ভুয়ো সাংবাদিক সেজে লক্ষ লক্ষ টাকা প্রতারণা! পূর্ব মেদিনীপুরের ছেলের কান্ড দেখে অবাক পুলিশ

ভুয়ো সাংবাদিক সেজে লক্ষ লক্ষ টাকা প্রতারণা! পূর্ব মেদিনীপুরের ছেলের কান্ড দেখে অবাক পুলিশ
আনফোল্ড বাংলা প্রতিবেদন: প্রেস স্টিকার লাগানো গাড়ি। ভূয়ো সাংবাদিক সেজে মাসে লক্ষ লক্ষ টাকার প্রতারণা। অভিযোগ, ১৮ লক্ষ টাকার গাড়ি হাঁকিয়ে মাসে গড়ে প্রায় ১৮ লাখ টাকা প্রতারণা করতেন সুব্রত গিরি নামে ওই যুবক। পূর্ব মেদিনীপুরের বাসিন্দা এহেন ব্যক্তিকে অবশেষে গ্রেফতার করেছে হুগলির দাদপুর থানার পুলিশ।
অভিযুক্তের কাছ থেকে পুলিশ ১৯০টি ডেবিট এবং ক্রেডিট কার্ড পেয়েছে। এ ছাড়াও তিনটি আইফোন, সোয়াইপ মেশিন, ভুয়ো প্রেস কার্ড উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম সুব্রত গিরি। গাড়িতে 'প্রেস' লিখে পুলিশের চোখে ধুলো দিয়ে এটিএম জালিয়াতি করে বেড়াত সে।
দাদপুর থানায় সাংবাদিক বৈঠকে করে হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি নিমাই চৌধুরী, সিআই ধনিয়াখালি দেবাঞ্জন ভট্টাচার্য এবং ওসি প্রশান্ত ঘোষ বলেন, গত ২৭ ডিসেম্বর হারিট বাজারে ব্যাঙ্কের সামনে ডিউটি করছিলেন এক সিভিক ভলান্টিয়ার। বাজারে ২টি এটিএম কিয়স্ক রয়েছে। সেখানে একটি কালো রঙের গাড়ি দীর্ঘ ক্ষণ দাঁড়িয়ে ছিল। গাড়ির চালক মাঝেমধ্যে এটিএমে ঢুকছেন। আবার বেরিয়ে এসে গাড়িতে বসছেন। তাঁর আচরণে সন্দেহ হয় ওই সিভিক ভলান্টিয়ারের। তিনি দাদপুর থানায় খবর দেন। ওসি সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যান। কিন্তু পুলিশ দেখে পালানোর চেষ্টা করেন ওই যুবক। তাঁর গাড়ি ধাওয়া করে ধরে পুলিশ। পুইনানেরই এক বাসিন্দা ইয়াসিস মণ্ডল গত সেপ্টেম্বর মাসে প্রতারিত হয়েছিলেন। থানায় সেব্যাপারে অভিযোগও দায়ের করেছিলেন ওই ব্যক্তি।
অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, সুব্রত গিরি আদতে পূর্ব মেদিনীপুরের রামনগরের বাসিন্দা। বর্তমানে উত্তর ২৪ পরগনার নিমতায় থাকেন। ভূগোলে স্নাতক সুব্রত প্রোমোটিং ব্যবসার সঙ্গে যুক্ত। তবে বছর দুই ধরে এ ভাবে প্রতারণার কারবারের সঙ্গে যুক্ত। পুলিশ এ-ও জানতে পেরেছে, হাওড়া, হুগলি, বর্ধমান-সহ বেশ কয়েকটি জেলায় এটিএমে টাকা তুলতে সাহায্য করার নাম করে অন্যের এটিএম কার্ডের পিন নম্বর জেনে নিয়ে টাকা তুলে নিতেন তিনি। এ ভাবে মাসে প্রায় ১৮ লক্ষ টাকা প্রতারণা করেন সুব্রত।
পুলিশ জানিয়েছে, গাড়ির সামনে 'প্রেস' লেখা থাকলেও কোনও সংবাদমাধ্যমের সঙ্গে সুব্রত গিরি যুক্ত নন। পুলিশের চোখে ধুলো দিতে গাড়িতে প্রেসের স্টিকারের সঙ্গে 'কার পাস' স্টিকারও ব্যবহার করেছিল সে। সুব্রত গিরিকে গ্রেফতারের পর যে সংখ্যাক এটিএম কার্ড, আই ফোন বাজেয়াপ্ত করা হয়েছে, তাতে পুলিশেরও চক্ষু চড়ক গাছ। তাঁর কাছ থেকে নগদ ২৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। অভিযুক্তকে ৭ দিনের জন্য নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ।


