প্রশ্নোত্তরে ভূগোল: বহির্জাত প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ভূমিরূপ (দ্বাদশ শ্রেণি)

প্রশ্নোত্তরে ভূগোল: বহির্জাত প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ভূমিরূপ (দ্বাদশ শ্রেণি)
দীপান্বিতা ঘোষ
- ভঙ্গিল পর্বত গঠিত হয়…
A)গিরিজনি আলোড়ন
B)মহীভাবক আলোড়ন
C)ইউস্ট্যাটিক আলোড়ন
D)সমস্থিতিক আলোড়ন দ্বারা
Ans.A) গিরিজনি আলোড়ন দ্বারা।
- "দ্বিতীয় ক্রম" ভূমিরূপটি হলো…
A)মহাদেশ
B)বালিয়াড়ি
C)সার্ক
D) মালভূমি
Ans.D) মালভূমি
- ইউস্ট্যাটিক সঞ্চালন হল…
A )ধীর অন্তর্জাত প্রক্রিয়া,
B )বহির্জাত প্রক্রিয়া
C )আকস্মিক অন্তর্জাত প্রক্রিয়া
D )মানবিক প্রক্রিয়া
Ans.B )বহির্জাত প্রক্রিয়া
- নিম্নলিখিত ভূমিরূপগুলির মধ্যে কোনটি অন্তর্জাত প্রক্রিয়ার ফলে গঠিত নয়?
A )স্তুপ পর্বত
B )অগ্ন্যুৎপাত
C )সিঙ্কহোল
D )ভূমিকম্প
Ans. C) সিঙ্কহোল
- অন্তর্জাত প্রক্রিয়ার ফল হল….
A )পর্যায়ন
B )আবহবিকার
C )সমস্থিতি
D )ভূ-বিপর্যয়
Ans.D) ভূ-বিপর্যয়
- একটি অন্তর্জাত প্রক্রিয়ার উদাহরণ হল…
A )আবহবিকার
B )গিরিজনি আলোড়ন
C )নদীর কাজ
D )বায়ুর কাজ
Ans.B )গিরিজনি আলোড়ন
- ভূপৃষ্ঠের উঁচু-নিচু স্থানের মধ্যে উচ্চতা জনিত ভারসাম্য লাভের অবস্থাকে বলা হয়….
A )অবরোহন
B )ইউস্ট্যাটিক আলোড়ন
C )সমস্থিতি
D )পর্যায়ন
Ans.C )সমস্থিতি
8. নিম্নলিখিত কোনটি বহির্জাত প্রক্রিয়া নয়?
A) পুঞ্জক্ষয়
B) হিমবাহ ক্ষয়
C) অগ্ন্যুৎপাত
D) নদীর মাধ্যমে ক্ষয়
Ans.C) অগ্ন্যুৎপাত
- বহির্জাত প্রক্রিয়ায় অংশগ্রহণকারী শক্তিটি হল…..
A )অগ্ন্যুদগম
B )ভূমিকম্প
C )সমুদ্র তরঙ্গ
D )কোনোটিই নয়
Ans.C )সমুদ্র তরঙ্গ
- যে প্রক্রিয়ার মাধ্যমে কোন স্থানে শিলাসমূহ চূর্ণ-বিচূর্ণ হয়ে সেই স্থানে পড়ে থাকে তাকে বলে…..
A )ক্ষয়ীভবন
B )পুঞ্জক্ষয়
C )আবহবিকার
D )পর্যায়ন
Ans.C )আবহবিকার
- একটি স্বাভাবিক প্রক্রিয়া হল….
A )সঞ্চয়
B )আবহবিকার
C )ক্ষয় সাধন
D )পুঞ্জিত হয়।
Ans.B )আবহবিকার
- গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করেন….
A ) G. K.গিলবার্ট
B ) W.D.থর্নবেরি
C ) আর্থার হোমস
D) W. M.ডেভিস
Ans.A ) G. K.গিলবার্ট
- রাসায়নিক আবহবিকারের প্রাধান্য দেখা যায়….
A ) শুষ্ক জলবায়ু
B )আর্দ্র জলবায়ু
C ) শীতল জলবায়ু
D) প্রায় শুষ্ক জলবায়ু অঞ্চলে
Ans.B )আর্দ্র জলবায়ু
14.. রাসায়নিক আবহবিকার অধিক লক্ষ্য করা যায়…..
A ) নিরক্ষীয় জলবায়ু
B ) মরু জলবায়ু
C ) শুষ্ক নাতিশীতোষ্ণ জলবায়ু
D) মেরু জলবায়ু অঞ্চলে
Ans.A ) নিরক্ষীয় জলবায়ু
- শিলায় মরচে পড়া কোন্ ধরনের রাসায়নিক আবহবিকার ?
A )অঙ্গারযোজন
B )শল্কমোচন
C )জলযোজন
D )জারণ প্রক্রিয়া
Ans.D )জারণ প্রক্রিয়া
- আবহবিকার ও ক্ষয়ীভবনের সম্মিলিত ফলকে বলা হয়….
A ) আরোহন
B )অবরোহন
C )নির্মোচন
D )পর্যায়ন
Ans.D )পর্যায়ন
- অবরোহন প্রক্রিয়ার ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হল
A )ক্ষয়জাত পর্বত
B )আগ্নেয় পর্বত
C )প্লাবনভূমি
D )বাজাদা
Ans.A )ক্ষয়জাত পর্বত
- আবহবিকার একটি….
A )পর্যায়ন প্রক্রিয়া
B )আরোহন প্রক্রিয়া
C )অবরোহন প্রক্রিয়া
D )গতিশীল প্রক্রিয়া
Ans.C )অবরোহন প্রক্রিয়া
- অবরোহন প্রক্রিয়ায় সৃষ্ট ভূমিরূপ হল….
A )লোয়েস
B )ড্রামলিন
C )প্লাবনভূমি
D )তরঙ্গ কর্তিত ভূমিরূপ
Ans.D )তরঙ্গ কর্তিত ভূমিরূপ
- ধ্বস হলো একটি….
A )নগ্নীভবন প্রক্রিয়া
B )পুঞ্জক্ষয়
C )আরোহন
D )ক্ষয়ীভবন
Ans.B )পুঞ্জক্ষয়
21. আরোহণের একটি উল্লেখযোগ্য নিদর্শন হলো….
A) মন্থকূপ
B) আগ্নেয়গিরি
C) বদ্বীপ
D) সুনামি
Ans. C) বদ্বীপ
22. পাহাড়ের ঢালে ট্যালাস গঠনের প্রক্রিয়া হল….
A) অবরোহন
B) আরোহন
C) আবহবিকার
D) পুঞ্জিত স্খলন
Ans.B) আরোহন
23. পর্যায়নের ফলে সৃষ্ট সমতল পৃষ্ঠকে বলে….
A) সমপ্রায়ভূমি
B) পেডিপ্লেন
C) পেডিমেন্ট
D)পর্যায়িত ভূমি
Ans.D)পর্যায়িত ভূমি
- নদীর ক্রমান্বয়ে ভারসাম্যে অবস্থায় পৌঁছানোকে বলে…..
A )অবরোহন
B )পর্যায়ন
C )আরোহন
D )কোনোটিই নয়
Ans.B )পর্যায়ন
- ভূ-অন্তঃস্থ কঠিন শিলা উঁচু হয়ে গঠিত ভূমিরূপটি হল…..
A )ট্যালাস
B )বর্নহার্ড
C )ক্যাসেল কোপিস
D )ডুরিক্রাস্ট
Ans.C )ক্যাসেল কোপিস
- গোলাকার ইনসেলবার্জকে বলে…..
A )মোনাডনক
B )টর
C )পেডিমেন্ট
D )বর্নহার্ড
Ans.D )বর্নহার্ড
লেখক: ভূগোলের শিক্ষিকা, নান্দারিয়া এসএস হাইস্কুল, শালবনী, পশ্চিম মেদিনীপুর


