জীবিত থেকেও সরকারের খাতায় মৃত, ২০১০ সালের পর থেকে বন্ধ হয়েছে বিধবা ভাতার অ্যাকাউন্টে টাকা ঢোকা বন্ধ হয়েছে ৭২ বছরের বৃদ্ধা আল্লারাখা বিবি'র

জীবিত থেকেও সরকারের খাতায় মৃত, ২০১০ সালের পর থেকে বন্ধ হয়েছে বিধবা ভাতার অ্যাকাউন্টে টাকা ঢোকা বন্ধ হয়েছে ৭২ বছরের বৃদ্ধা আল্লারাখা বিবি'র
আনফোল্ড বাংলা প্রতিবেদন: গ্রাম পঞ্চায়েত ভবন থেকে ব্লক, এমনকি রাজ্য সরকারের দুয়ারে সরকার সমস্ত জায়গাতে গিয়েই শুনতে হয় ৭২ বছরের বৃদ্ধা আল্লারাখা বিবি নাকি মৃত। এমনই অবাক করা অভিযোগ তুললেন মুর্শিদাবাদের বড়ঞা ব্লকের বিপ্রশেখর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাউগ্ৰামের ভূমি হীন এক বৃদ্ধা বাসিন্দা। ২০১০ সালের পর থেকে বন্ধ হয়েছে বিধবা ভাতার অ্যাকাউন্টে টাকা ঢোকা।
এক চিলতে ঘরে বসবাস আল্লারাখা বিবিকে সরকারি নথিতে মৃত বলা হয়েছে। বর্তমানে তার বয়স ৭২ বছর। সরকারী নিয়ম অনুযায়ী ৬০ বছর হলেই বিধবা ভাতা বা বার্ধক্যভাতা পাওয়া যায়। কিন্তু তিনি তো কাগজ কলমে মৃত। যদিও আগে বিধবা ভাতা পেতেন, তবে ২০১০ সাল থেকে বন্ধ আছে বিধবা ভাতা।
এই ভাতা বৃদ্ধার খুব প্রয়োজন বলে জানায় তার পরিবার। বৃদ্ধার দাবি, গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে ব্লকের বিডিও, সকলের কাছেই জানানো হয়েছিল তার এই অসুবিধার কথা। কিন্তু আজও সুরাহা মেলেনি কোথাও থেকে।
বৃদ্ধার কথায়, আমি জীবিত থাকলেও কী করে আবার মৃত হলাম? গ্রাম পঞ্চায়েতের প্রধান সুদীপ কুমার ভট্টাচার্য জানান, এমন কোনও অভিযোগ আগে তাদের কাছে যায়নি। তবে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের কাছে শুনে এই অভিযোগ অবশ্যই খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি।


