পুরুলিয়ার চারজন শিক্ষক পেলেন শিক্ষারত্ন

পুরুলিয়ার চারজন শিক্ষক পেলেন শিক্ষারত্ন
06 Sep 2022, 09:45 AM

পুরুলিয়ার চারজন শিক্ষক পেলেন শিক্ষারত্ন

 

আশিস বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়া

 

প্রতিবারের মতো এবারও পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে শিক্ষাক্ষেত্রে শিক্ষকদের বিশেষ অবদানের প্রতি সম্মান জ্ঞাপন করা হয়। তারই স্বীকৃতি হিসেবে দেওয়া হয় শিক্ষারত্ন পুরষ্কার। এবারও তার ব্যতিক্রম হয়নি।

এবারও পুরুলিয়া জেলার শিক্ষকরাও এই সম্মান পেয়েছেন। পুরুলিয়া জেলার মোট ৪ জন শিক্ষক শিক্ষারত্ন সম্মাননা পান। তাঁরা হলেন বালকডি কেবিএম হাই স্কুলের প্রধান শিক্ষক তাপস কুমার মাহাতো, সিধো কানহো বীরসা বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপক প্রফেসর প্রদীপ্ত ব্যানার্জী ও বীরবল সাহা এবং রামকৃষ্ণ মাহাতো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ ডঃ বিবেক চক্রবর্তী। সোমবার পুরুলিয়া জেলার জেলাশাসকের কনফারেন্স হলে এই অনুষ্ঠান হয়। কলকাতায় মুখ্যমন্ত্রীর ভিডিও কনফারেন্স চলাকালীন পুরুলিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁদের সম্মাননা জ্ঞাপন করা হয়।

এই দিন কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে পুরুলিয়ার ২০ জন মেধাবী কৃতী ছাত্রছাত্রীদেরও বিশেষ সংবর্ধণা জানান মুখ্যমন্ত্রী। এছাড়া এদিন জেলার মোট ২৩ টি মহাবিদ্যালয়ের অধ্যক্ষদের কাছে মুখ্যমন্ত্রীর প্রেরিত বিশেষ শুভেচ্ছা বার্তা জেলা প্রশাসনের পক্ষ থেকে পৌঁছে দেওয়া হবে বলে জানা গিয়েছে।

Mailing List