ভৌম জলের কার্য এবং সংশ্লিষ্ট ভূমিরূপ Twelve, MCQ / দ্বিতীয় পর্ব

ভৌম জলের কার্য এবং সংশ্লিষ্ট ভূমিরূপ Twelve, MCQ / দ্বিতীয় পর্ব
দীপান্বিতা ঘোষ
- ভূপৃষ্ঠের জলপীঠ অবনত হলে যে প্রস্রবণ সৃষ্টি হয় তা হল….
A)নতি ঢাল প্রস্রবণ
B)ডাইক প্রস্রবণ
C)খনিজ প্রস্রবণ
D)অবনত জলাপীঠ প্রস্রবণ
Ans.D) অবনত জলপীঠ প্রস্রবণ
- চ্যুতি বরাবর নির্গত প্রস্রবণকে কি বলে?
A)চ্যুতি প্রস্রবণ
B)সমান্তরাল প্রস্রবণ
C)দ্রবণ প্রস্রবণ
D)ডাইক-প্রশ্রবণ
Ans. A)চ্যুতি প্রস্রবণ
- সমান্তরাল শিলাস্তরের মধ্যেকার প্রবেশ্য শিলাস্তরের সঞ্চিত ভৌমজল থেকে যে প্রস্রবণ সৃষ্টি হয় তাকে বলে….
A)ডাইক প্রস্রবণ
B)সমান্তরাল প্রসবণ
C)দ্রবণ প্রস্রবণ
D)সন্ধি প্রস্রবণ
Ans. B) সমান্তরাল প্রস্রবণ
- সিমলার তাতাপানি হল…
A)উষ্ণ প্রস্রবণ
B)শীতল প্রস্রবণ
C)গিজার
D)সন্ধি প্রস্রবণ
Ans. A) উষ্ণ প্রস্রবণ
- হিমাচল প্রদেশের মণিকরনের উষ্ণ প্রস্রবণ হলো একটি….
A)সংযোগ
B)চ্যুতি
C)বিদার ও খনিজ
D)দ্রবণ প্রস্রবণ
Ans. B) চ্যুতি
- আগ্নেয় উদ্ভেদ তল বরাবর ভৌমজল ভূপৃষ্ঠে বেরিয়ে এলে তাকে বলে…
A)বিদার প্রস্রবণ
B)ডাইক প্রস্রবণ
C)চ্যুতি প্রস্রবণ
D)উষ্ণ প্রস্রবণ
Ans. D) উষ্ণ প্রস্রবণ
- যে প্রস্রবণ থেকে সারা বছর অবিরাম ভৌমজল নির্গত হয় তাকে বলে….
A)সবিরাম প্রস্রবণ
B)অবিরাম প্রস্রবণ
C)আকুইফিউজ
D)অ্যকুইক্লুড
Ans. B) অবিরাম প্রস্রবণ
- বিহারের রাজগীর কি জাতীয় অবিরাম প্রস্রবণ?
A)উষ্ণপ্রস্রবণ
B)শীতল প্রস্রবণ
C)গিজার
D)সন্ধি প্রস্রবণ
Ans. A) উষ্ণ প্রস্রবণ
- কোন দেশটিতে আর্টেজিয় কুপের প্রাধান্য বেশি?
A)অস্ট্রেলিয়া
B)জার্মানি
C)ভারত
D)রাশিয়া
Ans.A) অস্ট্রেলিয়া
- নিম্নলিখিত কোন্ শিলাস্তরে ভৌমজলের সঞ্চয় বেশি হয়….
A)শেল
B)স্লেট
C)গ্রানাইট
D)বেলেপাথর
Ans.D)বেলেপাথর
- মুসৌরির কেম্পটি জলপ্রপাত যে প্রস্রবনের উদাহরণ তা হল….
A)চুতি প্রস্রবণ
B)বিদ্যার প্রস্রবণ
C)সংযোগ প্রস্রবণ
D)দ্রবণ প্রস্রবণ
Ans.D) দ্রবণ প্রস্রবণ
- আর্টেজীয় কূপের মাধ্যমে সেচের কাজ লক্ষ্য করা যায়….
A)অস্ট্রেলিয়ার
B)পাকিস্তানে
C)ইন্দোনেশিয়ায়
D)ভারতে
Ans.A) অস্ট্রেলিয়ার
- নিচের কোন শিলাস্তরে ভৌমজলস্তর গঠিত হতে পারে না?
A)কাদা পাথর
B)বেলে পাথর
C)চুনাপাথর
D)ডলোমাইট
Ans.D) ডলোমাইট
- আর্টেজীয় কূপ দেখা যায় কোন অঞ্চলে?
A)ভাঁজ যুক্ত
B)দারুন যুক্ত
C)চুতিযুক্ত
D)সমনত
Ans.A)ভাঁজ যুক্ত অঞ্চলে।
- কার্স্ট অঞ্চলে ভূমিরূপ গঠনের প্রক্রিয়া হল…..
A)জলযোজন
B)জারন
C)অঙ্গার যোজন
D)আর্দ্র বিশ্লেষণ
Ans.C) অঙ্গার যোজন
- সম্পৃক্ত স্তর অথচ নলকূপের জল সহজে আসে না এবং তার শুকিয়ে যায় এই অবস্থা কে বলে….
A)অ্যাকুইটারড
B)অ্যাকুইফিউজ
C)অ্যাকুইক্লুড
D)অ্যাকুইফার
Ans.A) অ্যাকুইটারড
- ভূ অভ্যন্তরে ছিদ্রবিহীন অপ্রবেশ্য শিলা স্তরকে বলে….
A)অ্যাকুইফিউজ
B)অ্যাকুইক্লুড
C)অ্যাকুইটারড
D)অ্যাকুইফার
Ans.A) অ্যাকুইফিউজ
- যে শিলাস্তর জল ধরে রাখতে বা পরিবাহিত করতে সমর্থ নয় তাকে বলে….
A)অ্যাকুইফিউজ
B)অ্যাকুইফার
C)অ্যাকুইডাকট
D)অ্যাকুইক্লুড
Ans.A) অ্যাকুইফিউজ
- ভূ অভ্যন্তরের জল সঞ্চার বা নিষ্কাশনের জন্য যে কৃত্রিম পথ তৈরি হয় তাকে বলে…
A)অ্যাকুইটার্ড
B)অ্যাকনিফার্ড
C)অ্যাকুইফিউজ
D)অ্যাকুইডাকট
Ans. D) অ্যাকুইডাকট
লেখক: ভূগোলের শিক্ষিকা, নান্দারিয়া এসএস হাইস্কুল, শালবনী, পশ্চিম মেদিনীপুর


