পুরুলিয়ার কাশীপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু ৪ জনের

পুরুলিয়ার কাশীপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু ৪ জনের
আশিস বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়া
পুরুলিয়ার কাশীপুর থানা এলাকার বিশহরিতোলা মোড়ে শুক্রবার দুপুরে দুটি মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল মোটর বাইকে থাকা ৪ জন ব্যক্তির।ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও ১ জন ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এদিন দুপুরে কাশীপুরের বিশহরিতোলা মোড়ে দুটি দ্রুত গতিতে আসা মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।তারপরই দুই মোটর বাইকে থাকা পাঁচজন ব্যক্তি রাস্তার চারিদিকে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে।
এমন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে কাশীপুর থানার পুলিশ গিয়ে গুরুতর আহত অবস্থায় সকলকেই সেখান থেকে উদ্ধার করে স্থানীয় কাশীপুরের কল্লোলী গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে।কিন্তু সেখানে চিকিৎসকরা তাদের মধ্যে ৪ জন ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন।
কাশীপুর থানার পুলিশ সূত্রে জানা যায়, মৃত ব্যক্তিদের নাম সত্যকিঙ্কর মাঝি (৬৫) অরবিন্দ মাঝি (২৬) শিবনাথ মন্ডল (২৭) হাবুলাল মাজী (৭৫)। জানা যায়, তাদের মধ্যে ২ জনের বাড়ি রাধামাধবপুর ও বাকি ২ জনের বাড়ি পাহাড়পুর গ্রামে।



