ভূগোল শিক্ষা: জেট বায়ুপ্রবাহ (দ্বাদশ শ্রেণি)

ভূগোল শিক্ষা: জেট বায়ুপ্রবাহ (দ্বাদশ শ্রেণি)
22 May 2023, 01:45 PM

ভূগোল শিক্ষা: জেট বায়ুপ্রবাহ (দ্বাদশ শ্রেণি)

 

দীপান্বিতা ঘোষ

 

প্রশ্নঃ জেট বায়ুর উৎপত্তি ও বৈশিষ্ট্য আলোচনা কর

জেট বায়ুপ্রবাহ

 বায়ুমন্ডলে ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বে এবং স্ট্রাটোস্ফিয়ারের নিচে 7.5 থেকে 14 কিমি উচ্চতায় একটি প্রবল গতিবেগসম্পন্ন বায়ু সংকীর্ণ আঁকাবাঁকা পথে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয় একে জেট বায়ুপ্রবাহ বলে।

উৎপত্তি:

আবহবিদরা বিভিন্ন কারণে জেট বায়ুপ্রবাহের উৎপত্তি হয় বলে মনে করেন, যেমন:

   (i) উচ্চ ট্রপোস্ফিয়ারে যে অক্ষাংশের ওপর তাপের ঢাল সবচেয়ে বেশি অর্থাৎ যে উচ্চতায় সমতাপ-রেখাগুলি খুব কাছাকাছি অবস্থান করে, সেখানে জেট বায়ুপ্রবাহের উৎপত্তি হয়।

(ii) উচ্চ ট্রপোস্ফিয়ারে যেখানে ক্রান্তীয় উষ্ণ বায়ু এবং শীতল মেরুবায়ু মিলিত হয় সেখানে বায়ু সীমান্ত বরাবর জেট বায়ুপ্রবাহের সৃষ্টি হয়।

(iii) উচ্চ ট্রপোস্ফিয়ারে উপক্রান্তীয় অঞ্চলের উপরে 700 মিলিবার চাপতলের কাছে উচ্চচাপ ও নিম্নচাপের মধ্যে খাড়া চাপঢালের সৃষ্টি হয়।  উচ্চ বায়ুমন্ডলে ঘর্ষণজনিত বাধা কম হয় এবং এখানে বায়ুর চাপঢাল শক্তি ও কোরিওলিস বল সমান ও বিপরীতমুখী বলে সমপ্রেস রেখার সমান্তরালে একটি জিওস্ট্রপিক বায়ুপ্রবাহের সৃষ্টি হয়।

এই উচ্চগতির বায়ু প্রবাহ হলো জেট স্ট্রিম।

চিত্র: জেট একটি জিওস্ট্রফিক বায়ু।

 

বৈশিষ্ট্য:

i)উচ্চতা:

 উচ্চ ট্রপোস্ফিয়ারে ভূপৃষ্ঠ থেকে 7.5 কিমি থেকে 14 কিমি উচ্চতায় জেট বায়ুপ্রবাহ প্রবাহিত হয়।

ii)অবস্থান:

উচ্চ ট্রপোস্ফিয়ারে জেট বায়ু ভূপৃষ্ঠে অক্ষরেখার প্রায় সমান্তরালে প্রবাহিত হয়।

ii)দিক:

জেট বায়ু পশ্চিম থেকে পূর্ব দিকে সমচাপ রেখার সমান্তরালে প্রবাহিত হয়।

 iii)গতিবেগ:

জেট বায়ু একটি তীব্র গতি সম্পন্ন বায়ু। এর গড় গতিবেগ ঘন্টায় 105-110 কিমি এবং সর্বোচ্চ গতিবেগ 500কিমি।

iv)দৈর্ঘ্য ও প্রস্থ:

 এই বায়ুপ্রবাহের দৈর্ঘ্য কয়েক হাজার কিমি, প্রস্থ কয়েকশ কিমি এবং বেধ কয়েক কিলোমিটার।

 v)প্রবাহ পথ:

জেট বায়ু আঁকাবাঁকা পথে পৃথিবীকে বেষ্টন করে রয়েছে।

vi)অক্ষাংশগত অবস্থান:

জেট বায়ু উভয় গোল গোল আর্ধে 30 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষাংশের মধ্যে সাধারণত বিরাজ করে।

vii) শ্রেণীবিভাগ:

 জেট বায়ু পাঁচ প্রকার—-

 যথা,

a)মেরু সীমান্তবর্তী জেট

 b)অবক্রান্তীয় পশ্চিমা জেট

c)ক্রান্তীয় পুবালী জেট

d)স্ট্রাটোস্ফিয়ারের অবমেরু জেট

 এবং

e)স্থানীয় জেট।

লেখক: ভূগোলের শিক্ষিকা, নান্দারিয়া হাইস্কুল, শালবনি, পশ্চিম মেদিনীপুর

       —----------০—--------

Mailing List