কবি সুভাষ থেকে রুবি মোড়, এপ্রিলেই শুরু পরিষেবা, ভাড়ার তালিকা প্রকাশ করল মেট্রো

কবি সুভাষ থেকে রুবি মোড়, এপ্রিলেই শুরু পরিষেবা, ভাড়ার তালিকা প্রকাশ করল মেট্রো
01 Apr 2023, 08:50 PM

কবি সুভাষ থেকে রুবি মোড়, এপ্রিলেই শুরু পরিষেবা, ভাড়ার তালিকা প্রকাশ করল মেট্রো

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: রেলওয়ে সেফটির অনুমোদন আগেই মিলেছিল। এবার চালু হতে চলেছে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো পরিষেবা। সব ঠিক থাকলে চলতি এপ্রিল মাসেই এই রুটে যাত্রী পরিষেবা শুরু হয়ে যাবে। যাত্রী পরিষেবার শুরুর আগে শনিবার সাংবাদিক বৈঠকে ওই রুটে ভাড়ার তালিকা প্রকাশ করল মেট্রো। অন্য রুটগুলির মতো ওই রুটের নূন্যতম ভাড়া রাখা হয়েছে ৫ টাকা। নিউ গড়িয়া বা কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত যেতে গুনতে হবে ২০ টাকা। দক্ষিণেশ্বর পর্যন্ত সম্পূর্ণ যাত্রাপথের ভাড়া পড়বে ৪৫ টাকা।

তবে এক টিকিটেই যাত্রীরা দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ হয়ে রুবি মোড় পর্যন্ত যেতে পারবেন। পথে ট্রেন বদল করতে হলেও যাত্রীদের আর আলাদা করে টিকিট কাটার প্রয়োজন নেই। নিউ গড়িয়া বা কবি সুভাষ হচ্ছে কলকাতা মেট্রোর প্রথম জংশন স্টেশন। একদিকে দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া আর অন্যদিকে নিউ গড়িয়া থেকে রুবি মোড়। এই দুই রুট এসে মিলছে নিউ গড়িয়া স্টেশনে। এই পথে টালিগঞ্জ থেকে রুবি যেতে ভাড়া পড়বে ৩৫ টাকা। এসপ্ল্যানেড, চাঁদনি, কালীঘাটের মত স্টেশনগুলি থেকে রুবি যেতে দিতে হবে ৪০ টাকা। আর দক্ষিণেশ্বর ও দমদম থেকে নিউ গড়িয়া হবে রুবি যেতে গুনতে হবে ৪৫ টাকা। এপ্রিল মাসের কোন দিন এই রুটে পরিষেবা শুরু হবে তা অবশ্য নির্দিষ্ট করে জানান হয়নি। কমিশনার অফ রেলওয়ে সেফটি যে ছাড়পত্র দেয় তার মেয়াদ তিন মাস। এপ্রিল মাসের মধ্যেই এই মেয়াদ শেষ হবে। তাই এ মাসেই পরিষেবা চালু করে দেওয়া হবে বলা জানিয়েছে মেট্রো।

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ হয়ে রুবি মোড় পর্যন্ত মেট্রো চালু হয়ে গেলে আয় আরও বাড়বে বলে আশা করছেন মেট্রো কর্তারা। সেই সঙ্গে এবার থেকে নতুন স্টেশনগুলির সাজসজ্জায় আরও নজর দিতে চান কর্তৃপক্ষ। শনিবার এমনই জানিয়েছেন সংস্থার জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি। তিনি জানান, এই রুটে চলবে মূলত চিন থেকে আসা ডালিয়ান রেক। এই মুহূর্তে অন্যান্য রুটে মোট ৭ টি ডালিয়ান রেক চলছে। আরও ১৪ টির যাত্রা শুরু হবে নতুন রুটে। তিনি আরও জানান, ২০২১-২২ অর্থবর্ষের তুলনায় যাত্রী মেট্রোর সংখ্যা ১৩০.৫৮ শতাংশ বেড়েছে। যা মেট্রোর ব্যবসার পক্ষে দারুণ সুখবর।

Mailing List