ভূগোল শিক্ষা: MCQ, মানুষ-পরিবেশ-আন্তঃসম্পর্ক (দ্বাদশ শ্রেণি) – দ্বিতীয় কিস্তি

ভূগোল শিক্ষা: MCQ, মানুষ-পরিবেশ-আন্তঃসম্পর্ক (দ্বাদশ শ্রেণি) – দ্বিতীয় কিস্তি
27 Aug 2023, 11:00 AM

ভূগোল শিক্ষা: MCQ, মানুষ-পরিবেশ-আন্তঃসম্পর্ক (দ্বাদশ শ্রেণি) – দ্বিতীয় কিস্তি

 

 দীপান্বিতা ঘোষ

 

  1. 2013 সালে ভারতে হড়পা বান সংঘটিত রাজ্যটি হল—-

A)উত্তরাখণ্ড

B)বিহার

C)ঝাড়খন্ড

  D)মধ্যপ্রদেশ

Ans.A উত্তরাখন্ড

 

২৪, নদী পাড়ের ভাঙ্গন যে ধরনের দুর্যোগ সেটি হল—-

A.প্রাকৃতিক বিপর্যয়

B.আধা-প্রাকৃতিক বিপর্যয়

C.মহাজাগতিক বিপর্যয়

D.এগুলির কোনোটিই নয়।

Ans. B আধা -প্রাকৃতিক বিপর্যয়

 

25.খনি থেকে নির্গত বিষাক্ত গ্যাসের দরুন বায়ুমণ্ডল দূষণ হলো এক প্রকারের—-

A)প্রাকৃতিক দুর্যোগ

B) আধা প্রাকৃতিক দুর্যোগ

C)মনুষ্য সৃষ্ট দুর্যোগ

D) এগুলির কোনোটিই নয়।

Ans. B আধা প্রাকৃতিক দুর্যোগ

 

  1. বিপর্যয় পরবর্তী পর্যায়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো —

(A)বিপর্যয় গবেষণা

(B)ঝুঁকির মূল্যায়ন

(C)সতর্কীকরণ

(D)ত্রাণ সরবরাহ

Ans. D ত্রাণ সরবরাহ

 

27.অনিয়ন্ত্রিত চাষের জন্য পাহাড়ে ধ্বস নামা এক প্রকারের—-

(A)প্রাকৃতিক দুর্যোগ

(B) আধা-প্রাকৃতিক দুর্যোগ

(C)মনুষ্য-সৃষ্ট দুর্যোগ

(D)এগুলির কোনটি নয়

Ans.B আধা-প্রাকৃতিক দুর্যোগ

 

 28.2001 সালের 26 শে জানুয়ারি গুজরাটের ভুজে সংঘটিত বিপর্যয়টি হল—

  1. A) সুনামি

B)ভূমিকম্প

C)হিমানী সম্প্রপাত 

D)বন্যা

Ans.B ভূমিকম্প

 

29.বন্যা নিয়ন্ত্রণের উপায়গুলির মধ্যে অন্যতম উপায় হল ….

(A)শুষ্ক কৃষির প্রবর্তন

(B) গভীর নলকূপ খনন

(C)জল সংরক্ষণ প্রকল্প প্রবর্তন

(D)বহুমুখী নদী পরিকল্পনা

Ans. D বহুমুখী নদী পরিকল্পনা

 

30.জলবায়ুগত দুর্যোগ হল….

 (A)অগ্নুৎপাত

(B) ভূমি ধস

(C)বন্যা

(D)হিমানী সম্প্রপাত

Ans. C বন্যা

 

৩১ একটি বায়ুমণ্ডলীয় বিপর্যয় হলো ….

A)ঘূর্ণিঝড়

B)ভূমিধস

C)অগ্নুৎপাত

Dসুনামি

Ans.A ঘূর্ণিঝড়

 

৩২ সুনামি হল একপ্রকারের …

 A)ভূতাত্ত্বিক বিপর্যয়

 B)জলবায়ু সংক্রান্ত বিপর্যয়

C)মনুষ্যসৃষ্ট বিপর্যয়

D) বায়ুমন্ডলীয় বিপর্যয়

Ans. A ভূতাত্বিক বিপর্যয়

 

৩৩ অত্যাধিক ভৌমজলের সেচের ফলে যে মৃত্তিকা  বিপর্যয় ঘটে তা হল….

 

A.হিউমিফিকেশন

B.লিথিফিকেশন

C.স্যালিনাইজেশন।

D.এলুভিয়েশন

 Ans. C স্যালিনাইজেশন

 

34.হড়পা বানের উল্লেখযোগ্য কারণ হলো—-

 A)ভূমিকম্প

B) মেঘভাঙ্গা বৃষ্টি

C)সাইক্লোন

D)অগ্ন্যুৎপাত

 Ans B মেঘভাঙ্গা বৃষ্টি

 

  1. জলাধার থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে বর্ষাকালের সৃষ্ট বন্যা হল একটি—

 A.প্রাকৃতিক দুর্যোগ

B.অতি প্রাকৃতিক দুর্যোগ

C.আধা প্রাকৃতিক দুর্যোগ

Dমনুষ্যসৃষ্ট দুর্যোগ

 Ans.D মনুষ্যসৃষ্ট দুর্যোগ

 

  1. আধা-প্রাকৃতিক দুর্যোগের একটি উদাহরণ হল—

 A)ভোপাল গ্যাস দুর্ঘটনা

B)ভূমিকম্প

 C)ভূমিধ্বস

D)অগ্ন্যুৎপাত

 Ans C ভুমিধ্বস

 

  1. একটি ভূতাত্বিক বিপর্যয়ের উদাহরণ হল—

A)খরা

B)ভূমিকম্প

C)সুনামী

D)বন্যা

Ans. B ভূমিকম্প

 

  1. প্রাকৃতিক বিপর্যয় নয় এমন একটি ঘটনা হলো—

 A)হড়পা বান

B) সুনামি

C)সুপার সাইক্লোন

D) মিথাইল আইসোসায়ানেট গ্যাস দুর্ঘটনা

Ans. D মিথাইল আইসোসায়ানেট গ্যাস দুর্ঘটনা

 

  1. দাবানল হলো এক প্রকারের—-

A)প্রাকৃতিক দুর্যোগ

B) আধা প্রাকৃতিক দুর্যোগ

 C)মনুষ্য সৃষ্ট দুর্যোগ

D)এগুলির কোনোটিই নয়।

 Ans. A প্রাকৃতিক দুর্যোগ

 

  1. পিলিন এক প্রকারের—-

(A)বন্যা

(B)বিধ্বস

(C)শ্রীভূমি

(D)ঘূর্ণিঝড়

Ans. D ঘূর্ণিঝড়

 

  1. পার্বত্য অঞ্চলে ধ্বস নামার একটি মনুষ্য সৃষ্ট কারণ হলো

(A) অভিকর্ষজ বল

(B)অবিবেচনা প্রস্তুত বৃক্ষচ্ছেদন

(C) মেঘ ভাঙ্গা বৃষ্টি

(D) দাবানল

  1. অবিবেচনা প্রসূত বৃক্ষচ্ছেদন

 

  1. অভিকর্ষজ বলের সঙ্গে সম্পর্কযুক্ত একটি দুর্যোগ হল—-

(A) হিমানী সম্প্রপাত

 (B)  ভূমিকম্প

(C)  বন্যা

(D) নদী পাড়ের ভাঙ্গন

Ans. A হিমানী সম্প্রপাত

 

  1. ব্লিজার্ড এক রকমের

(A) ঝুম চাষ

(B)তীব্র তুষার-ঝড়

 (C)বায়ুপ্রবাহ

(D)অগ্ন্যুদগম

 Ans. B তীব্র তুষার ঝড়

 

  1. আর্সেনিক দূষণের অন্যতম কারণ হলো—

(A)মৃত্তিকা ক্ষয়

 (B) ভৌমজল দূষণ

 (C) বন্যা

(D) ভূমিকম্প

Ans. B ভৌমজল দূষণ

 

লেখক: ভূগোলের শিক্ষিকা, নান্দারিয়া এসএস হাইস্কুল, শালবনী, পশ্চিম মেদিনীপুর

Mailing List