দ্বীপ রাষ্ট্রেই ভরসা মেহুল চোক্সী থেকে বিনয় মিশ্রদের, এ যে ভানু বন্দ্যোপাধ্যায়ের জল পুলিশের কথা মনে পড়ায়

দ্বীপ রাষ্ট্রেই ভরসা মেহুল চোক্সী থেকে বিনয় মিশ্রদের, এ যে ভানু বন্দ্যোপাধ্যায়ের জল পুলিশের কথা মনে পড়ায়
আনফোল্ড বাংলা প্রতিবেদন: আশিতে আসিও না-র গল্প অনেকেরই জানা। বৃদ্ধ থেকে যুবক হয়ে স্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি নিয়ে গান গাইতে গাইতে মজাতে চলা। কিন্তু সে আনন্দের রেস গান শেষ হওয়া পর্যন্ত। তারপর হঠাৎ লুকিং গ্লাসে চোখ পড়তেই দেখা গেল পুলিশ। শত চেষ্টা করেও কিছু করতে না পেরে অবশেষে জলে নেমে পড়ল। কারণ, জল পুলিশের আন্ডারে সে। স্থল পুলিশ কেন গ্রেফতার করবে?
সেই সিনেমার দৃশ্যই যেনো ফিরে ফিরে আসছে বাস্তবেও। কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগে দেশের গোয়েন্দা সংস্থা যখন খুঁজে বেড়াচ্ছে, তখন দেখা যাচ্ছে উড়ে গিয়েছে পাখি। আশ্রয় নিয়েছে চারদিক জলবেষ্টিত হয়ে থাকা দ্বীপ রাষ্ট্রগুলিতে। কেউ যাচ্ছে অ্যান্টিগা থেকে ডমিনিকা তো কেউ ভানুয়াতু। শুধু কী যাওয়া, নাগরিকত্বও নিয়ে নিচ্ছে অবলীলায়। তারপরই অনেকটাই ভানু বন্দ্যোপাধ্যায়ের মতোই যেন বলা, এবার কী করে ধরবি ধর!
কয়লা ও গরুপাচারে অভিযুক্ত তৃণমূল যুব নেতা বিনয় মিশ্র (Binay Mishra) এখন কোথায়? তদন্তে নেমে সিবিআই (CBI)যা জানতে পেরেছে, তাতে চক্ষুচড়ক গাছ হওয়ার অবস্থা। তদন্তকারী সংস্থার দাবি, কোটি কোটি টাকা দুর্নীতিতে অভিযুক্ত বিনয় মিশ্র নাকি এখন ভারতের নাগরিকই নন। অস্ট্রেলিয়া ও ফিজির মাঝামাঝি দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতু-র (vanuatu island) নাগরিকত্ব নিয়েছেন তিনি।
সিবিআইয়ের তরফে জানানো হয়েছে, গত ২২ ডিসেম্বর দুবাইয়ের ভারতীয় দূতাবাসে ভারতের পাসপোর্ট জমা দিয়েছেন বিনয় মিশ্র। সঙ্গে জানিয়েছেন ভানুয়াতু-র নাগরিকত্ব নিয়েছেন তিনি। ভারতীয় নাগরিকত্ব আইন অনুসারে দ্বৈত নাগরিকত্ব বৈধ নয়। ফলে অন্য কোনও দেশের নাগরিকত্ব নিতে গেলে ভারতীয় নাগরিকত্ব ছাড়তে হয়। সঙ্গে জমা দিতে হয় পাসপোর্টও। এই খবর পেয়েই বিদেশমন্ত্রকের মাধ্যমে দ্বীপরাষ্ট্রটির সরকারের সঙ্গে যোগাযোগ শুরু করেছে সিবিআই।
মেহুল চোক্সীর (Mehul Choksi) ক্ষেত্রেও একই অবস্থা। তিনি লুকিয়ে ছিলেন অ্যান্টিগাতে (Antigua island)। অ্যান্টিগাতেও তাঁর নাগরিকত্ব রয়েছে। তারপর তাঁর রহস্যজনক ভাবে নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে। পরে জানা যায়, তিনি ডমিনিকায় (Dominica)। এগুলিও জলবেষ্টিত এক একটি দ্বীপ রাষ্ট্র। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (PNB) ১৪ হাজার কোটি টাকা দুর্নীতিতে অভিযুক্ত তিনি। ইডি ডমিনিকার সঙ্গে যোগাযোগ রেখেছে। চেষ্টা চলছে কিভাবে তাঁকে দেশে ফেরানো যায়।
সিনেমাতে অবশ্য ছাড় মেলেনি ভানু বন্দ্যোপাধ্যায়ের (Bhanu Bandopadhyay)। বাস্তবের এই খেলায় শেষ পর্যন্ত কী হয়ে সেটাই দেখার।


