Geography জীববৈচিত্র্য MCQ, দ্বাদশ শ্রেণি, দ্বিতীয় পর্ব

Geography জীববৈচিত্র্য MCQ, দ্বাদশ শ্রেণি, দ্বিতীয় পর্ব
দীপান্বিতা ঘোষ
- বর্তমানে ভারতে মোট ব্যাঘ্র প্রকল্পের সংখ্যা….
A)5 টি
B)11টি
C)42 টি
D)35 টি
Ans.C)42 টি
27.জীব বৈচিত্রের বিচারে পৃথিবীতে ভারতের স্থান
- A) পঞ্চম
B)সপ্তম
- C) দ্বাদশ
- D) দ্বিতীয়
Ans. C) দ্বাদশ।
- পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল অবস্থিত…..
A)জলদাপাড়ায়
B)গোরুমারায়
C)সুন্দরবনে
- D) কাজিরাঙায়
Ans. C) সুন্দরবনে।
29.ভারতে একটি "লুপ্ত"প্রাণী প্রজাতি হল…..
- A) তুষার চিতা
B)হরিন
C)পেঙ্গুইন
- D) হায়না
Ans. A) তুষার চিতা।
30.বর্তমানে অবলুপ্ত ডোডো পাখির প্রাকৃতিক বাসভূমি ছিল….
A)মরিশাস দ্বীপ
B)মেঘালয়
C)কাঞ্চনজঙ্ঘা
- D) কৃষ্ণা নদীর বদ্বীপ
Ans.A) মরিশাস দ্বীপ।
- জীবের যে প্রজাতিটিকে বিগত 50 বছরে নির্দিষ্ট ভাবে দেখা যায়নি, তাকে বলা হয়….
A)বিপন্ন প্রজাতি
B)বিরল প্রজাতি
C)লুপ্ত প্রজাতি
- D) সুপ্ত প্রজাতি
Ans. C) লুপ্ত প্রজাতি।
- বাস্তুতন্ত্রে জীববৈচিত্রের ক্ষতিকারক গাছ হল….
A)ইউক্যালিপটাশ
B)আম
C)শিমুল
D)পলাশ
Ans.A) ইউক্যালিপটাস।
- ভারতে একটি বিলুপ্তপ্রায় প্রাণী হলো….
A)বাইসন
- B) ময়না
C)রাজহাঁস
D)এশিয়াটিক চিতা
Ans. C) রাজহাঁস।
- সস্থানে সংরক্ষণের একটি পদ্ধতি হল….
A)চিড়িয়াখানা
B)জিন ভান্ডার
- C) জাতীয় উদ্যান
D)হ্যাচারি
Ans. C)জাতীয় উদ্যান।
35 আস্থানিক সংরক্ষণের উদাহরণ হল….
A)সুন্দরবন
- B) বোটানিক্যাল গার্ডেন
- C) ভিতরকণিকা
D)কাজিরাঙ্গা
Ans B) বোটানিক্যাল গার্ডেন।
- যে জমিতে বৃক্ষরোপ করে কৃত্রিম বনাঞ্চল সৃষ্টি করতে হবে তা হল…..
- A) অব্যবহৃত জমি
B)চাষযোগ্য জমি
C)বসতভূমির জমি
D)উর্বর জমি
Ans.A) অব্যবহৃত জমি।
37.ভারতের অন্যতম জীববৈচিত্র সম্পন্ন অঞ্চল হল….
- A) উত্তর পূর্ব হিমালয়
B)পূর্বঘাট পর্বতমালা
C)দাক্ষিণাত্য মালভূমি
- D) রাঁচি মালভূমি
Ans. A) উত্তর-পূর্ব হিমালয়
38.পশ্চিমবঙ্গের ব্যাঘ্র প্রকল্পে অবস্থিত….
- A) গরুমারায়
- B) সুন্দরবনে
- C) জলদাপাড়ায়
D)কাজরাঙ্গায়
Ans B) সুন্দরবনে
39.বিশ্বের ঐতিহ্যময় স্থান (World Heritage Site) হিসেবে স্বীকৃত পশ্চিমবঙ্গের অঞ্চলটি হল….
A)তরাই
- B) ডুয়ার্স
C)রাঢ়
- D) সুন্দরবন
Ans. D)সুন্দরবন
40.একই প্রাকৃতিক পরিবেশযুক্ত অঞ্চলে বিভিন্ন গোষ্ঠীর জীবসমূহের মধ্যে গড়ে ওঠা জীববৈচিত্র্যকে বলে….
A)আলফা বৈচিত্র্য
B)বিটা বৈচিত্র্য
- C) গামা বৈচিত্র্য
- D) প্রজাতিগত বৈচিত্র্য
Ans B)বিটা বৈচিত্র্য
41.নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ যে রাজ্যে অবস্থিত…..
A)অসাম রাজ্যে
B)তামিলনাড়ু রাজ্যে
C)উত্তরাখণ্ড রাজ্যে
- D) মেঘালয় রাজ্যে
Ans. B)তামিলনাড়ু রাজ্যে
42.একই গোষ্ঠীভুক্ত জীবসমূহের বৈচিত্র্য হল….
A)আলফা বৈচিত্র্য
B)প্রজাতি বৈচিত্র্য
- C) জিনগত বৈচিত্র্য
D)বিটা বৈচিত্র্য
Ans. আলফা বৈচিত্র্য
43.সকল জীব প্রজাতির সম্মিলনে সৃষ্টি হয়..….
A)জিনগত বৈচিত্র্য
B)প্রজাতিগত বৈচিত্র্য
C)আলফা বৈচিত্র্য
D)বিটা বৈচিত্র্য
Ans. B) প্রজাতিগত বৈচিত্র্য।
44.কানহা জাতীয় উদ্যানের অবস্থান হল…..
A)রাজস্থানে
B)মধ্যপ্রদেশে
C)কেরলে
D)বিহারে
Ans B) মধ্যপ্রদেশে
- যে পরিবেশকেন্দ্রিক বিশ্বসম্মেলনে "জীববৈচিত্র্য"(Biodiversity) শব্দটি জনপ্রিয়তা পায় তা হল….
A)রামসার সম্মেলন
B)বসুন্ধরা সম্মেলন
C)ভিয়েনা সম্মেলন
D)কিয়েটো সম্মেলন
Ans B)বসুন্ধরা সম্মেলন।
46.ব্রাজিলের রিও ডি জেনিরোতে বসুন্ধরা সম্মেলন কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয় ?
A)1980 সালে
- B) 1971
C)1972সালে
D)1992 সালে।
Ans D)1992
47.বাস্তুতন্ত্র শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন
বিজ্ঞানী…..
A)ডারউইন
B)ট্যান্সলে
C)ওডাম
D)C.J. ব্যারো
Ans.B) ট্যান্সলে।
- "মেগাবায়োডাইভারসিটি"পরিভাষা টি ব্যবহৃত হয়…
- A) স্মিথসোনিয়ার সম্মেলনে
- B) স্টকহোম সম্মেলনে
C)রামসার সম্মেলনে
D)রিও ডি জেনিরো সম্মেলনে
Ans. A) স্মিথসোনিয়ার সম্মেলনে।
- 'জীবসম্পর্কিত বৈচিত্র্য "পরিভাষাটি প্রথম ব্যবহার করেন ….
A)টমাস ই লাভজয়
B)ওয়াল্টার রোজেন
C)E. O. উইলসন
D)ওডাম
Ans A)টমাস ই লাভজয়
50.যে জলবায়ু অঞ্চলে জীববৈচিত্র্য সর্বাধিক…..
- A) নিরক্ষীয় বৃষ্টি অরণ্য
B)নাতিশীতোষ্ণ তৃণভূমি
C)তুন্দ্রা
D)উষ্ণ মরু
Ans. A) নিরক্ষীয় বৃষ্টি অরণ্য।
লেখক: ভূগোলের শিক্ষিকা, নান্দারিয়া এসএস হাইস্কুল, শালবনি, পশ্চিম মেদিনীপুর


