ভূগোল: প্রশ্নোত্তরে বায়ুমন্ডল, MCQ, দ্বাদশ শ্রেণি

ভূগোল: প্রশ্নোত্তরে বায়ুমন্ডল, MCQ, দ্বাদশ শ্রেণি
23 Sep 2023, 11:15 AM

ভূগোল: প্রশ্নোত্তরে বায়ুমন্ডল, MCQ, দ্বাদশ শ্রেণি

 

দীপান্বিতা ঘোষ

 

 1.ঘূর্ণবাত এক ধরনের…..

A) নিয়ত

B) সাময়িক

C) আকস্মিক

D) স্থানীয় বায়ু

Ans. C) আকস্মিক বায়ু।

2.বায়ুমন্ডলীয় গোলযোগ দেখা যায় যে স্তরে তার নাম হলো….

A) ট্রপোস্ফিয়ার

B) স্ট্র্যাটোস্ফিয়ার

C) মেসোস্ফিয়ার

D) আয়নোস্ফিয়ার

Ans. A) ট্রপোস্ফিয়ার

3.ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাত একপ্রকার….

A) আয়ন বায়ু

B) নিয়ত বায়ু

C) আকস্মিক বায়ু

D) জিওস্ট্রফিক বায়ু।

Ans. C) আকস্মিক বায়ু।

 

4.ঘূর্ণবাতের কেন্দ্রে শান্ত আবহাওয়া বিশিষ্ট অংশকে বলে…..

A) ঘূর্ণি

B) কুন্ডলী বলয়

C) চক্ষু

D) শীর্ষ

Ans. C) চক্ষু।

 

5 ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তিস্থল হল….

A) উষ্ণ সমুদ্রপৃষ্ঠ

B) শীতল সমুদ্রপৃষ্ঠ

C) উষ্ণ ভূপৃষ্ঠ

D) বরফপৃষ্ঠ

 Ans. A) উষ্ণ সমুদ্রপৃষ্ঠ

 

6.ক্রান্তীয় ঘূর্ণবাত তৈরি হয়…..

A) 5° থেকে 20° অক্ষাংশে

B) 20° থেকে 30° অক্ষাংশে

C) 30° থেকে 40°অক্ষাংশে

D) উচ্চ অক্ষাংশে

Ans. A) 5 ° থেকে 20° অক্ষাংশে।

7.ক্রান্তীয় ঘূর্ণবাতের ফলে সাইক্লোন দেখা যায়…..

A) ক্যারিবিয়ান সাগরে

B) জাপানে

C) আরব সাগরে

D) প্রশান্ত মহাসাগরে।

Ans. C) আরব সাগরে।

 

 8.ঘূর্ণবাতের চক্ষু দেখা যায়….

A) প্রতীপ

B) নাতিশীতোষ্ণ

C) ক্রান্তীয়

D) উপক্রান্তীয় ঘূর্ণবাতে।

Ans. C) ক্রান্তীয় ঘূর্ণবাতে।

 

9.হ্যারিকেন নামক ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের জন্ম দেয়….

A) চিন সাগর

B) বঙ্গোপসাগর

C) বিস্কে উপসাগর

D) ক্যারিবিয়ান সাগর

Ans. D) ক্যারিবিয়ান সাগর

10.দক্ষিণ চীন সাগরে সৃষ্ট ঘূর্ণবাত যে নামে পরিচিত তা হলো…..

A) টাইফুন

B) টর্নেডো

C) হ্যারিকেন

D) উইলি উইলি

Ans. A) টাইফুন।

 

11.বজ্রবিদ্যুৎ সহ মুষলধারায় বৃষ্টিপাত হয়

A) নিম্বাস

B) সিরাস

C) সিরোস্ট্রাটাস

D) কিউমুলোনিম্বাস মেঘ থেকে

Ans. D) কিউমুলোনিম্বাস মেঘ থেকে।

 

12.ভয়ংকর সাইক্লোন "ফনী"র তাণ্ডব দেখা গিয়েছিল….

A) পশ্চিমবঙ্গে

B) বিহারে

C) উড়িষ্যায়

D) মহারাষ্ট্রে

Ans. C) উড়িষ্যায়

 

13.ক্রান্তীয় ঘূর্ণবাতের উষ্ণ ও শীতল বায়ুর সংযোগস্থলে কোন মেঘের উৎপত্তি হয়?

A) নিম্বাস

B) কিউমুলোনিম্বাস

C) সিরোকিউমুলাস

D) সিরাস

Ans. B) কিউমুলোনিম্বাস।

 

14.তাইফু ঘূর্ণবাতের উৎপত্তি ঘটে

A) চীন সাগরে

B) জাপান সাগরে

C) মেক্সিকো উপসাগরে

D) ক্যারিবিয়ান সাগরে

Ans. B) জাপান সাগরে।

 

15.ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রস্থলে বায়ুচাপ থাকে

A) 1000 থেকে 1200 মিলিবার

B) 800 থেকে 950 মিলিবার

C) উভয়ই হতে পারে

D) কোনোটিই নয়

Ans. B) 800 থেকে 950 মিলিবার

 

16.অস্ট্রেলিয়ার উপকূলে সৃষ্ট ঘূর্ণবাতকে বলে…..

A) টাইফুন

B) ব্যাগুই

C) টর্নেডো

D) উইলি উইলি

Ans. D) উইলি উইলি

 

17. হুদহুদ হল একটি…..

A) টাইফুন

B ) হ্যারিকেন

C) ক্রান্তীয় ঘূর্ণবাত

D) উইলি উইলি

Ans C) ক্রান্তীয় ঘূর্ণবাত।

 

18.ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রে দেখা যায়

A) মেঘমুক্ত আকাশ

B) শীতল ফ্রন্ট

C) উষ্ণফ্রন্ট

D) উচ্চচাপ

Ans. A) মেঘমুক্ত আকাশ।

 

19.সাম্প্রতিক অন্ধ্র-উড়িষ্যা উপকূলে আছড়ে পড়া প্রবল ঘূর্ণিঝড়টি হল….

A) হেলেন

B) প্রিয়

C) ফাইলিন

D) চপলা

Ans. C) ফাইলিন

 

20.বায়ু উল্লম্বভাবে উপর থেকে নিচে চলাচল করলে, তাকে বলে….

A) বায়ুপ্রবাহ

B) বায়ুস্রোত

C) ঝড়

D) কোনটিই নয়

Ans. B) বায়ুস্রোত।

 

21.KYKLOS শব্দটির অর্থ

A) সূক্ষ বায়ু

B) চক্ষুপ্রাচীর

C) সীমান্ত

D) সর্পিল কুন্ডলী

Ans. D) সর্পিল কুন্ডলী

22.পৃথিবীর বিধ্বংসী ঘূর্ণিঝড় হল

A) সাইক্লোন

B) উইলি উইলি

C) টাইফুন

D) টর্নেডো

Ans. D) টর্নেডো।

 

23.পৃথিবীর সর্বাধিক টর্নেডোর উৎপত্তি ঘটে….

A) প্রেইরি অঞ্চলে

B) চীনে

C) ভারতে

D) রাশিয়াতে

Ans. A) প্রেইরি অঞ্চলে।

 

24.প্রতীপ ঘূর্ণবাত পরিলক্ষিত হয়….

A) কানাডা ও সাইবেরিয়ার উত্তরাংশে

B) চেন্নাই উপকূলে

C) মাদাগাস্কার উপকূলে

D) অস্ট্রেলিয়ায়।

Ans. A) কানাডা ও সাইবেরিয়ার উত্তরাংশে।

 

25.প্রতীপ ঘূর্ণবাতের উৎপত্তি ঘটে…..

A) নিরক্ষীয় অঞ্চলে

B) নিম্ন অক্ষাংশে

C) উচ্চ অক্ষাংশে

D) মধ্য অক্ষাংশে

Ans. C) উচ্চ অক্ষাংশে।

 

26.প্রতীপ ঘূর্ণবাতের ফলে ঘটে….

A) বন্যা

B) তীব্র ক্ষরা

C) বায়ুপ্রবাহ

D) শৈত্যপ্রবাহ

Ans. C) বায়ু প্রবাহ।

 

27.গ্রিনল্যান্ডের সারা বছর বিরাজ করে…..

A) ঘূর্ণবাত

B) প্রতীপ ঘূর্ণবাত

C) ITCZ

D) কোনোটিই নয়।

Ans. B) প্রতীপ ঘূর্ণবাত

 

28.উপক্রান্তীয় উচ্চচাপ ও নিরক্ষীয় নিম্নচাপের মধ্যে যে সঞ্চালন কোশটি আছে তার নাম হলো….

A) হ্যাডলির কোশ

B) ফেরেল কোশ

C) মেরু কোশ

D) কোনোটিই নয়

 Ans. A) হ্যাডলির কোশ।

 

29.বায়ুর চাপ ঢালের সাপেক্ষে সমপ্রেশ রেখার সমান্তরালে প্রবাহিত বায়ুকে বলে….

A) জিওস্ট্রফিক বায়ু

B) ক্যাটাবেটিক বায়ু

C) অ্যানাবেটিক বায়ু

D) মৌসুমী বায়ু

 Ans. A) জিওস্ট্রফিক বায়ু।

 

30.হ্যাডলি কোষের অবস্থান

A) 0° থেকে 30° উত্তর ও দক্ষিণ অক্ষাংশ

B) 30°থেকে 45°উত্তর ও দক্ষিণ অক্ষাংশ

C) 45 থেকে 60° উত্তর ও দক্ষিণ অক্ষাংশ

D) 80° থেকে 90° উত্তর ও দক্ষিণ অক্ষাংশ।

Ans. A) 0° থেকে 30° উত্তর ও দক্ষিণ অক্ষাংশ।

 

31.ফেরেল কক্ষ কোন্ বায়ু প্রবাহের অন্তর্গত

A) পশ্চিমা বায়ু

B) মেরু বায়ু

C) আয়ন বায়ু

D) মৌসুমী বায়ু

Ans. A) পশ্চিমা বায়ু

 

32.জেট বায়ু প্রবাহ দেখা যায়

A) ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে

B) ঊর্ধ্ব স্ট্যাটোস্ফিয়ারে

C) ঊর্ধ্ব মেসোস্ফিয়ারে

D) স্ট্রাটোপজে

Ans A) ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে।

 

33.ভূপৃষ্ঠ থেকে কত কিমি উচ্চতায় জেট বায়ু প্রবাহিত হয়?

A) 6 থেকে 12

B) 12 থেকে 18

C) 20 থেকে 24

D) 30 থেকে 35

Ans. A) 6 থেকে 12

 

34.মেরু সীমান্ত তত্ত্বটির প্রবর্তক হলেন

A) কোপেন

B) থর্নথয়েট

C) ট্রিওয়ার্থ

D) বার্কনেস

Ans. D) বার্কনেস

 

35.জেট স্ট্রিমের গড় গতিবেগ হলো

A) 200 থেকে 250 কিমি/ঘন্টা

B) 300 থেকে 350কিমি/ ঘন্টা

C) 100 থেকে কিমি/ ঘন্টা

D) 350থেকে 450 কিমি/ঘন্টা

Ans. D) 350থেকে 450 কিমি/ঘন্টা

 

36.জেট-স্ট্রিম হলো এক ধরনের….

A) নিয়ত বায়ু

B) জিওসট্রপিক বায়ু

C) ক্যাটাবেটিক বায়ু

D) অ্যানাবেটিক বায়ু

Ans. B) জিওসট্রপিক বায়ু

 

 ৩৭. কোন বায়ু "থার্মাল উইন্ড" নামে পরিচিত

A) মৌসুমী বায়ু

B) আয়ন বায়ু

C) এল নিনো

D) জেট বায়ু

Ans. D) জেট বায়ু

 

38.জেট বায়ু প্রবাহের দিক হলো….

A) উত্তর দক্ষিণে

B) পূর্ব পশ্চিমে

C) দক্ষিণ উত্তরে

D) পশ্চিম পূর্বে

Ans. D) পশ্চিম পূর্বে

 

39.জেট বায়ুর গতিবেগ বৃদ্ধি পায়….

A) গ্রীষ্মকালে

B) শীতকালে

C) শরৎকালে

D) বসন্ত কালে।

Ans. B) শীতকালে

 

40.অতি বেগবান বায়ুস্রোত পর্বত অতিক্রম করে অনেকদূর পর্যন্ত তরঙ্গ আকারে প্রবাহিত হলে তাকে বলে….

A) পুবালী তরঙ্গ

B) জেট বায়ু

C) লি তরঙ্গ

D) এল নিনো

Ans. C) লি তরঙ্গ

 

41.রসভি তরঙ্গের গাণিতিক ব্যাখ্যা কে দেন?

A) কার্ল গুস্তাভ রসভি

B) পলম্যান

C) ফ্রান্সিস গ্যালটন

D) W.M. মরিস

Ans. A) কার্ল গুস্তাভ রসভি

 

42.গ্রীষ্মকালে দক্ষিণ এশিয়ার উপর দিয়ে প্রবাহিত জেট বায়ুকে বলে….

A) উপক্রান্তীয় জেট

B) ক্রান্তীয় জেট

C) তড়িৎ জেট

D) স্থানীয় জেট।

Ans. B) ক্রান্তীয় জেট

 

43.এলনিনো আবির্ভাবের বছরে উষ্ণ সমুদ্রস্রোত দেখা যায়…..

A) মাদাগাস্কার উপকূলে

B) পেরু ইকুয়েডর উপকূলে

C) জাপান উপকূলে

D)অস্ট্রেলিয়া উপকূলে।

Ans. B) পেরু ইকুয়েডর উপকূলে

 

  1. এল নিনো দেখা যায়

A )আটলান্টিক মহাসাগরে

B )প্রশান্ত মহাসাগরে

C )ভারত মহাসাগরে

D )ভূমধ্যসাগরে

Ans. B) প্রশান্ত মহাসাগরে

 

  1. এল নিনো হলো একপ্রকার…..

A)উষ্ণ বায়ু

B)শীতল বায়ু

C)উষ্ণ সমুদ্রস্রোত

D)শীতল সমুদ্র স্রোত

Ans.C) উষ্ণ সমুদ্রস্রোত

 

46.কিছুকাল অন্তর পেরুর পশ্চিম উপকূল বরাবর উষ্ণ স্রোতকে বলে….

A) ENSO চক্র

B) এল নিনো

C) লা নিনা

D) ওয়াকার

Ans. B) এল নিনো

 

  1. এল নিনোর আবির্ভাবের বছরে উষ্ণ সমুদ্র স্রোত দেখা যায়….

A)30° অক্ষরেখা পর্যন্ত

 B)30° থেকে 60° অক্ষরেখা

 C)0°থেকে 5° অক্ষরেখা

D) কোনোটিই নয়

Ans. A)30° অক্ষরেখা পর্যন্ত।

 

48.দুটি এল নিনোর মধ্যে ব্যবধান সাধারণত….

A) 2 থেকে 7 বছর

B) 2 থেকে 5 বছর

C) 2 থেকে 4 বছর

D) 2 থেকে 6 বছর

Ans.A) 2 থেকে 7  বছর

 

49."লা নিনা" শব্দটির অর্থ হল….

A) শিশু খ্রীষ্ট

B) দুষ্টু মেয়ে

C) শান্ত মেয়ে

D) ছোটো বালিকা

Ans. D)  ছোটো বালিকা

 

50.এল নিনো ও লা-নিনার প্রভাব সর্বাধিক পরিলক্ষিত হয়….

A) আটলান্টিক মহাসাগরে

B) প্রশান্ত মহাসাগরে

C) ভারত মহাসাগরে

D) সুমেরু মহাসাগরে

Ans.C) ভারত মহাসাগরে।

 

  1. সার্দান অক্সিলেশন বলা হয়….

A)রসভি তরঙ্গকে

B)জেট স্ট্রিমকে

C)লা-নিনাকে

D)ওয়াকার সার্কুলেশনকে।

Ans.D) ওয়াকার সার্কুলেশনকে।

লেখক: ভূগোলের শিক্ষিকা, নান্দারিয়া এসএস হাইস্কুল, শালবনী, পশ্চিম মেদিনীপুর

Mailing List