রঘুনাথপুরে জুয়ার আসর থেকে গ্রেফতার চার, তোলা হল আদালতে

রঘুনাথপুরে জুয়ার আসর থেকে গ্রেফতার চার, তোলা হল আদালতে
আশিস বন্দ্যোপাধ্যায়, পুরুলিয়া
গোপন সূত্রে খবর পেয়ে জুয়ার আসর থেকে চারজন জুয়াড়িকে গ্রেফতার করল পুরুলিয়ার রঘুনাথপুর থানার পুলিশ। ধৃতরা হল শেখ হিব্রাহিম ওরফে জামাই, শেখ মনোয়ার, প্রশান্ত আঢ়্য, ও সর্বশিষ ওরফে তরুণ কুমার দত্ত। প্রথম দুজনের অর্থাৎ শেখ হিব্রাহিম ও শেখ মনোয়ারের বাড়ি রঘুনাথপুর শহরের বালিচূড়া এলাকায়। প্রশান্ত আঢ়্যর বাড়ি রঘুনাথপুর শহরের ১৩নম্বর ওয়ার্ডের এটিএম গ্রাউন্ড এলাকায় আর সর্বশিষ ওরফে তরুণ কুমার দত্তর বাড়ি রঘুনাথপুর শহরের ঝান্ডাপাড়া এলাকায়। বুধবার প্রত্যেকেই রঘুনাথপুর থানার পুলিশ রঘুনাথপুর মহকুমা আদালতে তোলে।
জানা যায়, রঘুনাথপুর শহর লাগোয়া রক্ষৎপুর মোড়ে মঙ্গলবার রাতে একটি জুয়ার আসর বসার খবর সূত্র মারফত রঘুনাথপুর থানার পুলিশের কাছে আসতেই রঘুনাথপুর থানার পুলিশ হানা দেয় মঙ্গলবার রাতেই ঐ জুয়ার ঠেকে। তখনি ঐ ঠেকে হাতেনাতে পুলিশের কাছে ধরা পড়ে যায় ঐ চার জুয়াড়ি। গ্রেফতার করে তাদের রঘুনাথপুর থানার পুলিশ। বুধবার তাদের রঘুনাথপুর মহকুমা আদালতে তোলে রঘুনাথপুর থানার পুলিশ।



