ভৌম জলের কার্য এবং সংশ্লিষ্ট ভূমিরূপ Twelve, MCQ / প্রথম পর্ব

ভৌম জলের কার্য এবং সংশ্লিষ্ট ভূমিরূপ Twelve, MCQ / প্রথম পর্ব
07 Oct 2023, 02:15 PM

ভৌম জলের কার্য এবং সংশ্লিষ্ট ভূমিরূপ Twelve, MCQ / প্রথম পর্ব

 

দীপান্বিতা ঘোষ

 

1.পাললিক শিলা গঠিত হওয়ার সময় কখনো কখনো জল তার মধ্যে আবদ্ধ হয়ে থেকে যায, এ ধরনের জল কে বলা হয়….

A)আবহিক জল

B)উৎস্যন্দ জল

C)সহজাত জল

D)মহাসাগরীয় জল।

Ans. C) সহজাত জল

 

2.অগ্নুৎপাতের সময় ম্যাগমার সঙ্গে যে উত্তপ্ত জল বেরিয়ে আসে তাকে বলে….

A)সহজাত জল

B)উৎস্যন্দ জল

C)ভাদোস জল

D)আবহিক জল।

Ans. B) উৎস্যন্দ জল

 

  1. নগরঞ্চলে ভৌম জল ভান্ডার কম হওয়ার কারণ….

A)বৃষ্টিপাতের পরিমাণ ও স্থায়িত্ব কম

B)অধিক বাষ্পীভবন

C)ভূমি ব্যবহারে সড়ক ও পাকা বাড়ির প্রাধান্য

D)উদ্ভিদের অভাব।

Ans. C) ভূমি ব্যবহারে সড়ক ও পাকা বাড়ির প্রাধান্য

 

  1. স্থায়ী সম্পৃক্ত স্তরে যে জল থাকে তার নাম….

A)ভাদোস স্তর

B)ফ্রিয়েটিক জল

C)আবহিক জল

D)উৎস্যন্দ জল।

Ans. ফ্রিয়েটিক জল

 

  1. অভিকর্ষীয় জল হল….

A)উৎস্যন্দ জল

B)মহাসাগরীয় জল

C)আবহিক জল

D)সহজাত জল।

Ans. C) আবহিক জল

 

  1. ভাদোস স্তরের যে অংশে মাটির কণাগুলি পৃষ্ঠটানের প্রভাবে জল দ্বারা আবৃত হয় তাকে বলে….

A)মৃত্তিকা বায়ুস্তর

B)সম্পৃক্ত স্তর

C)কৈশিক স্তর

D)মৃত্তিকা জল স্তর।

Ans. C) কৈশিক স্তর

 

7.আবহহিক জলের প্রধান উৎস হল….

A) লবণাক্ত জল

B) ম্যাগমা জল

C) বৃষ্টিপাত

D)পুকুর

Ans. C) বৃষ্টিপাত

 

  1. উৎস্যন্দ জল অতি গভীরে সৃষ্টি হলে তাকে বলে…..

A)প্লুটনিক জল

B)আবৃত জল

C)সহজাত জল

D)ঘনীভূত জল

Ans. A) প্লুটনিক জল

 

  1. স্থায়ী সম্পৃক্ত স্তরে যে জল থাকে তার নাম….

A)ভাদোস জল

B)ফ্রিয়েটিক জল

C)আবহিক জল

D)উৎস্যন্দ জল

Ans.B) ফ্রিয়েটিক জল

 

10.জলপীঠ হল সম্পৃক্ত স্তরে সঞ্চিত জলের

A) উর্ধ্বসীমা

B) মধ্যভাগ

C) তলদেশ

D) পূর্বভাগ

Ans.A) উর্ধ্বসীমা

 

  1. ভৌম জলস্তরের নিচে অবস্থিত যে জলবাহী স্তর থেকে সব ঋতুতে জল পাওয়া যায় তাকে বলে…..

A)ভাদোস স্তর

B)সাময়িক-সম্পৃক্ত স্তর

C)কৈশিক স্তর

D)স্থায়ী সম্পৃক্ত স্তর

Ans.D) স্থায়ী সম্পৃক্ত স্তর

 

  1. ভূপৃষ্ঠ থেকে ফ্রিয়েটিক স্তর পর্যন্ত বিস্তৃত অসম্পৃক্ত স্তরকে বলে….

A)অ্যাকুইফার

B)অ্যাকুইক্লুড

C)ভাদোস স্তর

D)অ্যাকুইটার্ড

Ans.C) ভাদোস স্তর

 

  1. ভৌম জলতলের উপর প্রবেশ্য শিলাস্তরের মধ্য দিয়ে বাহিত জলকে বলে….

A)ভাদোস জল

B)সহজাত জল

C)উৎস্যন্দ জল

D)ঘনীভূত জল

Ans.A) ভাদোস জল

 

  1. জলপিঠ যেখানে ভূপৃষ্ঠকে ছেদ করে সেখানে উৎপত্তি ঘটে….

A)অ্যাকুইফার

B)প্রস্রবণ

C)অ্যাকুইফিউজ

D)অ্যাকুইক্লুড

Ans.B) প্রস্রবণ

 

  1. ক্ষুদ্র প্রসবনকে…..

A)গিজার

B)ফন্টেনেলি

C)আর্টেজীয় কূপ

D)চ্যুতি প্রস্রবণ বলে।

Ans.B) ফন্টেনেলি

  1. ভারতে প্রস্রবণ রেখা দেখা যায়

A)দেরাদুন

B)ভাইজ্যাক

C)শিলং

D)ডোলাইন

Ans.A) দেরাদুন

 

  1. ভূ অভ্যন্তর থেকে কিছু সময় অন্তর বাষ্পসহ গরম জলের উৎক্ষেপণকে বলে

A)ভ্যক্লুসিয়ান প্রস্রবণ

B)গিজার প্রস্রবণ

C)ডাইক প্রস্রবণ

D)উষ্ণ প্রস্রবণ

Ans.C) ডাইক প্রস্রবণ

 

  1. নিম্নলিখিত প্রস্রবনের মধ্যে কোনটি অভিকর্ষের বিপরীতে ঘটে?

A)ডাইক

B)দ্রবণ প্রস্রবণ

C)চ্যুতি প্রস্রবণ

D)আর্টেজীয় প্রস্রবণ

Ans. D) আর্টেজীয় প্রস্রবণ

 

  1. "ওল্ড ফেইথফুল" হল একটি….

A)কার্স্ট ভূমিরূপ

B)গিজার

C)বৃহত্তম ডাইক

D)সমুদ্রতরঙ্গ গঠিত ভূমিরূপ

Ans. B) গিজার

 

  1. চাইবাসার লুপুঙগুট্টু প্রস্রবণ কীসের উদাহরণ?

A)সংযোগ প্রস্রবণ

B)বিদার

C)দারন প্রস্রবণ

D)অবনত জলপীঠ প্রস্রবন

Ans. D) অবনত জলপীঠ প্রস্রবণ

লেখক: ভূগোলের শিক্ষিকা, নান্দারিয়া হাইস্কুল, শালবনি, পশ্চিম মেদিনীপুর।

Mailing List