হাওড়ার স্কুলের চার ছাত্র ড্রোন আবিষ্কার করে চমকে দিল

হাওড়ার স্কুলের চার ছাত্র ড্রোন আবিষ্কার করে চমকে দিল
সুলেখা চক্রবর্তী, হাওড়া
ওদের নাম ত্রিদীপ চাউলিয়া, সৌম্যদীপ সামন্ত, সুপ্রতিম দত্ত, সেখ সোহন ইসলাম। বাড়ি হাওড়ার প্রত্যন্ত ও প্রান্তিক এলাকা শ্যামপুর কেন্দ্রের বরদাবাড় গ্রামে। ওদের পারিবারিক অবস্থা আর পাঁচটা মধ্যবিত্ত পরিবারের মতোই। ওরা বরদাবাড় লেনিন বিদ্যাপীঠের দশম শ্রেণীর ছাত্র। লেখা পড়ার ফাঁকে ওরা চারজন মিলে স্কুলেই বসে ঠিক করে কিছু একটা করবে। নিজেদের মধ্যে আলোচনার পরেই ঠিক করে ওরা ড্রোন তৈরি করবে। সেই মতো নিজেদের টিফিনের পয়সা জমিয়ে ওরা কেনে মোটর, প্রপলার ইত্যাদি। এরপর প্রযুক্তি ঘেঁটে ক্লাসের ফাঁকে ওরা বানিয়ে ফেলে ড্রোন। এক কিমি দূরত্বের ও উচ্চতায় উড়তে সক্ষম এই ড্রোন। যা অবাক করেছে মানুষকে। এই কাজকে প্রশংসা করেছেন অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী। স্কুলের এই চার ছাত্রের কৃতিত্বকে সাধুবাদ জানিয়েছেন পরিচালন সমিতির সভাপতি সুদীপ বেরা। প্রধান শিক্ষক অমলেন্দু চাউলিয়া জানানো, "এরা এই কাজ যাতে অন্যদের মধ্যে ছড়িয়ে দিতে পারে সে দিকে নজর দেওয়া হবে।" উদ্বোধন করেন বিধায়ক কালীপদ মন্ডল।


