ট্রফি জয় নিয়ে ফের কোহলিকে কটাক্ষ গম্ভীরের  

ট্রফি জয় নিয়ে ফের কোহলিকে কটাক্ষ গম্ভীরের   
18 Sep 2023, 06:35 PM

ট্রফি জয় নিয়ে ফের কোহলিকে কটাক্ষ গম্ভীরের

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: বিরাট গম্ভীর ঠান্ডা লড়াই অব্যাহত।রোহিত শর্মার ট্রফির সংখ্যা দিয়ে কোহলির সমালোচনা করেছেন তিনি।পাঁচ বছর পর এশিয়া কাপ জিতেছে ভারত। রোহিত সেই দলের নেতা। রোহিতের প্রশংসা করতে গিয়ে গম্ভীর বলেছেন, 'অধিনায়ক হিসাবে রোহিতের দক্ষতা নিয়ে কোনও প্রশ্নই থাকার কথা নয়। ও পাঁচটা আইপিএল ট্রফি জিতেছে। অনেকে তো এমনও রয়েছে, যারা একটাও আইপিএল জেতেনি।'

এর আগে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচেও বিরাট কোহলির হাতেই ম্যাচ সেরা হওয়াকে মেনে নিতে পারেননি গৌতম গম্ভীর।  ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ওপেনার প্রকাশ্যেই জানিয়েছিলেন, শতরান করলেও বিরাট এই পুরস্কারের যোগ্য দাবিদার নন। গম্ভীরের মতে, কুলদীপ যাদবের হাতে এই পুরস্কার তুলে দেওয়া উচিত ছিল।

 বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেটার এশিয়া কাপে ধারাভাষ্যকারের কাজ করেছেন। গম্ভীর পাকিস্তান ম্যাচের পর বলেন, 'আমার মতে কুলদীপ যাদবের হাতে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার দেওয়া উচিত। আমার চোখে তো কুলদীপই এই পুরস্কারের সবথেকে বড় দাবিদার।’

এশিয়া কাপ চলার মাঝেই ফের একবার চোট পেয়েছেন শ্রেয়স আইয়ার। কোমড়ে চোট পেয়েছেন শ্রেয়স আইয়ার। সুপার ফোরের প্রথম দুই ম্যাচেই খেলতে পারেননি তিনি। গম্ভীর জানিয়েছেন, “এটা সত্যিই চিন্তার একটা কারণ। দীর্ঘদিন চোটের জন্য ভারতীয় দলের বাইরে ছিলেন তিনি। কিন্তু চোট সারিয়ে এশিয়া কাপে ফিরলেও, একটি ম্যাচ খেলার পরই ফের চোট পেয়ে ছিটকে গিয়েছেন শ্রেয়স আইয়ার। আমার মনে হয় না এমনটা হওয়ার পর টিম ম্যানেজমেন্ট ফের তাঁঁকে ভারতীয় দলে রাখবে। আসন্ন দিনেই দেখা যাবে যে শ্রেয়স আইয়ার ভারতের বিশ্বকাপের দলে সুযোগ পাবেন না এবং তাঁর পরিবর্তে অন্য কাওকে খেলানো হবে”।

Mailing List