গন্ধগোকুল উদ্ধার পুরুলিয়ার রঘুনাথপুরে

গন্ধগোকুল উদ্ধার পুরুলিয়ার রঘুনাথপুরে
04 Dec 2022, 10:00 AM

গন্ধগোকুল উদ্ধার পুরুলিয়ার রঘুনাথপুরে 

 

আশিস বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়া

 

গন্ধগোকুল উদ্ধার হল পুরুলিয়ায়। পুরুলিয়ার পাড়া বিধানসভার অন্তর্গত সাঁওতালডিহি থানার রঘুনাথপুর ২নম্বর ব্লকের অন্তর্গত পোড়াডিহা গ্রাম থেকে শনিবার একটি গন্ধগোকুল উদ্ধার করল বনদফতর।

বন দফতর সূত্রে জানা গিয়েছে, প্রথমে এই প্রাণীটিকে স্থানীয় বাসিন্দারা দেখেন। তারপর খবর দেওয়া হয় বন দফতরে। এদিন রঘুনাথপুর ২ বিটের বনকর্মীরা প্রাণীটিকে উদ্ধার করে রঘুনাথপুর রেঞ্জ অফিসে নিয়ে আসে। পরে প্রণীটিকে পুরুলিয়ার মিনি জুতে নিয়ে যাওয়া হয়।

Mailing List