প্রশ্নোত্তরে ভূগোল শিক্ষা: উত্তর ও দক্ষিণ ভারতের নদনদীর পার্থক্য

প্রশ্নোত্তরে ভূগোল শিক্ষা: উত্তর ও দক্ষিণ ভারতের নদনদীর পার্থক্য
04 Dec 2022, 10:45 AM

প্রশ্নোত্তরে ভূগোল শিক্ষা: উত্তর ও দক্ষিণ ভারতের নদনদীর পার্থক্য

দীপান্বিতা ঘোষ

 

প্রশ্ন: উত্তর ও দক্ষিণ ভারতের নদনদীর পার্থক্য লেখ-

ভারত নদীমাতৃক দেশ। অসংখ্য নদনদীর উৎস, মোহনা, গতিপ্রকৃতি বিভিন্ন রকমের।

তবুও বৈশিষ্ট্যগত দিক থেকে উত্তর ভারতের নদীগুলি একধরনের, আবার দক্ষিণ ভারতের নদী গুলির মধ্যেও বৈশিষ্ট্যগত কিছু মিল রয়েছে। ভারতের দুই অংশের নদীগুলির মূল পার্থক্য হল —----

(i)উৎস:

উত্তর ভারতের নদনদী গুলি প্রধানত হিমালয় পর্বতমালা থেকে উৎপন্ন। হিমালয়ের উত্থানের আগেও কিছু নদীর অস্তিত্ব ছিল,তাই নদীগুলি পূর্ববর্তী প্রকৃতির।

দক্ষিণ ভারতের নদীগুলি প্রধানত মধ্য-ভারতের উচ্চভূমি থেকে উৎপন্ন। ভূমির প্রাথমিক ঢাল অনুযায়ী প্রবাহিত হওয়ায় নদীগুলি অনুগামী প্রকৃতির।

(ii) প্রকৃতি:

উত্তর ভারতের নদনদীগুলি হিমবাহের জলে পুষ্ট, তাই নিত্যবহ নদী।

দক্ষিণ ভারতের নদীগুলি বৃষ্টির জলে পুষ্ট, তাই অনিত্যবহ নদী।

(iii)গতিপথ:

উত্তর ভারতের নদীগুলির উচ্চ, মধ্য, নিম্ন তিনটি গতিই সুষ্পষ্ট, তাই আদর্শ নদী।

দক্ষিণ ভারতের নদীগুলির গতিপথের বিভিন্ন পর্যায় অস্পষ্ট।

(iv)দৈর্ঘ্য:

উত্তর ভারতের নদীগুলি অধিক দৈর্ঘ্যের যেমন,গঙ্গা নদী 2620 কিমি।

তুলনামূলকভাবে দক্ষিণ ভারতের নদীগুলি কম দৈর্ঘ্যের। যেমন গোদাবরী1465 কিমি।

(v)উপনদীর সংখ্যা:

উত্তর ভারতের নদীগুলিতে উপনদীর সংখ্যা অনেক বেশি।

দক্ষিণ ভারতের নদীগুলিতে উপনদীর সংখ্যা অনেক কম।

(vi) নাব্যতা:

উত্তর ভারতের নদীগুলি উচ্চগতিতে খরস্রোতা হলেও সমভূমি প্রবাহে গতিবেগ কম হওয়ায় নাব্যতা বেশি।

দক্ষিণ ভারতের নদীগুলি সর্বত্রই খরস্রোতা বলে নাব্যতা কম।

(vii) গতিবেগ:

উত্তর ভারতের নদীগুলি পার্বত্য অঞ্চলে তীব্র বেগ সম্পন্ন হলেও মধ্য ও নিম্ন গতিতে ধীরগতি সম্পন্ন।

দক্ষিণ ভারতের নদীগুলিতে উৎস থেকে মোহনা পর্যন্ত প্রায় সব জায়গায় নদীগুলির বেগ বেশী।

(viii)অববাহিকার আয়তন :

উত্তর ভারতের নদী অববাহিকার আয়তন খুব বেশি।

দক্ষিণ ভারতের নদী অববাহিকার আয়তন অনেক কম।

(ix)কার্যক্ষমতা:

উত্তর ভারতের নদীগুলিতে ক্ষয় ও সঞ্চয় ক্ষমতা বেশি।

দক্ষিণ ভারতের নদীগুলিতে ক্ষয় ও সঞ্চয় ক্ষমতা কম।

(x)ভূমি ভাগের প্রকৃতি:

উত্তর ভারতের নদীগুলি কোমলশিলার উপর দিয়ে প্রবাহিত।

দক্ষিণ ভারতের নদীগুলি কঠিন শিলার উপর দিয়ে প্রবাহিত।

(xi) বয়স:

উত্তর ভারতের নদীগুলি বয়সে নবীন।

দক্ষিণ ভারতের নদীগুলি বয়সে প্রবীণ।

(xii)বদ্বীপ:

উত্তর ভারতে নদী মোহনায় বিশাল আকৃতির বদ্বীপ গড়ে উঠেছে।

দক্ষিণ ভারতের সব নদীতে বদ্বীপ নেই।

(xiii)জলের পরিমাণ:

উত্তর ভারতের নদীগুলি বৃষ্টির জল আর বরফ গলা জলে পুষ্ট,তাই জলের পরিমাণ বেশি ।

দক্ষিণ ভারতের নদীগুলি কেবলমাত্র বর্ষার জলে পুষ্ট,তাই জলের পরিমাণ অনেক কম।

(xiv)গতিপথের বৈচিত্র্য :

উত্তর ভারতের নদীগুলি নবীন এবং সমভূমির উপর দিয়ে প্রবাহিত, তাই নদীবাঁক,চড়া এবং অশ্বক্ষুরাকৃতি হ্রদ দেখা যায়।

দক্ষিণ ভারতের নদীগুলি প্রবীণ এবং গতিপথ পরিবর্তন করে না ফলে মিয়েন্ডার,চড়া অশ্বক্ষুরাকৃতি হ্রদ দেখা যায় না।

 

লেখক: শিক্ষিকা, নান্দারিয়া হাইস্কুল, শালবনি, পশ্চিম মেদিনীপুর।

—-----------------------

Mailing List