কেকেআর কর্ণধারের সঙ্গে গম্ভীরের সাক্ষাৎ, জল্পনা তুঙ্গে

কেকেআর কর্ণধারের সঙ্গে গম্ভীরের সাক্ষাৎ, জল্পনা তুঙ্গে
আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: বিগত কয়েক বছরে একাধিকবার অধিনায়ক এবং কোচ পরিবর্তন করেছে কেকেআর টিম ম্যানেজমেন্ট। কিন্তু সাফল্য আসেনি। এই পরিস্থিতিতে জল্পনা শুরু হয়েছে গম্ভীরের কলকাতায় প্রত্যাবর্তন নিয়ে। সেই জল্পনা উস্কে এবার শাহরুখ খানের সঙ্গে দেখা করলেন গৌতম গম্ভীর।
দীর্ঘ সময় সময় কলকাতার নেতৃত্ব দিয়েছেন গম্ভীর। তার নেতৃত্বে নতুন উচ্চতায় পৌঁছায় বলিউড কিং শাহরুখের ফ্র্যাঞ্চাইজিটি। সে সময়ই এ দু’জনের মধ্যে গড়ে উঠে বন্ধুত্ব। সেই বন্ধুত্বের কারণেই এবার জওয়ান সিনেমা দেখার পর শাহরুখের সঙ্গে দেখা করেছেন গম্ভীর। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে শাহরুখকে হৃদয়ের রাজা বলেও প্রশংসায় ভাসিয়েছেন ভারতের হয়ে ২০০৭ টি-টোয়েন্টি ও ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জয়ী এই ওপেনার।
এবার নিজেই সেই জল্পনা উসকে দিলেন প্রাক্তন ক্রিকেটার। বৃহস্পতিবার কেকেআর মালিক শাহরুখ খানের সঙ্গে একটি ছবি পোস্ট করেন তিনি। ক্যাপশনে লেখেন, “শুধু বলিউড নয়, সকলের হৃদয়েরও বাদশা তিনি। যতবার দেখা হয়, ততবারই আরও বেশি ভালোবাসা ও সম্মান নিয়ে ফিরি। তোমার কাছে অনেক কিছু শেখার আছে। এসআরকে বেস্ট।” যদিও এই পোস্টে ক্রিকেট নিয়ে কিছুই লেখা হয়নি। তবুও ক্রিকেটপ্রেমীদের জল্পনার আগুনে ঘি ঢেলেছে শাহরুখ-গম্ভীরের এই ছবি।ক্রিকেট মহলের গুঞ্জন ২০২৪ সালের আইপিএলে নাইটদের ডাগআউটে গম্ভীরকে বসতে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। ইতিমধ্যেই নাকি কলকাতা টিম ম্যানেজমেন্ট তাদের প্রাক্তন অধিনায়কের সঙ্গে কথাবার্তা বলতে শুরু করে দিয়েছেন। চূড়ান্ত কোন কিছু বলার এখনও সময় আসেনি। তবে গম্ভীর কলকাতায় ফিরলে তা কেকেআর শিবিরের জন্য বাড়তি প্লাস পয়েন্ট হবে তা বলাই বাহুল্য।


