বক্সিং থেকে হকি একের পর এক পদক এল ভারতের ঘরে

বক্সিং থেকে হকি একের পর এক পদক এল ভারতের ঘরে
07 Aug 2022, 11:09 PM

বক্সিং থেকে হকি একের পর এক পদক এল ভারতের ঘরে

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: কমনওয়েলথ গেমসে সোনার মোড়া রবিবার। দিনের শুরুতে বক্সিং এ প্রথম সোনা ভারতের। সোনা জিতলেন নিতু গাংহাস।মহিলাদের মিনিমাম ওয়েট বিভাগে সোনা পেলেন ভারতীয় এই বক্সার।

ইংল্যান্ডের ডেমি জেডকে ৫-০ ব্যবধনে হারিয়ে ৪৮ কেজি ওজন বিভাগে সোনা জেতেন নীতু গঙ্গা। এর পরেই ৫১ কেজি ওজন বিভাগে অমিত পাঙ্গলও ব্রিটিশ প্রতিপক্ষকে হারিয়ে স্বর্ণপদক জয় করেন। চলতি কমনওয়েলথে এটি ভারতের ১৫তম সোনা।

তৃতীয় ভারতীয় বক্সার হিসাবে কমনওয়েলথ সোনা জিতলেন নিখাত জারিন। তার সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোশাল মিডিয়ায় তাঁকে জানালেন অভিনন্দন। প্রধানমন্ত্রীর ফেসবুক হ্যান্ডলে লেখা হয়েছে, "নিখাত জারিন ভারতের গর্ব। রবিবার পদক প্রাপ্তি হল টেবল টেনিসেও। পুরুষদের বিভাগে জুটিতে দেশের মুখে উজ্জ্বল করেছেন শরত্‍ কমল ও সাথিয়ান জ্ঞানশেখরন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁদের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, "কমনওয়েলথ গেমসে টেবিল টেনিসে রৌপ্য পদক জয়ের জন্য শরত্‍ কমল ও সাথিয়ান জ্ঞানশেখরনকে অভিনন্দন।

ট্রিপল জাম্পে সোনা ও রুপোর পদক জিতল ভারত। এলডোস পল জিতলেন স্বর্ণপদক। আব্দুল্লাহ আবুবকর জিতলেন রুপোর পদক। পল নিজের তৃতীয় প্রচেষ্টায় ১৭.০৩ মিটারের সর্বশ্রেষ্ঠ পারফরম্যান্স করেন। অন্যদিকে আবুবকর ১৭.০২ মিটারে শেষ করেন। ফলে দুজনের মধ্যে ব্যবধান খুব একটা বেশি ছিল না। তবে আবুবকর নিজের পঞ্চম প্রচেষ্টায় এই সাফল্য অর্জন করেন। এই ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করেছেন বারমুডার জাহ-নাহাল। ১৬.৯২ মিটারের সর্বশ্রেষ্ঠ লাফটি দেন এবং ব্রোঞ্জ পদক জয় করেন।

হকিতে ব্রোঞ্জ জিতল ভারতীয় মহিলা দল। কমন ওয়েল্থ গেমসে ভারোত্তলনে সোনাজয়ী পাঁচলার দেউলপুরের  অচিন্ত্য শিউলির বাড়িতে এলেন  রাজ্যের ক্রীড়া মন্ত্রী মনোজ তিওয়ারি। কথা বললেন, তার মা পূর্ণিমা শিউলি ও  দাদা আলোক শিউলির সঙ্গে। পাশাপাশি তার দাদাকে দিলেন দমকলে স্থায়ী চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিলেন।

Mailing List