খুব শীঘ্রই তৈরি হবে গজকেশরী যোগ, দারুণ সাফল্য পাবে এই ৫ রাশি

খুব শীঘ্রই তৈরি হবে গজকেশরী যোগ, দারুণ সাফল্য পাবে এই ৫ রাশি
21 Mar 2023, 07:30 PM

খুব শীঘ্র তৈরি হবে গজকেশরী যোগ, দারুণ সাফল্য পাবে এই ৫ রাশি

আনফোল্ড বাংলা প্রতিবেদন: গ্রহগতি ব্যক্তির ভাগ্য পাল্টে ফেলতে পারে। কোনও শুভ যোগ তৈরি হলে ব্যক্তি জীবনে উন্নতি করে। খুব শীঘ্র এমনই একটি শুভ যোগ তৈরি হতে চলেছে। বাসন্তী দুর্গা পুজোর প্রতিপদ তিথিতে অর্থাৎ ২২ মার্চ গজকেশরী যোগ নির্মিত হবে। বৃহস্পতি ও চন্দ্র এদিন একই রাশিতে বিচরণ করবে, যার ফলে এই শুভ যোগ তৈরি হবে। কিছু কিছু রাশির জাতকরা এর দ্বারা বিশেষ ভাবে লাভবান হবেন। কোন রাশির জন্য এই যোগ শুভ ফলাফল নিয়ে আসছে জেনে নিন।

মেষ রাশি – মেষ রাশির জাতকদের জন্য গজকেশরী রাজযোগ বেশ শুভ প্রমাণিত হবে। বিদেশ থেকে লাভের প্রবল সম্ভাবনা রয়েছে। বিদেশি ব্যবসার সঙ্গে জড়িত জাতকরা লাভ অর্জন করতে পারেন। আবার বিদেশে গিয়ে পড়াশোনার ইচ্ছা রয়েছে যে ছাত্র-ছাত্রীদের, তাঁদের স্বপ্নও এই সময়ে পূরণ হতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভ করতে পারেন। আবার এই রাশির ব্যবসায়ীদের আকস্মিক ধন লাভের যোগ রয়েছে। তবে এই সময় মন কোনও কারণে ব্যাকুল থাকবে।

মিথুন রাশি - মিথুন রাশির জাতকদের ভালো দিন শুরু হতে চলেছে। আপনার রাশির কর্মস্থানে এই যোগ নির্মিত হচ্ছে। তাই এই সময়কালে যে কাজ করবেন, ফল ভালো পাবেন। কর্মক্ষেত্রে আপনাদের মান-সম্মান বৃদ্ধি পাবে। এই রাশির শিক্ষক, ধর্মগুরু ও বিচারকদের জন্য সময় অসাধারণ। গাড়ি-বাড়ি কেনার প্রবল সম্ভাবনা রয়েছে। বাবার সঙ্গে আপনাদের সম্পর্ক মজবুত হবে। সময়ের সদ্ব্যবহার করুন।

কর্কট রাশি - কর্কট রাশির ভাগ্য ও বিদেশ যাত্রার স্থানে এই রাজযোগ নির্মিত হচ্ছে। কর্কট রাশির জাতকদের জন্য এই যোগ শুভ প্রমাণিত হবে। বিদেশ যাত্রার সম্ভাবনা তৈরি হচ্ছে। আবার ছাত্র-ছাত্রী ও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যাঁরা তাঁরাও ভাগ্যের সঙ্গ পাবেন। আবার কর্কট জাতকদের কোনও কাজ দীর্ঘদিন ধরে আটকে থাকলে তা পূর্ণ করতে পারবেন কর্কট রাশির জাতক।

​ধনু রাশি - ধনু রাশির জাতকদের জন্য গজকেশরী যোগ অত্যন্ত লাভজনক। এই রাশির জাতকরা আকস্মিক অর্থ লাভ করতে পারবেন। চাকরি ও ব্যবসার মাধ্যমে মুনাফা হতে পারে এই রাশির জাতকদের। কোনও নতুন ব্যবসার কথা চিন্তাভাবনা করে থাকলে তার দ্বারাও লাভান্বিত হবেন এই রাশির জাতক। চাকরির ক্ষেত্রে কোনও চুক্তির পরিকল্পনা করে থাকলে তার জন্য সময় ভালো। মিডিয়া, চলচ্চিত্র, মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিদের লাভ হবে।

​মীন রাশি - মীন রাশির জাতকদের জন্য গজকেশরী রাজযোগ অত্যন্ত শুভ। মীন রাশির জাতকরা এই যোগের সর্বাধিক শুভ ফলাফল লাভ করবে। এ সময়ে মীন জাতকদের আত্মবিশ্বাস বাড়বে। নতুন কাজের পথ প্রশস্ত হবে। নতুন চাকরিতে যোগ দিতে পারেন। নতুন কাজের জন্যও সময় অত্যন্ত ভালো। কাজে অবশ্যই সাফল্য লাভ করবেন মীন জাতকরা।

Mailing List