Geography: স্তম্ভ লেখচিত্র (Bar Graph), একাদশ শ্রেণি  

Geography: স্তম্ভ লেখচিত্র (Bar Graph), একাদশ শ্রেণি   
20 Sep 2023, 10:45 AM

Geography: স্তম্ভ লেখচিত্র (Bar Graph), একাদশ শ্রেণি

 

দীপান্বিতা ঘোষ

    

যখন পরিসংখ্যান বা রাশি তথ্যকে স্তম্ভ বা দণ্ড বা বার(Bar) এঁকে উপস্থাপন করা হয় তখন তাকে স্তম্ভ লেখচিত্র বা দণ্ডচিত্র বা বারগ্রাফ(Bar Graph ) বলে।

স্তম্ভ লেখচিত্রের সুবিধা:

(i)স্তম্ভ লেখচিত্র আঁকা সহজ।

(ii) স্তম্ভ লেখচিত্র সাধারন মানুষের কাছে খুবই সহজবোধ্য।

(iii) স্তম্ভের উচ্চতার পার্থক্য অনুযায়ী বিভিন্ন স্তম্ভের মধ্যে তুলনা করা সহজ হয়।

(iv)স্তম্ভ লেখচিত্র আঁকার জন্য জটিল অংক করার দরকার হয় না।

 স্তম্ভ লেখচিত্র আঁকার নিয়ম:

(i) প্রতিটি স্তম্ভের প্রস্থ বা বেধ সমান হতে হবে।

(ii) দুটি স্তম্ভের মধ্যে একটি নির্দিষ্ট মাপের দূরত্ব বা ফাঁক  রাখতে হবে।

(iii) প্রতিটি স্তম্ভ সুন্দর করার জন্য সেড বা রং ব্যবহার করতে হবে।

(iv) প্রতিটি স্তম্ভ একই অনুভূমিক তল থেকে আঁকা হবে।

 (v ) স্তম্ভের নিচে বছর বা দেশের নাম বা ফসলের নাম ইত্যাদির উল্লেখ করতে হবে।

(vi) স্তম্ভের পাশে উল্লম্ব অক্ষ বরাবর স্কেলের মাপ দেখাতে হবে।

 স্তম্ভ লেখচিত্রের প্রকারভেদ:

        স্তম্ভ লেখচিত্রকে 4 ভাগে ভাগ করা যায়…..

 (i) সরল বা সাধারণ স্তম্ভ লেখচিত্র

(ii)মিশ্র বা তুলনামূলক বা বহু স্তম্ভ লেখচিত্র

(iii)যৌগিক বা উপবিভক্ত স্তম্ভ লেখচিত্র

(iv)পিরামিডাকৃতি স্তম্ভ লেখচিত্র।

 প্রশ্ন: পশ্চিমবঙ্গের জনসংখ্যার জেলাভিত্তিক বন্টন নিচের সারণীতে দেওয়া হল।জনসংখ্যার পরিমাণ অনুসারে সরল স্তম্ভ লেখচিত্র অঙ্কন কর।

 উপরের সারণীতে পশ্চিমবঙ্গের জনসংখ্যার জেলাভিত্তিক বন্টন দেওয়া আছে, যেখানে উত্তর 24 পরগনার জনসংখ্যা সবচেয়ে বেশি এবং দক্ষিণ দিনাজপুর জেলার জনসংখ্যা সবচেয়ে কম।

বাকি জনসংখ্যাগুলো থেকে একটি লেখচিত্র অঙ্কন করার জন্য একটি নির্দিষ্ট স্কেল ধরে নেওয়া হলো।যেখানে গৃহীত স্কেলটি হল 1 সেমিতে 10 লক্ষ জনসংখ্যা। স্কেল অনুসারে পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক জনসংখ্যা বন্টনের আর একটি সারণী তৈরী করা হল।

 নির্দিষ্ট স্কেল অনুসারে সারণী তৈরি করার পর নিচের সরল স্তম্ভ লেখচিত্রটি অংকন করা হয়েছে।

Mailing List