ভূগোল শিক্ষা: MCQ, মানুষ-পরিবেশ-আন্তঃসম্পর্ক (দ্বাদশ শ্রেণি) – প্রথম কিস্তি

ভূগোল শিক্ষা: MCQ, মানুষ-পরিবেশ-আন্তঃসম্পর্ক (দ্বাদশ শ্রেণি) – প্রথম কিস্তি
26 Aug 2023, 12:00 PM

ভূগোল শিক্ষা: MCQ, মানুষ-পরিবেশ-আন্তঃসম্পর্ক (দ্বাদশ শ্রেণি) – প্রথম কিস্তি

 

দীপান্বিতা ঘোষ

 

  1. দুর্যোগ হল বিপর্যয়ের—-

(A) সমসাময়িক পরিস্থিতি

(B) পূর্ববর্তী অবস্থা

(C) পরবর্তী অবস্থা

(D) সমতুল্য অবস্থা।

Ans. B পূর্ববর্তী অবস্থা

 

  1. সুনামি(Tsunami)একটি—-

(A)আরবি শব্দ

(B)জাপানি শব্দ

(C)ফরাসি শব্দ

(D)ভারতীয় শব্দ

 Ans. B জাপানী শব্দ

 

3.বিপর্যয়ের সংজ্ঞাতে  ন্যূনতম আহত মানুষের সংখ্যা হল—

(A)100

(B)200

 (C)300

(D)1000

 Ans A 100

 

4.GIS এর পুরো নাম—

(A)Geographic Information System

( B)Geographical Informative System

 (C)Geography Informative System

( D)এগুলির কোনটিই নয়

Ans.A Geographic Information system

 

 

  1. আধুনিক মনুষ্যসৃষ্ট বিপর্যয় হল ..

(A)পরমানু যুদ্ধ

(B)শিল্প দুর্যোগ

(C)দাঙ্গা

(D) জীবাণু সন্ত্রাস

Ans. D জীবাণু সন্ত্রাস

 6. নিচের যে দুটি বিষয় মনুষ্যকৃত দুর্যোগের অন্তর্গত তা হল—

A.পরমাণু যুদ্ধ ও ভূমিধ্বস

B.অগ্নুৎপাত ও জীবাণু সন্ত্রাস

C.জীবাণু সন্ত্রাস ও পরমাণু যুদ্ধ

D.ভূমিধ্বস ও খরা

Ans. c জীবাণু সন্ত্রাস ও পরমাণু যুদ্ধ

 

  1. ক্রমান্বয়িক পরিবেশগত বিপর্যয়ের কারণ হলো—

(A) এলনিনো

(B)উল্কাপাত

 (C) ভূমিকম্প

(D) সাইক্লোন

Ans. A এলনিনো

 

 8.অভ্যন্তরীণ বিপর্যয় ঘটে যে কারণে সেটি হল—

 A)এলনিনো

 B)উল্কাপাত

 C)ভূমিকম্প

 D)সাইক্লোন

Ans.C ভূমিকম্প

 

9.উল্কাপাত হল একটি—

A) পুঞ্জিভূত বিপর্যয়

B) পার্থিব বিপর্যয়

C) বায়ুমন্ডলীয় বিপর্যয়

D) অপার্থিব বিপর্যয়

Ans. D অপার্থিব বিপর্যয়

 

10.ভোপাল গ্যাস দুর্ঘটনা একটি—

A.জৈব বিপর্যয়

B.ভৌত বিপর্যয়

C.রাসায়নিক বিপর্যয়

D.বিপর্যয় নয়

Ans. C রাসায়নিক বিপর্যয়

 

 11.ভোপালে বিখ্যাত গ্যাস দুর্ঘটনা ঘটেছিলো—-

A.1980 সালের 3 ডিসেম্বর

B.1982 সালের 3 ডিসেম্বর

      (C) 1984 সালের 3 ডিসেম্বর

      (D)1986 সালের 3  ডিসেম্বর

Ans. C 1984 সালের 3 ডিসেম্বর

 

12.ভারতের ভোপালে ইউনিয়ন কার্বাইড কোম্পানির কারখানা থেকে নির্গত গ্যাসটি ছিল—-

A) মিথাইল অ্যালকোহল

B) ইথাইল অ্যালকোহল

C) মিথাইল আইসোসায়ানেট

D)ইথাইল আইসোসায়ানেট

 Ans.C মিথাইল আইসোসায়ানেট

 

13.ভারতবর্ষে ভূমিকম্প প্রবণ অঞ্চলের পরিমাণ হলো—

(A)40%

(B) 50%

 (C) 60%

(D) 65%

Ans.C  60%

 14.দেশের মোট কৃষি জমির সাপেক্ষে খরা প্রবণ অঞ্চল হল—

A.60%

B.65 %

C.67%

D.68%

Ans D  68%

 

 15.মরুভূমির সম্প্রসারণ যে ধরনের দুর্যোগ তা হলো—-

A) প্রাকৃতিক দুর্যোগ

 B)মহাজাগতিক দুর্যোগ

C) মানবকর্মজত দুর্যোগ

D) আধাপ্রাকৃতিক দুর্যোগ

Ans.D  আধা-প্রাকৃতিক দুর্যোগ

 

16.ভারতের একটি ধ্বসপ্রবন রাজ্যের নাম হলো

A)সিকিম

B)রাজস্থান

C)বিহার

D)উড়িষ্যা

 Ans. A  সিকিম

 

17.ভূমিকম্পের দেশ হলো

 A.ইন্দোনেশিয়া

B.ভারত

C.চীন

D.জাপান

Ans. D জাপান

 

18.পৃথিবীর সর্বাধিক দাবানল অধ্যুষিত অঞ্চল হলো

A.অস্ট্রেলিয়া

B.ভারত

C.গ্রীস

D.আমেরিকা যুক্তরাষ্ট্র

Ans.A অস্ট্রেলিয়া

 

  1. একটি জলবায়ুগত দুর্যোগ হল—

A)অগ্ন্যুৎপাত

 B)সুনামি

C)দাবানল

 D)বন্যা

 Ans.D.বন্যা

 

  1. আবহাওয়া সংক্রান্ত বিপর্যয় হল—-

A)খরা

B)ভূমিকম্প

C)সুনামি

D)ভুমিক্ষয়

Ans. A খরা

 

21.পশ্চিমঘাট পর্বতের বৃষ্টিচ্ছায় অঞ্চল মূলত–

  A)বন্যা প্রবণ

  B)খরা প্রবণ

C) ভূমিকম্প প্রবন

D)সুনামি প্রবণ

 Ans. B খরাপ্রবন

 

22.দাবানলের ফলে বাড়িতে কোন গ্যাসের পরিমাণ বৃদ্ধি পায়

A)নাইট্রাস অক্সাইড

 B)কার্বন মনোক্সাইড

C) কার্বন-ডাই-অক্সাইড

D)অক্সিজেন

 Ans .C কার্বন ডাই অক্সাইড

 

লেখক: ভূগোলের শিক্ষিকা, নান্দারিয়া এসএস হাইস্কুল, শালবনী, পশ্চিম মেদিনীপুর

Mailing List