেপ গঠন করা হয়েছে।
অঙ্কন প্রণালী


