স্বর্ণ ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার চার বস্তা সোনার গয়না, সবই নাকি চুরির! সোনারপুরের ঘটনায় তাজ্জব সকলে

স্বর্ণ ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার চার বস্তা সোনার গয়না, সবই নাকি চুরির! সোনারপুরের ঘটনায় তাজ্জব সকলে
13 Oct 2022, 11:13 AM

স্বর্ণ ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার চার বস্তা সোনার গয়না, সবই নাকি চুরির! সোনারপুরের ঘটনায় তাজ্জব সকলে

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: সোনার দোকানে চুরির ঘটনার কিনারা করতে গিয়ে অবাক পুলিশ। ধরা পড়লো আর এক স্বর্ণ ব্যবসায়ী। তার বাড়ি থেকে উদ্ধার হল চার বস্তা সোনার গয়না! যার বাজার মূল্য প্রায় ৪২ লক্ষ টাকা। সোনার পরিমাণ প্রায় ৮৫০ গ্রাম। যার মধ্যে হার, কানের দুল, আংটি-সহ নানা ধরণের গয়না রয়েছে। কিভাবে কোথায় কোথায় সোনার দোকানে চুরি করা হয়েছিল এবার সেই তদন্তে নেমেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, একটি সোনার দোকানে ডাকাতির ঘটনার তদন্তে নামে পুলিশ। তদন্তে নেমে তিনজনকে গ্রেফতার করে। ধৃতরা হল, মুজিবর মণ্ডল, সৈফুদ্দিন মণ্ডল ও শঙ্কর দাস। তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে সোনা চুরির যত মাল সব তারা বিক্রি করেছে এক স্বর্ণ ব্যবসায়ীকে। সোমবার এই তথ্য পাওয়ার পর মঙ্গলবার নতুন কৌশল করে পুলিশ। আরও চুরির সোনা রয়েছে বলে ওই ব্যবসায়ীকে ফোন করায় দুষ্কৃতীদের দিয়ে। মঙ্গলবার রাতে সেই সোনা বিক্রির পরিকল্পনা করায়। সেই ব্যবসায়ীর বাড়ি সোনারপুরের মালঞ্চ এলাকায়। তারপর দুষ্কৃতীদের সঙ্গে নিয়ে সাদা পোশাকের পুলিশ পৌঁছে যায় সেই স্বর্ণ ব্যবসায়ী বঙ্কিম কর্মকারের বাড়িতে। সেখানে তল্লাশি চালিয়েই চার ব্যাগ সোনার গয়না উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, ওই সমস্ত গয়নার কোনও উপযুক্ত নথি দেখাতে পারেনি ব্যবসায়ী। যা থেকে অনুমান, সেগুলি চুরির সোনা।

 

Mailing List