Geography: জীববৈচিত্র্য MCQ, দ্বাদশ শ্রেণি (প্রথম পর্ব)

Geography: জীববৈচিত্র্য MCQ, দ্বাদশ শ্রেণি (প্রথম পর্ব)
দীপান্বিতা ঘোষ
1.সংখ্যার বিচারে পৃথিবীতে সবচেয়ে বেশি যে প্রজাতির জীব রয়েছে
A.প্রোটোজোয়া ও অ্যালগি
B.অমেরুদন্ডী প্রাণী
C.মেরুদন্ডী প্রাণী
D.স্তন্যপায়ী প্রাণী
Ans, B অমেরুদন্ডী
2.ভারতের জীববৈচিত্র্য আইন প্রণীত প্রণীত হয়
A.1972 সালে
B.1998 সালে
C.2002 সালে
D.1995 সালে
Ans. C)2002 সালে
- গন্ডার পাওয়া যায় পশ্চিমবঙ্গের
A.সুন্দরবনে
B.জলদাপাড়ায়
C.বেথুয়াডহরিতে
D.অযোধ্যায়
Ans. B জলদাপাড়ায়
- একটি অবলুপ্ত প্রজাতি হল—
A.উটপাটি
B.ডোডোপাখি
C.চড়ুই পাখি
D.শকুন
Ans. B)ডোডো পাখি
5.বাস্তুতান্ত্রিক দিক থেকে একটি বিলুপ্ত প্রজাতি হল—-
A.কৃষ্ণসার হরিন
B.ভারতীয় চিতা
C.সিন্ধু ইগল
D.কোয়ালা
Ans. B ভারতীয় চিতা
6.জাতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন প্রণীত হয়…
A.1972 সালের
B.1978 সালের
C.1986 সালে
D.1998 সালে
Ans. A)1972 সালে
7.ভারতে প্রবাল প্রাচীর বিপর্যয়ের প্রধান কারণ হলো …..
A.জল দূষণ
B.বায়ু দূষণ
C.পারমাণবিক দূষণ
D.মাটি দূষণ
Ans. A)জলদূষণ
- ভারতের বৃহত্তম উদ্ভিদ উদ্যানটি অবস্থিত…
A.ব্যাঙ্গালুরুতে
B.চেন্নাই
C.কলকাতায়
D.দিল্লিতে
Ans. C)কলকাতায়
9.কাজিরাঙ্গা জাতীয় উদ্যান অবস্থিত ….
A.অসমে
B.বিহারের
C.পশ্চিমবঙ্গে
D.রাজস্থানে।
Ans. A)আসামে
10.বর্তমানে সম্পূর্ণরূপে বিলুপ্ত একটি প্রাণী হল….
A.গন্ডার
B.বন্যগাধা
C.এশিয়াটিক চিতা
D.এক শৃঙ্গ গন্ডার
Ans. C)এশিয়াটিক চিতা
11.বিশ্বে এখনো পর্যন্ত চিহ্নিত জীব প্রজাতির সংখ্যা প্রায়….
A) 1 লক্ষ 5 হাজার
B) 5 লক্ষ
C) 16 লক্ষ 5 হাজার
D)20 লক্ষ 2 হাজার
Ans C)16 লক্ষ 5 হাজার
- বর্তমানকালে পৃথিবীতে জীব নিধনের হার সব থেকে বেশি…..
A)এন্টার্কটিকায়
B) আমাজন অরণ্যে
C)গাঙ্গেয় সমভূমিতে
D) প্রশান্ত মহাসাগরে
Ans. B) আমাজন অরণ্যে।
13.জীবমন্ডলে বসবাসকারী জীবের মোট প্রজাতির সংখ্যা আনুমানিক…..
A) 10.5 লক্ষ
B) 50.5 লক্ষ
C) 2.2 কোটি
D) 1.5 কোটি
Ans. C) 2.2 কোটি।
14.ভারতে প্রাপ্ত মোট প্রানীপ্রজাতির সংখ্যা হল প্রায়.….
A)11,000
B) 21,000
C) 81,000
D) 50,000
Ans C) 81,000
15.ভারতে প্রাপ্ত জীববৈচিত্রের পরিমাণ সারা বিশ্বে প্রাপ্ত জীববৈচিত্রের….
A)1%
B)5%
C)10%
D)15%
Ans. B) 5%
- যেসব প্রজাতির সংখ্যা অল্প এবং অদূর ভবিষ্যতে বিলুপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের বলে…..
A)বিপন্ন প্রজাতি
B) বিলুপ্তপ্রায় প্রজাতি
C)লুপ্ত প্রজাতি
D)বিরল প্রজাতি
Ans. A)বিপন্ন প্রজাতি।
17. ভারতের দুটি বিলুপ্তপ্রায় প্রাণী হল….
A) ভারতীয় বাঘ,কস্তুরী মৃগ
B) ভারতীয় গাধা,শুকর
C)গৃহপালিত বিড়াল, ইঁদুর
D) কোনোটিই নয়।
Ans. A) ভারতীয় বাঘ, কস্তুরী মৃগ।
18.বর্তমানে ভারতে জাতীয় উদ্যানের সংখ্যা…
A) 10 টি
B) 22 টি
C) 102 টি
D)70 টি
Ans. C) 102 টি
19.বর্তমানে ভারতে মোট অভয়ারণ্যের সংখ্যা…
A)100 টি
B) 300 টি
C)515 টি
D) 150 টি
Ans C) 515 টি
20.ভারতের কয়েকটি বিলুপ্তপ্রায় উদ্ভিদ হল….
A)সুন্দরী,কলসপত্রী ও চন্দন
B)আম, জাম ও কাঁঠাল
C) ধান গম ও বাজরা
D) কোনোটিই নয়
Ans.A)সুন্দরী, কলসপত্রী, চন্দন।
21.ভারতে বিলুপ্ত হয়ে গেছে এমন একটি প্রজাতির পাখি হল ….
A) ধনেশ
B) কাকাতুয়া
C) গোলাপি মাথাওয়ালা হাঁস
D) ময়না
Ans .A) ধনেশ
22.ভারতে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের আওতায় পড়ে না যেসব প্রাণী তারা হলো…..
A) বন্য কুকুর,বন্য গাধা ও বাইসন।
B) ইঁদুর কাক ও বাদুড়
C)বাঘ,সিংহ ও হায়না,
D)পায়রা ও হাতি
Ans. B) ইঁদুর, কাক ও বাদুড়
23.ভারতে ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট প্রণয়ন করা হয়….
A) 1970 সালে
B)1980 সালে
C)1990সালে
D) 2000 সালে
Ans. B) 1980 সালে।
24.ভারতে মোট বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা ……
A.3 টি
B.5টি
C.18 টি
D.15 টি
Ans.C)18 টি।
- পৃথিবীর সবচেয়ে বেশি জীববৈচিত্রের দেশ হলো….
A) ভারত
B) ব্রাজিল
C) আমেরিকা যুক্তরাষ্ট্র
D) অস্ট্রেলিয়া
Ans. B) ব্রাজিল।
লেখক: ভূগোলের শিক্ষিকা, নান্দারিয়া এসএস হাইস্কুল, শালবনি, পশ্চিম মেদিনীপুর


