Geography: জীববৈচিত্র্য, MCQ, দ্বাদশ শ্রেণি (শেষ পর্ব)

Geography: জীববৈচিত্র্য, MCQ, দ্বাদশ শ্রেণি (শেষ পর্ব)
11 Sep 2023, 10:15 AM

Geography: জীববৈচিত্র্য, MCQ, দ্বাদশ শ্রেণি (শেষ পর্ব)

 

দীপান্বিতা ঘোষ

 

51."জীববৈচিত্র্য" শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন….

A)ওয়াল্টার রোজেন

B) নরম্যান মায়ারস

C) চার্লস ডারউইন

D)রবার্ট হুক

Ans.A)ওয়াল্টার রোজেন

 

52.পৃথিবীতে জীব বৈচিত্র্য হটস্পট আছে…..

A)20 টি

B) 30 টি

 C)34 টি

D)35 টি

Ans. C)34 টি

 

53.একটি জীববৈচিত্র্য হটস্পটের উদাহরণ হল……

A) ক্রান্তীয় আন্দিজ

B) গাঙ্গেয় সমভূমি

C) তিব্বতের মালভূমি

D) থর মরুভূমি

Ans.A)ক্রান্তীয় আন্দিজ।

 

54.ভারতের জীবত্র্যের উষ্ণবিন্দু বলে পরিগনিত হয়

 A)পশ্চিমঘাট পর্বতের ক্রান্তীয় বৃষ্টি অরণ্য

 B)গাঙ্গেয় সমভূমি

 C)ছোটনাগপুর মালভূমি

 D)থর মরুভূমি

Ans. A)পশ্চিমঘাট পর্বতের ক্রান্তীয় বৃষ্টি অরণ্য।

 

55.ভারতের নবীনতম জীবমন্ডল সংরক্ষণ অঞ্চলটি হল….

A)সুন্দরবন

B)মানস

 C)নীলগিরি

D)পান্না

Ans.D)পান্না

 

56.কোন অঞ্চলের জীববৈচিত্র্যে উপস্থিত সর্বাধিক সংখ্যক প্রাণী প্রজাতিটি হল….

A)সরীসৃপ

 B)কীটপতঙ্গ

 C)পাখি

 D)স্তন্যপায়ী

Ans.B)কীটপতঙ্গ

57. জীববৈচিত্র্যের উষ্ণকেন্দ্র(Hotspot)-এর উদাহরণ হল…..

A) গির অরণ্য

B)শিবপুর বোটানিক্যাল গার্ডেন

C)করবেট জাতীয় উদ্যান

 D)সাইলেন্ট ভ্যালি।

Ans. B) শিবপুর বোটানিক্যাল গার্ডেন।

 

58.ভারতে প্রতিষ্ঠিত প্রথম জাতীয় উদ্যান টি হল…..

A)জিম করবেট জাতীয় উদ্যান

B)নামদাফা জাতীয় উদ্যান

C)কাজিরাঙ্গা জাতীয় উদ্যান

D)বেরিয়ার জাতীয় উদ্যান।

Ans. A)জিম করবেট জাতীয় উদ্যান।

 

 59.পৃথিবীর প্রথম জাতীয় উদ্যানটি হল…..

A)জিম করবেট ন্যাশনাল পার্ক

 B)কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক

C)পেরিয়ার ন্যাশনাল পার্ক

D)ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক

Ans. D)ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক।

 

60.জিম করবেট জাতীয় উদ্যানটি অবস্থিত….

A)আসামি

B)মধ্যপ্রদেশে

C)উত্তরাখণ্ডে

D)গুজরাটে

 Ans. C) উত্তরাখন্ড।

 

  1. পেরিয়ার জাতীয় উদ্যানটি অবস্থিত……

A)উত্তরাখণ্ডে

B)মধ্যপ্রদেশে

C)আসামে

D)কেরলে

 Ans D) কেরলে।

 

62.পৃথিবীতে অতি বৃহৎ জীববৈচিত্র্য সম্পন্ন দেশ রয়েছে…..

 A)15 টি

B)16 টি

C)17 টি

 D)18 টি

Ans. C) 17 টি।

 

  1. ব্রিটিশ বাস্তুতন্ত্রবিদ নরম্যান মায়ারসের মতে পৃথিবীতে জীববৈচিত্র্য হটস্পটের এর সংখ্যা….

A)27 টি

B)30টি

C)25টি

D)20টি

Ans. C)25 টি।

 

 64.সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীদের সংখ্যা যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করা হয়, তাকে বলে….

A)রেড ডাটা বুক

B)গ্রিন ডাটা বুক

C)ব্ল্যাক ডাটা বুক

D)ব্লু ডাটা বুক

Ans.A) রেড ডাটা বুক।

 

65.দাচিগাঁও জাতীয় উদ্যান অবস্থিত….

A)জম্মু-কাশ্মীরে

B)কেরলে

C)উড়িষ্যায়

D)পশ্চিমবঙ্গে

Ans. A)জম্মু কাশ্মীরে।

 

66.সিমলিপাল জাতীয় উদ্যান অবস্থিত

A)কেরলে

B)উড়িষ্যায়

C)পশ্চিমবঙ্গে

D)আসামে

Ans. B) উড়িষ্যায়।

 

  1. নন্দনকানন বন্যপ্রাণী অভয়ারণ্য অবস্থিত….

A)পশ্চিমবঙ্গে

B)ওড়িশায়

 C)তামিলনাড়ুতে

 D)কেরলে

 Ans.B)ওড়িশায়

  1. পশ্চিমবঙ্গের কুলিক পাখিরালয় কোথায় অবস্থিত

A)কলকাতা

B)মালদহ

C)রায়গঞ্জ

D)কোচবিহার

Ans .B)মালদহ

 69.বর্তমান ভূতাত্ত্বিক যুগের নাম…..

A)জুরাসিক

B)ক্রিটেসিয়াস

C)কোয়াটার্নারি

D)টারশিয়ারি

 Ans C কোয়াটারনারি।

70.বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের অন্তর্গত নয় এমন বৈচিত্র্যটি হল…..

A)আলফা বৈচিত্র্য

 B)জিনগত বৈচিত্র্য

 C)বিটা বৈচিত্র

 D)গামা বৈচিত্র্য

Ans. B)জিনগত বৈচিত্র্য।

লেখক: ভূগোলের শিক্ষিকা, নান্দারিয়া এসএস হাইস্কুল, শালবনি, পশ্চিম মেদিনীপুর

 

Mailing List