চার নাবালিকাকে অপহরণ করে ঝাড়খণ্ডে নিয়ে যাওয়ার পথে চার যুবক গ্রেফতার পুরুলিয়ায়

চার নাবালিকাকে অপহরণ করে ঝাড়খণ্ডে নিয়ে যাওয়ার পথে চার যুবক গ্রেফতার পুরুলিয়ায়
07 Oct 2022, 07:00 PM

চার নাবালিকাকে অপহরণ করে ঝাড়খণ্ডে নিয়ে যাওয়ার পথে চার যুবক গ্রেফতার পুরুলিয়ায়

 

আশিস বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়া

 

চার নাবালিকাকে অপহরণ করে ঝাড়খণ্ড নিয়ে যাওয়ার পথে পুরুলিয়ার রঘুনাথপুর ২নম্বর ব্লকের ভোজুডি পুলিশ ফাঁড়ির পুলিশ চার যুবককে গ্রেফতার করল। পুলিশ জানিয়েছে, তাদের নাম শিবা মাহালী, মিঠুন মাহালী, সমর ওরফে ক্রেন মাহালী ও রাহুল মাহালী। ধৃতদের প্রত্যেকের বাড়ি রঘুনাথপুর ২ ব্লকের শিমূলহীড় গ্রামে। বৃহস্পতিবার রাতে ভোজুডি পুলিশ ফাঁড়ির পুলিশ তাদের দামোদরের ইছর নদীঘাট থেকে আটক করে। পরে নাবালিকাদের পরিবারের আত্মীয়দের অভিযোগের ভিত্তিতে ঐ চার যুবককে গ্রেফতার করে ভোজুডি পুলিশ ফাঁড়ির পুলিশ। শুক্রবার ধৃত প্রত্যেকেই রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের জেল হেফাজতের নির্দেশ দেন। কী কারণে অপহরণ তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Mailing List