মোদীর রাজস্থান সফরে উপেক্ষিত গেহলট, কারণ কী সেই ভোটের রাজনীতি?

মোদীর রাজস্থান সফরে উপেক্ষিত গেহলট, কারণ কী সেই ভোটের রাজনীতি?
28 Jul 2023, 09:15 AM

মোদীর রাজস্থান সফরে উপেক্ষিত গেহলট, কারণ কী সেই ভোটের রাজনীতি?

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ‌স্থান সফরকে নিয়ে রাজনৈতিক তরজায় জড়াল কেন্দ্র ও গেহলট সরকার। প্রধানমন্ত্রীর সভায় মাত্র ৩ মিনিট বক্তব‌‌্য রাখার সুষোগ পেয়েছিলেন মুখ‌‌্যমন্ত্রী অশোক গেহলট। কিন্তু প্রধানমন্ত্রী অফিস’ (পিএমও) থেকে তাঁর বক্তব‌্য বাদ দেওয়ায় মোদীর রাজ‌্য সফরের সভামঞ্চ বয়কট করলেন গেহলট। তবে পিএমও অফিস থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। মুখ‌্যমন্ত্রী এই অনুষ্ঠানে থাকতে পারবেন না তা রাজ‌্য সরকারের তরফ থেকেই বলা হয়েছে বলে তাদের দাবি। তবে রাজনৈতিক সৌজ‌ন‌্যতা বজায় রেখে সভাস্থল থেকে প্রধানন্ত্রী নিজেও গেহলটের দ্রুত আরোগ‌্য কামনা করে বলেন, ‘উনি কয়েকদিন ধরেই অসুস্থ। দ্রুত সুস্থ হয়ে উঠুন। এরপরেই স্বমহিমায় ফেরেন প্রধানমন্ত্রী। গেহলট সরকারের কড়া সমালোচনা করেন।

 সামনেই রাজস্থানে নির্বাচন। তার আগে কেন্দ্র সরকারের একাধিক উন্নয়নমূলক প্রকল্প ও ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্দেশ‌্যে বৃহস্পতিবার রাজ‌্যে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজনৈতিক মহলের ধারনা এক ঢিলে দুই পাখি মারলেন তিনি। একপ্রকার নির্বাচনী প্রচারও সেরে ফেললেন এই কর্মসূচী থেকে। কৃষকদের উন্নতির স্বার্থে একাধিক প্রকল্পের ঘোষনা করেন তিনি। মোদী বলেন, ‘প্রধানমন্ত্রী কিষাণ সমৃদ্ধি কেন্দ্র’ (পিএমকেএসকে) প্রল্পের জন‌্য বরাদ্দ হয়েছে ১.২৫ লাখ টাকা। দেশের কৃষকদের স্বার্থে সততার সঙ্গে কাজ করছে সরকার। কৃষকরা নিজেদের অ‌্যাকাউন্টে সরাসরি টাকা পাচ্ছেন বিশ্বের অন‌্যতম পিএম কৃষাণ প্রকল্প থেকে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধিপ্রকল্পে বরাদ্দ ১৭ হাজার কোটি টাকা থেকে ৮.৫ কোটি সুবিধাভোগী উপকৃত হবেন। শেখাওয়াটি থেকে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করে আমি কৃতজ্ঞ

এদিন প্রধানমন্ত্রী বেশ কয়েকটি স্কুল ও কলেজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। উদয়পুর, বনশওয়ারা, প্রতাপগড়, দুঙ্গারপুর জেলায় একলব‌্য মডেলের ৬টি স্কুলের উদ্বোধন করেন। চিতরগঢ়, ধোলপুর, সিরোহি, সিকার ও শ্রীগঙ্গানগরে ৫টি নতুন কলেজের দ্বারোৎঘাটন করেন। শিক্ষাপ্রতিষ্ঠান নির্মান প্রকল্পে ১৪ কোটি টাকা বরাদ্দ করেছিল কেন্দ্র সরকার। বরন, বুন্দি, কারাউলি, ঝুনঝুনি, সোয়াই, মাধপুর, জয়সলমির ও টোঙ্ক জেলার ৭ মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। পুরো প্রকল্পের জন‌্য ২২৭৫ কোটি টাকা বরাদ্দ করেছে কোন্দ্র। রাজ‌্যের ১২টি মেডিকেল কলেজে আসন সংখ‌্যা চলতি বছরে শিক্ষাবর্ষে বাড়ানো হল। ডাক্তারি পড়ুয়াদের জন‌্য। এমবিবিএস জন‌্য ২০১৩-১৪ সালের অনুপাত থেকে ২৫৮ শতাংশ বাড়ানো হল। প্রধানমন্ত্রী আজ যে ১২টি মেডিকেল কলেজের উদ্বোধন করলেন গেহলট সরকার থেকে দাবি করা হয়েছে প্রকল্পগুলিতে কেন্দ্র সরকারের সঙ্গে যৌথভাবে রাজ‌্য সরকার অংশীদার। কলেজগুলিতে বরাদ্দ মোট খরচে এক-তৃতীয়াংশ বহন করেছে গেহলট সরকার।

Mailing List