২০১৬ তে শূন্য থেকে ২০১৯ এ কুড়ি - প্রথম দফা ভোটে এটাই ভাবাচ্ছে তৃণমূলকে

২০১৬ তে শূন্য থেকে ২০১৯ এ কুড়ি - প্রথম দফা ভোটে এটাই ভাবাচ্ছে তৃণমূলকে
সুমন ঘোষ
২০১৬ তে শূন্য। আর ২০১৯ এ একলাফে ২০!
গত লোকসভা ভোটে এভাবেই লাফিয়ে বেড়েছে বিজেপি। লোকসভা ভোটের ফল যদি বিধানসভা অনুযায়ী বিশ্লেষণ করা যায়, তাহলে এমনটাই দাঁড়ায়। আর সেটাই ভাবাচ্ছে তৃণমূলকে।
প্রথম দফায় রাজ্যে ৩০টি আসনে নির্বাচন। গত বিধানসভা নির্বাচনে বিজেপি এখানে পেয়েছিল শূন্য। বামফ্রন্ট একটি এবং কংগ্রেস মাত্র দু’টি আসন পায়। আর তৃণমূল কংগ্রেস পেয়েছিল ২৭টি আসন।
যেই না লোকসভা ভোট এলো তখনই দেখা গেল, এই সব জায়গাতেও আসন বের করে নিল বিজেপি। লোকসভার প্রাপ্ত ভোটকে বিধানসভা ভিত্তিক দেখা গেল, দেখা যায় এই প্রথম দফার ৩০ আসনের মধ্যে ২০টিতে এগিয়ে বিজেপি। ১০টিতে তৃণমূল। বামফ্রন্ট ও কংগ্রেসের অবস্থা অবশ্যই শোচনীয় বলা যায়। কারণ, লোকসভার ফলের নিরিখে ধরলে একটি বিধানসভাতেও এগিয়ে থাকা দূরের কথা, প্রাপ্ত ভোটও ঠেকেছে তলানিতে।
বিষয়টি কিন্তু এখানেই শেষ নয়। বিজেপি বঙ্গ বিজয়ের লক্ষ্যে মরিয়া চেষ্টা চালাচ্ছে। শুভেন্দু অধিকারীর মতো নেতাও এখন বিজেপিতে। শুধু শুভেন্দু অধকারী কেন, তাঁর বাবা তথা তৃণমূল সাংসদ শিশির অধিকারীও ক’দিন আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন। এক ভাই তো আগেই গিয়েছিলেন। প্রশ্ন উঠতে পারে, জানা বিষয়টি আবার এভাবে উত্থাপনের প্রয়োজন কী?
তার কারণ হল সেই বিগত লোকসভার ক্ষেত্রে বিধানসভা ভিত্তিক ফল। গত লোকসভার ফলে যে ১০টি বিধানসভায় তৃণমূল জিতেছিল, তার মধ্যে পূর্ব মেদিনীপুরে প্রথম দফার যে সাতটি কেন্দ্রে নির্বাচন হচ্ছে, তার মধ্যেই রয়েছে ছটি। যে আসনগুলি জয়ের কারিগর অধিকারী পরিবার বলেই ভোটের পর সকলে দাবি করেছিলেন। অধিকারীদের দাপটেও কিন্তু এগরা বিধানসভায় এগিয়েছিল বিজেপি। পটাশপুর, কাঁথি উত্তর, ভগবানপুর, খেজুরি, কাঁথি দক্ষিণ, রামনগরে এগিয়েছিল তৃণমূল। ইতিমধ্যেই কমিশনের কাছ তৃণমূল অভিযোগ জানিয়েছে যে, ভগবানপুর, খেজুরি, পটাশপুরে সন্ত্রাস চালাচ্ছে বিজেপি। স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে যে, তৃণমূল চিন্তায় তা বলার অপেক্ষা রাখে না।
এবার আসা যাক ভোটের শতাংশের হিসেবে। ভোট প্রাপ্তির হিসেবে। প্রথমেই ধরা যাক ২০১৬-র বিধানসভা। প্রথম দফার ৩০টি কেন্দ্রে ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে মোট ভোট পড়েছিল ৫৬,৯৩,৬১৫ টি। যার মধ্যে তৃণমূল পেয়েছিল ২৮,৬৯,০৯১ ভোট এবং বিজেপি-র ঝুলিতে যায় মাত্র ৪,০৮৯,৫৯৪। অর্থাৎ তৃণমূল যেখানে ৫০.৩৯ শতাংশ ভোট পেয়েছিল বিজেপি সেখানে পেয়েছিল মাত্র ৮.৬ শতাংশে। অর্থাৎ ছ’গুণেরও বেশি পিছিয়ে ছিল। সেবার বামেরা পেয়েছিল ১৫,৯৭,৮২১ ভোট। শতাংশের হারে ২৮.০৬ । কংগ্রেসের প্রাপ্ত ভোট ছিল ৩,৪২,৩২৩। শতাংশের হারে বিজেপির কাছাকাছি, ৬.০১ শতাংশ।
সেবার অবশ্য বামেদের বেশিরভাগ ভোট রামের দিকে গিয়েছিল বলে বারবার দাবি করেছে তৃণমূল। এবার বামফ্রন্ট কিছুটা হলেও তা ফেরাতে সক্ষম হয়েছে। ফলে বামেদের সব ভোট রামের দিকে যাবে না বলেই মনে করছেন সকলে। তবু কিন্তু তৃণমূলের চিন্তা যে খুব কমছে তা বলা যাবে না। সেই দুশ্চিন্তা কিন্ত গত লোকসভা ভোটের ফলের কারণেই।
কোন জেলায় কে এগিয়েছিল দেখে নেওয়া যাক
পশ্চিম মেদিনীপুর
বিধানসভা ২০১৬ ২০১৯
দাঁতন তৃণমূল বিজেপি
কেশিয়াড়ি তৃণমূল বিজেপি
গড়বেতা তৃণমূল বিজেপি
মেদিনীপুর তৃণমূল বিজেপি
শালবনি তৃণমূল তৃণমূল
খড়্গপুর তৃণমূল তৃণমূল
বাঁকুড়া
বিধানসভা ২০১৬ ২০১৯
রাইপুর তৃণমূল বিজেপি
রাণীবাঁধ তৃণমূল বিজেপি
শালতোড়া তৃণমূল বিজেপি
ছাতনা আরএসপি বিজেপি
ঝাড়গ্রাম
বিধানসভা ২০১৬ ২০১৯
নয়াগ্রাম- তৃণমূল বিজেপি
গোপীবল্লভপুর- তৃণমূল বিজেপি
ঝাড়গ্রাম- তৃণমূল বিজেপি
বিনপুর- তৃণমূল তৃণমূল
পুরুলিয়া-
বিধানসভা ২০১৬ ২০১৯
বান্দোয়ান- তৃণমূল বিজেপি
বলরামপুর-তৃণমূল বিজেপি
বাঘমুন্ডি- কংগ্রেস বিজেপি
জয়পুর-তৃণমূল বিজেপি
পুরুলিয়া- কংগ্রেস বিজেপি
মানবাজার-তৃণমূল তৃণমূল
কাশীপুর-তৃণমূল বিজেপি
পারা- তৃণমূল বিজেপি
রঘুনাথপুর- তৃণমূল বিজেপি
পূর্ব মেদিনীপুর-
বিধানসভা ২০১৬ ২০১৯
পটাশপুর- তৃণমূল তৃণমূল
কাঁথি উত্তর- তৃণমূল তৃণমূল
ভগবানপুর-তৃণমূল তৃণমূল
খেজুরি-তৃণমূল তৃণমূল
কাঁথি দক্ষিণ-তৃণমূল তৃণমূল
রামনগর-তৃণমূল তৃণমূল
এগরা- তৃণমূল বিজেপি
কোন দল কত আসনে এগিয়েছিল লোকসভার ফলের নিরিখে
দল ২০১৬ ২০১৯
তৃণমূল ২৭ ১০
বিজেপি ০ ২০
কংগ্রেস ২ ০
বামফ্রন্ট ১ ০


