Gautam Gambhir বার নক আউটে ব্যর্থতা, লখনউ দলের মেন্টরের পদ হারাচ্ছেন গম্ভীর?

Gautam Gambhir বার নক আউটে ব্যর্থতা, লখনউ দলের মেন্টরের পদ হারাচ্ছেন গম্ভীর?
25 May 2023, 08:30 PM

Gautam Gambhir বার নক আউটে ব্যর্থতা, লখনউ দলের মেন্টরের পদ হারাচ্ছেন গম্ভীর?

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: টানা দু’বারের ব্যর্থতার পর লখনউয়ের মেন্টর পদ থেকে গম্ভীরের বিদায় কি আসন্ন? প্রশ্ন উঠে গিয়েছে। যার পিছনে রয়েছে লখনউ বনাম মুম্বই ম্যাচের পর ভাইরাল হওয়া কিছু ছবি এবং ভিডিয়ো। দেখা যাচ্ছে, ম্যাচের পর লখনউয়ের মালিক সঞ্জীব গোয়েঙ্কা উত্তেজিত ভাবে কথা বলছেন গম্ভীরের (Gautam Gambhir) সঙ্গে। বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরের মধ্যে বিতর্কের পর গৌতম লখনউ সুপারজায়ান্টস ছাড়ার কথা বলেছিলেন। কিন্তু গতকাল আইপিএলের এলিমিনেটর ম্যাচে লখনউ দল পরাজয়ের মুখোমুখি হওয়ার সাথে সাথে বিষয়টি আরও হাওয়া লেগেছে। যা দেখে মনে হচ্ছে, গম্ভীরের লখনউ ছাড়াটা সময়ের অপেক্ষা। এর পেছনে রাজনীতির কারণ বলছেন ভক্তরা।

সূত্রের খবর, সংসদ সদস্য হয়ে তিনি লখনউতে তার শতভাগ অবদান দলের খেলোয়াড়দের দিতে পারছেন না। এবার সোশ্যাল মিডিয়ায় খোচা খেলেন নবীন। দিল্লির বিরুদ্ধে লখনউর ম্যাচে বিরাট ১ রানে আউট হন। সেইসময় নবীন সোশ্যাল মিডিয়ায় আমের ছবি পোস্ট করে। লেখেন 'মিষ্টি আম'! সেই পোস্টে বিরাটের নাম উল্লেখ না করলেও নবীনের বিরুদ্ধে ক্ষেপে যান কোহলি-ভক্তরা।

লখনউ আইপিএল থেকে বিদায় নিতেই সোশ্যাল মিডিয়ায় নবীনকে পাল্টা নিশানা করছেন নেটিজেনদের একাংশ। সুইগি-জোম্যাটোও  সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গাত্মক পোস্ট করে। আফগান তারকাকে নিয়ে বিতর্ক তুঙ্গে। বিরাট কোহলির সঙ্গে ঝামেলার পর থেকেই নবীন খবরের শিরোনামে। যে স্টেডিয়ামে খেলতে যাচ্ছেন, সেখানেই তাঁকে উদ্দেশ্য করে উড়ে আসছে 'কোহলি-কোহলি' ধ্বনি। বুধবারের চিপকেও ব্যতিক্রম নয়।

এই প্রসঙ্গে আফগান তারকা বলেন, 'মাঠে কোহলির বা অন্য কোনও প্লেয়ারের নাম ধরে চিত্কার করলে আমি তা উপভোগই করি। এই ধরনের চিত্কার আরও ভাল খেলার জন্য আমাকে উদ্বুদ্ধ করে।'

Mailing List