ভৌম জলের কার্য এবং সংশ্লিষ্ট ভূমিরূপ Twelve, MCQ / দ্বিতীয় পর্ব

ভৌম জলের কার্য এবং সংশ্লিষ্ট ভূমিরূপ Twelve, MCQ / দ্বিতীয় পর্ব
08 Oct 2023, 03:00 PM

ভৌম জলের কার্য এবং সংশ্লিষ্ট ভূমিরূপ Twelve, MCQ / দ্বিতীয় পর্ব

 

দীপান্বিতা ঘোষ

 

  1. ভূপৃষ্ঠের জলপীঠ অবনত হলে যে প্রস্রবণ সৃষ্টি হয় তা হল….

A)নতি ঢাল প্রস্রবণ

B)ডাইক প্রস্রবণ

C)খনিজ প্রস্রবণ

D)অবনত জলাপীঠ প্রস্রবণ

Ans.D) অবনত জলপীঠ প্রস্রবণ

 

  1. চ্যুতি বরাবর নির্গত প্রস্রবণকে কি বলে?

A)চ্যুতি প্রস্রবণ

B)সমান্তরাল প্রস্রবণ

C)দ্রবণ প্রস্রবণ

D)ডাইক-প্রশ্রবণ

Ans. A)চ্যুতি প্রস্রবণ

  1. সমান্তরাল শিলাস্তরের মধ্যেকার প্রবেশ্য শিলাস্তরের সঞ্চিত ভৌমজল থেকে যে প্রস্রবণ সৃষ্টি হয় তাকে বলে….

A)ডাইক প্রস্রবণ

B)সমান্তরাল প্রসবণ

C)দ্রবণ প্রস্রবণ

D)সন্ধি প্রস্রবণ

Ans. B) সমান্তরাল প্রস্রবণ

 

  1. সিমলার তাতাপানি হল

A)উষ্ণ প্রস্রবণ

B)শীতল প্রস্রবণ

C)গিজার

D)সন্ধি প্রস্রবণ

Ans. A) উষ্ণ প্রস্রবণ

 

  1. হিমাচল প্রদেশের মণিকরনের উষ্ণ প্রস্রবণ হলো একটি….

A)সংযোগ

B)চ্যুতি

C)বিদার ও খনিজ

D)দ্রবণ প্রস্রবণ

Ans. B) চ্যুতি

  1. আগ্নেয় উদ্ভেদ তল বরাবর ভৌমজল ভূপৃষ্ঠে বেরিয়ে এলে তাকে বলে

A)বিদার প্রস্রবণ

B)ডাইক প্রস্রবণ

C)চ্যুতি প্রস্রবণ

D)উষ্ণ প্রস্রবণ

Ans. D) উষ্ণ প্রস্রবণ

  1. যে প্রস্রবণ থেকে সারা বছর অবিরাম ভৌমজল নির্গত হয় তাকে বলে….

A)সবিরাম প্রস্রবণ

B)অবিরাম প্রস্রবণ

C)আকুইফিউজ

D)অ্যকুইক্লুড

Ans. B) অবিরাম প্রস্রবণ

  1. বিহারের রাজগীর কি জাতীয় অবিরাম প্রস্রবণ?

A)উষ্ণপ্রস্রবণ

B)শীতল প্রস্রবণ

C)গিজার

D)সন্ধি প্রস্রবণ

Ans. A) উষ্ণ প্রস্রবণ

  1. কোন দেশটিতে আর্টেজিয় কুপের প্রাধান্য বেশি?

A)অস্ট্রেলিয়া

B)জার্মানি

C)ভারত

D)রাশিয়া

Ans.A) অস্ট্রেলিয়া

 

 

  1. নিম্নলিখিত কোন্ শিলাস্তরে ভৌমজলের সঞ্চয় বেশি হয়….

A)শেল

B)স্লেট

C)গ্রানাইট

D)বেলেপাথর

Ans.D)বেলেপাথর

 

  1. মুসৌরির কেম্পটি জলপ্রপাত যে প্রস্রবনের উদাহরণ তা হল….

A)চুতি প্রস্রবণ

B)বিদ্যার প্রস্রবণ

C)সংযোগ প্রস্রবণ

D)দ্রবণ প্রস্রবণ

Ans.D) দ্রবণ প্রস্রবণ

 

  1. আর্টেজীয় কূপের মাধ্যমে সেচের কাজ লক্ষ্য করা যায়….

A)অস্ট্রেলিয়ার

B)পাকিস্তানে

C)ইন্দোনেশিয়ায়

D)ভারতে

Ans.A) অস্ট্রেলিয়ার

 

  1. নিচের কোন শিলাস্তরে ভৌমজলস্তর গঠিত হতে পারে না?

A)কাদা পাথর

B)বেলে পাথর

C)চুনাপাথর

D)ডলোমাইট

Ans.D) ডলোমাইট

 

  1. আর্টেজীয় কূপ দেখা যায় কোন অঞ্চলে?

A)ভাঁজ যুক্ত

B)দারুন যুক্ত

C)চুতিযুক্ত

D)সমনত

Ans.A)ভাঁজ যুক্ত অঞ্চলে।

  1. কার্স্ট অঞ্চলে ভূমিরূপ গঠনের প্রক্রিয়া হল…..

A)জলযোজন

B)জারন

C)অঙ্গার যোজন

D)আর্দ্র বিশ্লেষণ

Ans.C) অঙ্গার যোজন

 

  1. সম্পৃক্ত স্তর অথচ নলকূপের জল সহজে আসে না এবং তার শুকিয়ে যায় এই অবস্থা কে বলে….

A)অ্যাকুইটারড

B)অ্যাকুইফিউজ

C)অ্যাকুইক্লুড

D)অ্যাকুইফার

Ans.A) অ্যাকুইটারড

 

  1. ভূ অভ্যন্তরে ছিদ্রবিহীন অপ্রবেশ্য শিলা স্তরকে বলে….

A)অ্যাকুইফিউজ

B)অ্যাকুইক্লুড

C)অ্যাকুইটারড

D)অ্যাকুইফার

Ans.A) অ্যাকুইফিউজ

 

  1. যে শিলাস্তর জল ধরে রাখতে বা পরিবাহিত করতে সমর্থ নয় তাকে বলে….

A)অ্যাকুইফিউজ

B)অ্যাকুইফার

C)অ্যাকুইডাকট

D)অ্যাকুইক্লুড

Ans.A) অ্যাকুইফিউজ

 

  1. ভূ অভ্যন্তরের জল সঞ্চার বা নিষ্কাশনের জন্য যে কৃত্রিম পথ তৈরি হয় তাকে বলে

A)অ্যাকুইটার্ড

B)অ্যাকনিফার্ড

C)অ্যাকুইফিউজ

D)অ্যাকুইডাকট

Ans. D) অ্যাকুইডাকট

লেখক: ভূগোলের শিক্ষিকা, নান্দারিয়া এসএস হাইস্কুল, শালবনী, পশ্চিম মেদিনীপুর

Mailing List