ভূগোল শিক্ষা: গঙ্গা নদীর গতিপথ

ভূগোল শিক্ষা: গঙ্গা নদীর গতিপথ
30 Nov 2022, 09:54 AM

ভূগোল শিক্ষা: গঙ্গা নদীর গতিপথ

দীপান্বিতা ঘোষ

 

প্রশ্নোত্তরে আজকের বিষয় গঙ্গা নদীর গতিপথ

প্রশ্ন: গঙ্গা নদীর গতিপথ আলোচনা কর

ভারতের প্রধান ও দীর্ঘতম নদী গঙ্গা। এর উচ্চ, মধ্য ও নিম্ন তিনটি গতিই স্পষ্টভাবে লক্ষ্য করা যায় বলে একে আদর্শ নদী বলে।

উৎস:

কুমায়ুন হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা (প্রায় 710 মিটার উচ্চতা) থেকে উৎপন্ন হয়েছে।

দৈর্ঘ্য:

মোট দৈর্ঘ্য প্রায় 2510 কিমি। এর মধ্যে ভারতে প্রবাহিত হয়েছে 2071 কিমি।

গতিপথ:

i)উচ্চগতি

উৎপত্তিস্থলে গঙ্গা ভাগীরথী নামে পরিচিত। উৎপত্তিস্থল থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে দেবপ্রয়াগের কাছে অলকানন্দা, মন্দাকিনী ও পিন্ডারের সাথে মিলিত হয়ে গঙ্গা নামে দক্ষিণ বাহিনী হয়েছে।

পরে দক্ষিণ পূর্বে প্রবাহিত হয়ে হরিদ্বারের কাছে সমভূমিতে পড়েছে। উৎপত্তিস্থল থেকে হরিদ্বার পর্যন্ত 320 কিমি পথ গঙ্গার উচ্চগতির অন্তর্গত।

ii)মধ্যগতি

হরিদ্বার থেকে মুর্শিদাবাদের ধুলিয়ান পর্যন্ত প্রায় 1270 কিমি গঙ্গার মধ্যগতি।এই অংশের প্রবাহ পথ পূর্বদিকে।।

এখানে যমুনা, শোন, গোমতী, গণ্ডক, কোশী প্রভৃতি উপনদী মিলিত হয়েছে।

iii) নিম্নগতি:

ধুলিয়ান থেকে মোহনা পর্যন্ত প্রায় 520 কিমি গঙ্গার নিম্নগতি। ধুলিয়ানের কাছে গঙ্গা দুটি শাখায় ভাগ হয়েছে—-

■ একটি শাখা পদ্মা নামে বাংলাদেশের মধ্য দিয়ে দক্ষিণ পূর্বে প্রবাহিত হয়েছে এবং

■ অপর শাখাটি ভাগীরথী-হুগলি নামে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে দক্ষিনে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে।

উপনদী:

a) ডান তীরের উপনদী:

যমুনা, শোন, চম্বল, বেতোয়া, কেন, দ্বারকা, ময়ূরাক্ষী, অজয় দামোদর, রূপনারায়ণ, কংসাবতী, রসুলপুর প্রভৃতি গঙ্গার ডানতীরের উপনদী।

b) বাম তীরের উপনদী:

রামগঙ্গা, গোমতী, ঘর্ঘরা, গণ্ডক, বুড়িগণ্ডক, কোশী, জলঙ্গি, মাথাভাঙ্গা, চূর্ণী প্রভৃতি গঙ্গার বামতীরের উপনদী।

শহরের অবস্থান: ঋষিকেশ, হরিদ্বার, দেরাদুন, এলাহাবাদ, কানপুর ,বারানসী, পাটনা ,কলকাতা প্রভৃতি গঙ্গার তীরবর্তী শহর।

লেখক: ভূগোলের শিক্ষিকা, নান্দারিয়া হাইস্কুল, শালবনি, পশ্চিম মেদিনীপুর।

Mailing List